শিরোনাম | সূত্র | তারিখ |
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বাজেট সম্পর্কে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের অংশ | বাংলাদেশ সরকার
কেবিনেট ডিভিশন |
২০ সেপ্টেম্বর, ১৯৭১ |
গোপনীয়
২০ সেপ্টেম্বর, ১৯৭১ তারিখে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের সভার কার্যবিবরণির উল্লেখযোগ্য অংশ
* * * *
আলোচ্য সূচি নং: ০৬… প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট
* * * *
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট নিয়ে আলোচনার সময়,
আমাদের যুদ্ধরত সশস্ত্র বাহিনী ও যুব শিবিরের শিক্ষানবিসদের শীতবস্ত্রের তীব্র সঙ্কটের ব্যাপারটি গুরুত্ব দিয়ে বিবেচিত হয়েছে। মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, যুদ্ধরত সশস্ত্র বাহিনী ও যুবশিবিরের শিক্ষানবিসদের প্রয়োজন মোতাবেক কম্বলসহ শীত বস্ত্র সংগ্রহের একটি চাহিদা পত্র তৈরি করবেন প্রতিরক্ষা সচিব।
এসডি/
ভারপ্রা্প্ত প্রেসিডেন্ট
মেমোনং…… তারিখ: ২৭ সেপ্টেম্বর, ১৯৭১
প্রতি, সচিব, প্রতিরক্ষা (এইচ. টি. ইমাম)
মন্ত্রীপরিষদ সচিব
২৭.০৯.১৯৭১