বাংলাদেশ ডিফেন্স লীগের মুখপাত্র বাংলাদেশ নিউজ লেটার প্রকাশনার প্রাক্কালে প্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবাণী

শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশ ডিফেন্স লীগের মুখপত্রবাংলাদেশ নিউজ লেটার প্রকাশনারপ্রাক্কালেপ্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রীরশুভেচ্ছাবানী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়

১৪ সেপ্টেম্বর, ১৯৭১

 

জয় বাংলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুজিবনগর

সেপ্টেম্বর ১৪, ১৯৭১

 

বাংলাদেশের জনগন আজ স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মানবিক মূল্যবোধের জন্য লড়াই করছে। তারা লড়াই করছে নির্দয় শত্রুর সাথে যারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, এক সামরিক জান্তার সাথে যাদের কোন অধিকার নেই তাদের ভাগ্য নির্ধারণের এবং একদল শোষকের সাথে যারা কিনা বাংলাদেশে রক্তপাত ঘটিয়েছে। বাংলার মাটিতে যখন এ সংগ্রাম চলছে, বিদেশে থাকা তার সন্তানরা তখন জনমত গঠন করে এবং তহবিল গঠন করার মাধ্যমে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহন করছে।

 

আমাদের স্বাধীনতার যুদ্ধের শুরু থেকে, বাংলাদেশ ডিফেন্স লীগ যুক্তরাষ্ট্রে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। এর একাংশ, “দ্যা বাংলাদেশ নিউজ লেটার”, বিদেশে থাকা আমাদের বন্ধু এবং স্বদেশবাসীর জন্য তথ্যের এক বিশ্বস্ত উৎস। আমি লীগের সদস্যদের এই বলে আশ্বস্ত করতে চাই যে, মুক্তিযোদ্ধারা আপনাদের কাজের বাপক প্রশংসা করেছেন।

 

সকল কাজের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

 

                                          (তাজউদ্দীন আহমদ)

                                                 প্রধানমন্ত্রী,

Scroll to Top