প্রধানমন্ত্রী কর্তৃক সচিব নিয়োগ

শিরোনাম সূত্র তারিখ
প্রধানমন্ত্রী কর্তৃক সচিব নিয়োগ বাংলাদেশ সরকার,

সাধারন প্রশাসন বিভাগ

১৩ সেপ্টেম্বর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সাধারণ প্রশাসন বিভাগ

মুজিবনগর

স্মারকলিপি…………,১৩ সেপ্টেম্বর, ১৯৭১

আদেশ

 

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাক্তন ডেপুটি সেক্রেটারি  জনাব আনোয়ারুল হক খানকে যথাযথ উপাধি নির্ধারিত হওয়া পর্যন্ত  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে সরকারের সেক্রেটারি পদমর্যাদার বিশেষ দায়িত্বে কর্ম সম্পাদনের জন্য  নিযুক্ত করা হল। পরবর্তী আদেশদান পর্যন্ত তার সেবা অর্থ বিভাগের নিয়ন্ত্রণে ন্যস্ত করা হলো।

জনসেবার স্বার্থে উক্ত নিয়োগদান করা হলো।

উক্ত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

স্বাক্ষর-তাজউদ্দীন আহমেদ

প্রধানমন্ত্রী

১৩.৯.১৯৭১

স্মারকলিপি নং.সাপ্র/…………,১৩ সেপ্টেম্বর, ১৯৭১

অনুলিপি

১. জনাব আনোয়ারুল হক খান।

২. জনাব এম. আলম, পররাষ্ট্র সচিব।

৩. জনাব এ. সামাদ, প্রতিরক্ষা সচিব।

৪. জনাব কে. এ. জামান, অর্থ সচিব।

৫. জনাব এইচ. টি. ইমাম, মন্ত্রীপরিষদ সচিব।

৬. ড. টি. হোসাইন, স্বাস্থ্য সচিব।

৭. জনাব এমদাদ আলী, প্রধান প্রকৌশলী।

৮. জনাব জে. জি. ভৌমিক, ত্রাণ কমিশনার।

৯. জনাব এড. আর. মির্জা, পরিচালক, ইয়ুথ ক্যাম্প (আই-আই/কিউ)।

১০. জনাব শিলাব্রত বড়ুয়া, ও. এস. ডি./আইন ও সংসদ বিষয়ক।

১১. কাজী লুৎফুল হক, ব্যক্তিগত সচিব হতে রাষ্ট্রপতি।

১২. ড. ফারুক হোসাইন, ব্যক্তিগত সচিব হতে প্রধানমন্ত্রী।

১৩. জনাব সাদাৎ হোসাইন, ব্যক্তিগত সচিব হতে অর্থমন্ত্রী।

১৪. জনাব কামাল সিদ্দিক, ব্যক্তিগত সচিব হতে পররাষ্ট্রমন্ত্রী।

১৫. জনাব বি. বি. বিশ্বাস,ব্যক্তিগত সচিব হতে স্বরাষ্ট্রমন্ত্রী।

১৬. সাধারণ প্রশাসন বিভাগের স্থাপনা শাখা।

 

ইহা উক্ত বিভাগের স্মারকলিপি নং. সাপ্র/১২৬৫ তাং ৭.৯.৭১ এর অধীনে  পূর্ববর্তী সরকারের আদেশ ইস্যু হতে পরিবর্তিত।

                                                                                                                                                        (এইচ.টি.ইমাম)

                                                                                            সচিব (সা. প্র. বিভাগ)

Scroll to Top