বাংলাদেশ এসোসিয়েশন অব কুইবেক-এর মার্কিন বিরোধী বিক্ষোভ মিছিল

<৪,১৬৬,৩২৯>

অনুবাদকঃ ফাহমিদা আক্তার বৃষ্টি   

শিরোনামসূত্রতারিখ
১৬৬। বাংলাদেশ এসোসিয়েশন অব কুইবেক-এর মার্কিন বিরোধী বিক্ষোভ মিছিল।

 

মুখপত্র ‘স্ফুলিঙ্গ’১ সেপ্টেম্বর,১৯৭১

বাঙালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের মদতদানের সমালোচনা করলেন বাংলাদেশ এসোসিয়েশন অব ভ্যানকভারের সদস্য এবং সমর্থকগণ:

   বাংলাদেশ এসোসিয়েশন অব বি. সি. এর সদস্য এবং সমর্থকেরা যুক্তরাষ্ট্র দূতাবাস প্রাঙ্গণে শুক্রবার, ৩০ জুলাই বিক্ষোভ প্রদর্শন করে। এক মিছিলের পরে তারা তারা বাংলাদেশের যুদ্ধে “যুক্তরাষ্ট্রের কুকর্মের সহকারিতা”র নিন্দা জানায়, যাতে দশ লক্ষ্য বাঙালি খুন হয় এবং আরো দশ লক্ষাধিক বাঙালি ভারত সীমান্তজুড়ে কলেরা আক্রান্ত শরণার্থী শিবিরে বিতাড়িত হয়েছলো।

    তিন বাঙালি নাবিক কানাডায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী

      তিন বাঙালি নাবিক সূতলেজ নামক এক পাকিস্তানি জাহাজ পরিত্যাগ করে আসে ১৭ই আগস্ট। মনট্রিলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায় তারা পাকিস্তানে ফিরে যাওয়া নিরাপদ মনে করেননি। তারা জাহাজটিকে সহযোগিতা করাও পছন্দ করেননি, যেটি পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অস্ত্র পরিবহণ করছিলো। বর্তমানে তারা বাংলাদেশ এসোসিয়েশন অব কিউবেকের সাথে অবস্থান করছে।