“বাংলাদেশ ডিফেন্স লীগ”-এর বক্তব্য সম্বলিত প্রচারপত্র

<৪,১২৭,২৩৪>

অনুবাদকঃ সৈয়দা ইসরাত জাহান কনক

            শিরোনাম                         সূত্র                    তারিখ
১২৭। “বাংলাদেশ ডিফেন্স লীগ”-এর বক্তব্য সম্বলিত প্রচারপত্র “বাংলাদেশ ডিফেন্স লীগ”এর প্রচারপত্র     মার্চ, ১৯৭১

 

বাংলাদেশ

প্রতিরক্ষা

পরিষদ

বাংলাদেশ প্রতিরক্ষা পরিষদ(বাপ্রপ) বাঙালি ও আমেরিকানদের একটি করমুক্ত এবং অলাভজনক প্রতিষ্ঠান, যা ইলিয়ন প্রদেশের অন্তর্ভুক্ত। এটি গঠিত হয় ২৫শে মার্চ, ১৯৭১ সালের পর, যখন পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের( পূর্ব-পূর্ব বাংলা) নিরস্ত্র মানুষদের উপর আক্রমণ চালায়।

লীগের উদ্দেশ্যসমূহ:

১. আমেরিকান জনগণের সামনে বাঙালিদের বর্তমান সংকট তুলে ধরা এবং তা বজায় রাখা।

২.তথ্য উৎপাদন এবং বন্টনের উদ্দেশ্যে তহবিল গঠন।

৩. যুক্তরাষ্ট্র নীতি পরির্বতনের জন্য কংগ্রেস এবং নিক্সন প্রসাশনকে প্রচোরিত করা।

৪. যুক্তরাষ্ট্রস্থ বাঙালিদের মনোবল বজায় রাখা, যাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন মারা গিয়েছে কিংবা নিরুদ্দেশ।  

৫. বাঙালি এবং তাদের আমেরিকান বন্ধুদের বাংলাদেশের অভ্যন্তরে উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, যদিও সে সম্পর্কিত তথ্য খুবই কম।

এ পরিষদ যুক্তরাষ্ট্রে আরো কিছু বাংলাদেশি সংস্থা গড়ে তোলার প্রচেষ্টা করছে এবং শিকাগো থেকে একটি বাংলাদেশি সংবাদবাহীপত্র পর্যায়ক্রমে প্রকাশ করছে।

————————————————————————-

আমি  বাংলাদেশ প্রতিরক্ষা পরিষদে যোগ দিতে ইচ্ছুক এবং সংবাদবাহী পত্র হাতে পেয়েছি এবং এ ক্ষেত্রে আমার অবদান$…………………………………………………….

নাম ………………………………………………………………………………………ঠিকানা………………………………………………………………………………………………………………………………………………………………………ফোন………………………………………

                   বাংলাদেশ প্রতিরক্ষা পরিষদ

                  ৫২৪৫ এস. ক্যানউড এভিন্যু

                   শিকাগো,ইলিয়ন ৬০৬১৫

Scroll to Top