১ নং সেক্টরের সংঘটিত যুদ্ধের আরও বিবরণঃ
<১০, ২.১, ৫৯–৬১>
প্রতিবেদনঃ শামসুল ইসলাম
– বাংলা একাডেমীর দলিলপত্র
১। জুন মাস:
(ক) তহশীল অফিস-
(১) ফেনী শহর
(২) খিতাবচর
(৩) পটিয়া
(৪) কানুনগোপাড়া
(৫) মৌলভীবাজার
(৬) আনোয়ার থানার দুইটি তহশীল অফিস।
(খ) গ্রেনেড চার্জ-
(১) নিউমার্কেট ৩ জন
(২) রেয়াজউদ্দিন বাজার ৫ জন
(৩) রেয়াজউদ্দীন বাজার ৩ জন
(৪) পাচঁলাইশ থানা ৩ জন
(৫) মিউনিসিপ্যালিটি, আলী মোল্লা চৌঃ আহত হয়।
(৬) রেয়াজউদ্দিন বাজার ৪ জন আহত।
২। জুলাই মাসঃ
(ক) তহশীল অফিস-
(খ) গ্রেনেড চার্জ-
১) নিউমার্কেট ৫ জন
(২) সদরঘাট ৭ জন নিহিত ১১ জন আহত
৩) কক্সবাজার ২ জন
(৪) আমিন মার্কেট ১ জন
(৫) রেয়াজুদ্দিন বাজার ২ জন আহত
(৬) রেয়াজুদ্দিন বাজার কেউ মারা যায়নি
(৭) চুনার গুদামের মোড় ১ জন।
(৮) জুবলী রোড ৩ জন
(৯) খাতুনগঞ্জ ৩ জন।
(গ) দালাল অপারেশন-
(১) পোপদিয়ার চেয়ারম্যান কাসেম-(এই অপরেশনে বোয়ালখারীর আবুল হাসান সাহায্য করিয়াছে)
(২) রাউজানের ফয়েজ আহমেদ ৮ জন ডাকাত মুহজুল্লাহ ও তৎপুত্র
(৩) চেয়ারম্যান দেলোয়ার সওদাগর বাড়ী জ্বালিয়ে দেওয়া হয়, গাড়ীটিও,
(৪) চরকানাই-এর নাজির আহমদ
(৫) বোয়ালখালীতে দুইজন রাজাকার হত্যা।
৩। আগস্ট মাস:
(ক) গ্রেনেড চার্জ-
(১) রেয়াজুদ্দীন বাজার ২ জন
(২) নিউমার্কেট ২ জন
(৩) কোর্ট বিল্ডিং-বিস্ফোরণ হয় নাই
(৪) কলিজিয়েট স্কুল ২ জন
(৫) সিটি কলেজ ১ জন
(৬) চাইনিজ-ডেন্টিস্ট-কেউ মারা যায়নি।
(খ) দালাল অপারেশন-
(১) বধুপুরায় ৩ জন
(২) মালিয়ারায় ৭ জন
(৩) জিরিতে ৩ জন
(৪) সারেন্ডার রাইফেলসহ ৪ জন
(৫) বোয়ালখালীতে ১ জন
(৬) রাউজানে ১ জন
(৭) রাংগুনিয়ায় ৩ জন।
(গ) রাজাকার অপারেশন-
(১) জিরি মাদ্রাসায় ২১ জন রাজাকার নিহত, ১৬ টি রাইফেল
(২) বোয়ালখালীতে ১ জন রাজাকার
(৩) রাইজানে ৮ জন রাজাকার
(৪) ….২ জন রাজাকার, ২ জন পুলিশ ও চেয়ারম্যান নিহত।
(ঘ) অন্যান্য
(১) ১৩২০০০ ভোল্টের দুটো পাওয়ার পাইলন কলকারখানার মেইন ইলেক্ট্রিক সাপ্লাই লাইন ধংস- ২৮ দিন সমস্ত কলকারখানা বন্ধ থাকে,
(২) কৈয়াগ্রাম ১ টি পুল বিনিষ্ট,
(৩) রেলের বিট উপড়ে ফেলার ট্রেন লাইনচ্যুত (দোহাজারী লাইন)।
৪। সেপ্টেম্বর মাস:
(ক) রাজাকার অপারেশন:
(১) কালারপুল থানা-২ জন রাজাকার, ৬ টি রাইফেল ও এমুনিশন
(২) লাখাড়া-তিনজন রাজার দুইটি রাইফেল
(৩) ধলঘাট ৭ জন মুজাহিদ
(৫) ধলঘাট-৭ জন মুজাহিদসহ মোট ২১ জন
(৬) জৈষ্টপুরা-১ জন রাজাকার
(৭) মিলিটারি পুলে ১ জন পাঞ্জাবী।
(খ) গ্রেনেড চার্জ-
(১) রেয়াজুদ্দিন বাজার-২ জন
(২) ষ্টেশন রোড-কেউ মারা যায়নি
(৩) লালদিঘীরপাড়-জামাতের মিছিলে ৭/৮ জন নিহিত।
(গ) দালাল অপারেশন-
(১) কোরাইল ডাংগায় এক জন
(২) লারোয়াতলীতে ১ জন
(৩) বোরলায় ১ জন
(৪) ধলঘাটে ১ জন
(ঘ) অন্যান্য
(১) ১টি পুল ধংস
(২) লাখাড়ায় signal wireless station সম্পূর্ণ ধংস করে দেওয়া হয়
(৩) কোরাইল ডেংা পাহাড়ে কাঠ কাটা নিষিদ্ধ করা হয়
(৪) ফসফরাস দিয়ে পেট্রোল পাম্প ধংস করে দেওয়া হয়।
৫। অক্টোবর মাস:
(ক) রাজাকার অপারেশন-
(১) কদুরখিল গ্রামের সকল রাজাকারদের বাড়ীঘর পুড়িয়ে দেওয়া হয়।
(২) পরদিন কদুরখিল গ্রামে ৫২ জন রাজাকার ও…… বন্দি
(৩) ধলঘাট রেলওয়ে স্টেশনে ট্রেন আক্রমণ- ২১ জন পুলিশ ও রাজাকার ধৃত
(৪) পশ্চিম পটিয়ায় ২ জন রাজাকার ও ৬টি ষ্টেনগান উদ্ধার
(৫) রাউজানে তিনজন রাজাকার
(৬) শিলচলে সাতজন পাঞ্জাবী সাহায্যকারী
(৭) বান্দরবন রাস্তায় চারজন পাঞ্জাবী
(৮) দুইজন মুজাহিদ।
(খ) দালাল অপারেশন-
(১) পশ্চিম পটিয়ায় ১ জন
(২) রাউজানে ৫ জন
(৩) রাংগুনিয়ায় ৩ জন।
(গ) অন্যান্য-
(১) একটি ট্রেন বিস্ফোরক দিয়ে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া
(২) তিনটি কাঠের চালি……. দিয়ে উড়িয়ে দেওয়া হয়
(৩) কাঠ ব্যাবসায় ও চালনায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হয়।
৬। নভেম্বর মাস:
(ক) রাজাকার-পাঞ্জাবী অপারেশন-
(১) টাউনে গ্রেনেড চার্জ করে তিনজন রাজাকার হত্যা
(২) পারুয়ায় গ্রেনেড চার্জ করে তিনজন মিজো ও একজন পাঞ্জাবী
(৩) মগদাইরে গ্রেনেড চার্জ করে একজন রাজাকার
(৪) ফজলপুরে গ্রেনেড চার্জ করে তিনজন রাজাকার
(৫) ধলঘাটে ট্রেন আক্রমণ করে…… জন মুজাহিদ
(৬) ধলঘাটে এম্বুশ- ৯ জন পাঞ্জাবী ও তিনজন মিলিশিয়া।
(খ) দালাল অপারেশন
(১) রাউজান ১ জন
(২) রাউজান ৪ জন
(গ) অন্যান্য-
(১) ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত করে দেওয়া হয়
(২) ২টি পুল নষ্ট করে দেওয়া হয়
(৩) ৪৪০০০ ভোল্টের ছোট ইলেকট্রিক লাইনটি নষ্ট করে দেওয়া হয়
(৪)১ টি কাঠের চালি ডুবিয়ে দেওয়া হয়
(৫) ১৩২০০০ ভোল্টের মেইন সাপ্লাই লাইনটিও নষ্ট করে দেওয়া হয়-মিল কারখানা আবার বন্ধ করে দেওয়া হয় (১৩ দিনের জন্য)।