বাংলাদেশের স্বাধীনতা সমর্থনে এগিয়ে আসার জন্য ন্ন্রিটিশ জনগণের প্রতি আহবান

<৪,২২,৩৯>

অনুবাদকঃ দিব্য কান্তি দত্ত

শিরোনাম সূত্র তারিখ
২২। বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে এগিয়ে আসার জন্য বৃটিশ জনগণের প্রতি আহ্বান ‘বাংলাদেশ এ্যাসোসিয়েশন স্কটল্যান্ড’- এর প্রচারপত্র এপ্রিল, ১৯৭১

 

লক্ষ লক্ষ মানুষের জন্ম এবং মৃত্যু- সবার জন্যই সমস্যা

পাকিস্তানের অখন্ডতার নামে:

  • বাংলাদেশ (প্রাক্তন পূর্ব পাকিস্তান) এর জনগণের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।
  • বাংলাদেশের সাড়ে সাত কোটি জনতার প্রতিনিধি ‘আওয়ামী লীগ’-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের নেতাকে দেশের শত্রু ঘোষণা করা হয়েছে।
  • বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষকদেরকে মেরে ফেলা হয়েছে, ছাত্রাবাসগুলোতে গোলাবর্ষণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে।
  • হাসপাতাল, মন্দির এবং গির্জায় আগুন লাগানো হয়েছে।
  • পাদুয়ার ফাদার মারিও ভেরোনিজের মত পাদ্রীকে গুলি করে মারা হয়েছে।

 

  • বিএমএস মিশন স্টেশন ভয়ানক এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে:

বিএমএস এর ধর্মপ্রচারক আলফ্রেড লুইস বলেন, “যখন ‘রেডিও পাকিস্তান’ প্রচার করছিল যে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে, তখনও আমাদের মাথার ওপর দিয়ে বুলেট উড়ে যেত। শিক্ষক এবং কর্মচারীদের তিনটি মিশন হাউজ নিয়ে গড়ে ওঠা আমাদের কমপ্লেক্স তখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল”।

(ব্যাপ্টিস্ট টাইমস, ২৯ এপ্রিল, ১৯৭১)

  • পশ্চিম পাকিস্তানি সৈন্যরা লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছে এবং প্রায় ৩,০০০,০০০ মানুষকে ভারতে আশ্রয় নিতে হয়েছে।
  • পশ্চিম পাকিস্তানি সরকার দেশটিকে দুর্ভিক্ষে নিমজ্জিত করতে চাইছে।

পাশবিকতা আড়াল করার জন্য:

  • আন্তর্জাতিক সাংবাদিকদেরকে বিতাড়িত করা হয়।
  • আন্তর্জাতিক রেডক্রস-কে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
  • বহির্বিশ্বের কাছে গণহত্যার সাফাই গাইতে এবং মূল ঘটনাকে আড়াল করতে পাকিস্তান সরকার আষাঢ়ে গল্পসমূহকে অস্ত্র হিসেবে ব্যবহারের ফন্দি আঁটল।

!      !      !      !

প্রত্যক্ষদর্শীরা চুপ থাকবেননা

 

আওয়াজ তুলুন:

  • যতক্ষণ পর্যন্ত শাসকেরা বাংলাদেশ (পূর্ব বাংলা) থেকে তাদের সৈন্যদল অপসারণ না করবেন ততক্ষণ পর্যন্ত পশ্চিম পাকিস্তানে সব ধরণের সাহায্য দেয়া থেকে বিরত থাকুন।
  • বাংলাদেশের দুর্ভিক্ষ-কবলিত এলাকাগুলোতে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা নিন।

শীর্ষ পত্রপত্রিকায় নিবন্ধ এবং চিঠি লিখুন

  • আপনার আন্তরিক সমর্থন প্রকাশ করুন এবং বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে লাখো মানুষকে বাঁচাতে আপনাদের সরকারের ওপর চাপ সৃষ্টি করুন।

__________________________________________________________________________

 

বাংলাদেশ এ্যাসোসিয়েশন স্কটল্যান্ড

১৫ এলডন, সেইন্ট গ্লাসগো সি ৩। টেলিফোন: ০৪১-৩৩৯-৬৫৭৯

Scroll to Top