বাংলাদেশকে সমর্থন এবং স্বীকৃতির জন্য সরকারকে রাজি করানোর অনুরোধ জানিয়ে বৃটিশ জনগণের প্রতি আহ্বান

সংযোজন

<৪,২৫৭,৫৯৭>

অনুবাদকঃ নিগার সুলতানা

শিরোনামসূত্রতারিখ
২৫৭। বাংলাদেশকে সমর্থন এবং স্বীকৃতির জন্য সরকারকে রাজি করানোর অনুরোধ জানিয়ে বৃটিশ জনগণের প্রতি আহ্বানএ্যাকশন কমিটির প্রচারপত্রএপ্রিল, ১৯৭১

                                                                     S        O        S

বাংলাদেশ

 

 

প্রিয় গ্রেট ব্রিটেনবাসী,

বাংলাদেশের জনগণ নাৎসিদের মত হত্যাকান্ডের স্বীকার হচ্ছে। তাদের একমাত্র অপরাধ তারা স্বাধীনতা ও সমতা চেয়েছিল!

 নিষ্ঠুর ও ক্ষমতাশীল পশ্চিম পাকিস্তানী ধোঁকাবাজেরা : তারা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণকে পদানত করতে ব্যর্থ হয়েছে।

 তারা বোমা মেরেছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে, আমাদের বাসাবাড়িতে এবং এমনকি আমাদের হাসপাতালগুলোতেও।

 তারা এমন একটি অপরাধ করেছে যা একই সংগে অমার্জনীয় এবং মানব ইতিহাসে অদ্বিতীয়।

 

বাংগালীরা তীর ধনুক, ছুরি ও বাঁশের লাঠি নিয়ে তাদের আধুনিক সরঞ্জাম, সৈন্যদল, কামান, মেশিনগান এবং ট্যাংকবিধ্বংসী ক্ষেপনান্ত্রের বিরুদ্ধে অসীম সাহস নিয়ে যুদ্ধ করেছে।

মানবিকতার দোহাই – দয়া করে বাংলাদেশের  সাহায্যে এগিয়ে আসুন।

আমরা বিশ্বাস করি যে, গ্রেট ব্রিটেনের মুক্তি প্রিয় জনগণ আমাদের সাহায্য করতে পারে এবং আমরা সনির্বদ্ধ অনুরোধ করছি সকল নৈতিক এবং বস্তুগত সমর্থনসহ তাদের এখনই এগিতে আসার জন্য যাতে তারা একত্রিত হতে পারে।

আপনাদের সরকারকে এখনই বাংলাদেশকে স্বীকার করতে ও সমর্থন করতে বলুন!!!

 

বাংলাদেশ এ্যাকশন কমিটি

৫২, ওয়ার্ডসওয়ার্থ রোড                                                  স্মল হেলথ

বার্মিংহাম ১০

Scroll to Top