বাংলাদেশ আন্দোলনের অংশগ্রহণকারী কর্মীর কাছে লিখিত বংলাদেশ সরকারের প্রশংসাপত্র

<৪,১৮১,৩৬০>

অনুবাদকঃ জেসিকা গুলশান তোড়া

শিরোনাম সূত্র তারিখ
১৮১। বাংলাদেশ আন্দোলনের অংশগ্রহণকারী কর্মীর কাছে লিখিত বংলাদেশ সরকারের প্রশংসাপত্র বাংলাদেশ সরকার ২৫ জুন, ১৯৭১

 

তারিখঃ ২৫ জুন, ১৯৭১

জনাব সানাউল্লাহ সাহেব,

       আপনার ১৫-০৬-৭১ তারিখের পত্র পেলাম। আপনি যে উৎসাহ নিয়ে বাংলাদেশের জন্য ইন্দনেশিয়ায় কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। আশা করি সম্ভাব্য সবকিছু আমাদের মুক্তির জন্য ভবিষ্যতেও এভাবে কাজ করে যাবেন।

       গতকাল মতিন সাহেবের কাছে পত্র দেয়া হল। তার কপি আপনার কাছেও পাঠানো হয়েছে।

       এর সঙ্গে কিচু পুস্তিকা ও আমাদের রিলিজ পাঠালাম।

শুভেচ্ছান্তে

(এম মকসুদ আলী)

প্রেস এ্যাটাচি

আলহাজ এ বি এম সানাউল্লাহ

জাকার্তা

ইন্দোনেশিয়া

Scroll to Top