বাংলাদেশকে স্বীকৃতিদানের দাবীতে হাইডপার্কে একটি জনসভার প্রেস বিজ্ঞপ্তি

<৪,১০৮,১৯১>

অনুবাদকঃ মাহিন বারী

শিরোনাম সূত্র তারিখ
১০৮। বাংলাদেশকে স্বীকৃতিদানের দাবীতে হাইডপার্কে একটি জনসভার প্রেস বিজ্ঞপ্তি এ্যাকশন কমিটির স্টিয়ারিং কমিটি ৯ ডিসেম্বর ,১৯৭১

 

 

    যুক্তরাজ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে অ্যাকশন কমিটির পরিচালনা কমিটি

 

                                                            ১১ গোরিং স্ট্রিট

                                                             লন্ডন ই সি ৩

                                               টেলিফোনঃ ০১-২৮৩ ৫৫২৬/৩৬২৩

                                                          ৯ ডিসেম্বর, ১৯৭১

 

প্রেস বিজ্ঞপ্তি

 

বাংলাদেশকে স্বীকৃতিদানের দাবীতে হাইডপার্কে  জনসভা

 

ভারত ও ভুটান কর্তৃক বাংলাদেশ সার্বভৌম প্রজাতন্ত্রের স্বীকৃতিলাভ করেছে। যুক্তরাজ্যে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষে পরিচালনা কমিটি হাইডপার্কের স্পিকারস কর্নারে রবিবার, ১২ ডিসেম্বর ১৯৭১ তারিখে দুপুর ১২:০০ ঘটিকায় মাননীয় সরকার এবং পৃথিবীর অন্যান্য দেশের সরকার কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি দাবির নিমিত্তে একটি জনসভার আয়োজন করেছে।

 

বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি বিচারপতি জনাব আবু সায়েদ চৌধুরী এই উপলক্ষে জাতিসংঘ থেকে আসছেন জনসভা করবার জন্য।

 

যুক্তরাজ্যের বিভিন্ন অংশ থেকে কমপক্ষে ৭৫ হাজার বাঙ্গালী লন্ডনে আসছেন শুধুমাত্র এই ঐতিহাসিক জনসভাটিকে প্রত্যক্ষ করবার জন্য।

 

 স্বাক্ষরিত –

(এম এ এইচ ভুঁইয়া)

আহ্বায়ক

Scroll to Top