পাশবিক হত্যা ( সম্পাদকীয়)

শিরোনাম সূত্র তারিখ
৩৭। পাশবিক হত্যা   (সম্পাদকীয়) নিউ ইয়র্ক টাইমস ৬ মে,, ১৯৭১

 

Prodip Mitra

<১৪, ৩৭, ৮৪>

নিউ ইয়র্ক টাইমস , ৬ মে,, ১৯৭১

পাশবিক হত্যা   (সম্পাদকীয়)

 

গত কয়েক বছর ধরেই ওয়াসিংটন (আমেরিকার রাজধানী) পাকিস্তান সরকারকে তাদের জাতীয় নিরাপত্তা রক্ষার নাম ভারী অস্ত্র, ট্যাংক, ও সামরিক বিমান সরবরাহ করে আসছে। দুঃখজনক হলেও সেই চুক্তিতে করাচির (পাকিস্তানের রাজধানী) তার নিজের দেশের জনতার নিরাপত্তা রাখা নিয়ে কিছু উল্লেখ ছিল না।  অতঃপর (আমেরিকার) স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবশেষে মানতে বাধ্য হয় যে সেসব আগ্নেয়াস্ত্র ও প্রতিরোধ ব্যবস্থা অবাধে গত মার্চ মাস হতে পাকিস্তানে সাধারণ মানুষের উপর প্রয়োগ করা হচ্ছে।  ওয়াসিংটন আরো স্বীকার করতে বাধ্য হয় যে তারা সম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানকে গোলাবারুদ ও সামরিক যন্ত্রাংশ সরবরাহ করছে। এই পটভূমিকায়, ওয়াশিংটন করাচিকে বেসরকারি পর্যায়ে সংবরণের  জন্য যেসব আবেদন করেছে, তা আদৌ কার্যকর হয়নি।

 

Scroll to Top