বাংলাদেশের সমর্থনে ১৯শে জুন হাইড পার্কে অনুষ্ঠিতব্য জনসভা ও গণমিছিলের প্রচারপত্র

<৪, ৩৮, ৬৮>

অনুবাদকঃ সমীরন কুমার বর্মণ

শিরোনাম সূত্র তারিখ
৩৮।বাংলাদেশের সমর্থনে ১৯শে জুন হাইড পার্কে অনুষ্ঠিতব্য জনসভা ও গণমিছিলের প্রচারপত্র বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের প্রচারপত্র জুন, ১৯৭১

 

জনসভা-

গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের সমর্থনে আগামী ১৯শে জুন শনিবার বেলা ১টায় লন্ডনের হাইড পার্কের স্পিকার্স কর্নারে এক জনসভা হবে।

সভায় বাংলাদেশ সরকারের বৈদেশিক মুখপাত্র বিচারপতি আবু সাঈদ চৌধুরী ছাড়াও আরো অনেকে বক্তৃতা করবেন।

গণমিছিল-

সভার পরে হত্যাকারী দেশ পাকিস্তানের ক্রিকেট দলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য স্পিকার্স কর্নার থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিল অক্সফোর্ড স্ট্রিট, পোর্টম্যান স্ট্রিট, গ্লোস্টার প্লেস, পার্ক রোড হয়ে ‘লর্ডস’ ক্রিকেট মাঠের সামনে সেন্ট জন্স উড রোডে শেষ হবে।

আবেদন-

বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি সহানুভূতিশীল সকলকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উক্ত জনসভা ও বিক্ষোভ মিছিলে যোগদানের জন্য অনুরোধ করা হচ্ছে।

 

 

গ্রেট বৃটেনস্থ বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক ৩৫নং গ্যামেজেস বিল্ডিং, ১২০নং হবোর্ন, লন্ডন ইসি-১ থেকে প্রকাশিত ও প্রচারিত। মুদ্রণে সাপ্তাহিক জনমত। দূরালাপনীঃ ০১-৪০৫-৫৯১৭ ও ০১-৬৭৩-৫৭২০।

Scroll to Top