বাংলাদেশের সংগ্রামে সাহায্যের আবেদন

<৪,১৫৯,৩০৮>

অনুবাদকঃ নিঝুম চৌধুরী

শিরোনামসূত্রতারিখ
১৫৯। বাংলাদেশের সংগ্রামে সাহায্যের আবেদনজর্জিয়াস্থ বাংলাদেশ  ডিফেন্স লীগের প্রচারপত্র                     ডিসেম্বর, ১৯৭১

“তারা যারা অন্যের স্বাধীনতাকে অস্বীকার করে তাদের জন্য এটা না এবং স্বয়ং ঈশ্বরের অধীনেও এটা দীর্ঘক্ষণ ধরে রাখে না।“-লিংকন

 

বাংলাদেশকে বাঁচানো সম্ভব

প্রিয় বন্ধুরা,

আমরা ইতিহাসের সব থেকে জটিল সময় পার করছি।সমস্ত বাংলাদেশের(পূর্বে পূর্ব পাকিস্তান)নগরজীবন সংকটাপন্ন। প্রায় সারে ৭ কোটি গণতান্ত্রিক মানুষ চিৎকার করছে আপনার নৈতিক সহায়তার জন্য এবং পশ্চিম পাকিস্তানের বর্বর সামরিক আক্রমণের বিরুদ্ধে তাদের সংগ্রামের জন্য। প্রায় ১০ লক্ষের কাছাকাছি মানুষ ইতিমধ্যে মারা গেছে এবং ৮০ লক্ষেরও বেশি শরনার্থী ইন্ডিয়ায় পালিয়ে গেছে।

 

            যখন বাংলাদেশে রক্ত ঝরছে তখন শুধু দাঁড়িয়ে থাকবেন না।

মনে রাখবেন বাংলাদেশের মানুষ আজ যে সংগ্রাম করছে, আমেরিকানরা তা দুই শতাব্দী পূর্বে তাদের দূরবর্তী শাসকদের সাথে সেই একই সংগ্রাম করেছিলো।

সভ্যতা এবং মানবতা আজ আপনার প্রতিক্রিয়া দাবী করছে: এই সমস্ত গণহত্যাকারীদের অপরাধী করো।

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করুন।

অনুগ্রহ করে আপনার সহায়তা পাঠাতে:

                         সি/ও বাংলাদেশ

                        বক্স ১২৬৩,

                       অ্যাথেন, জর্জিয়া ৩০৬০১

 

আপনার প্রতিক্রিয়াই বাঁচাতে পারে সারে ৭ কোটি মানুষের জীবন ও স্বাধীনতা।

                        বাংলাদেশ ডিফেন্স লীগ,

                        এথেন্স, জর্জিয়া।