বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদের পক্ষে জহির রায়হানের একটি আবেদন

<৪,২১৭,৪৭৫>

অনুবাদকঃ সায়ান

শিরোনামসূত্রতারিখ
২১৭। বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদের পক্ষে জহির রায়হানের একটি আবেদনবাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ৬ জুলাই,১৯৭১

 

বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ

জুলাই ৬,১৯৭১

 

 

সুধী,

আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  সাময়িক কালের জন্য  যে সকল বাংলাদেশী শিক্ষক, লেখক, চিত্রশিল্পী ও সাংবাদিক গোষ্ঠী  ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের উদ্যোগে ইতোমধ্যেই  ‘বাংলাদেশ বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে।  উপরে সংযুক্ত আপিলে  আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য সমূহ বিশদভাবে বর্ণিত আছে। নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করলে আমাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সংস্থার বর্তমান অর্থসঙ্কট কাটাতে বিশ্বের  অন্যান্য ভ্রাতৃবৎ অঙ্গসংগঠন ও সহানুভূতিশীল ব্যাক্তি বর্গের আর্থিক অনুদান  বা যে কোন প্রকারের সাহায্য  আমাদের একান্ত প্রয়োজন। এমতাবস্থায়  আমাদের সকল প্রচেষ্টায় ,স্ব -অবস্থান  থেকে আপনার সর্বোপরি ও যথাসম্ভব সহযোগিতা  কামনা করছি।   

 

যে কোন আর্থিক অনুদান পাঠাতে যোগাযোগ করুনঃ

ডঃ এ. আর. মল্লিক

প্রেসিডেন্ট,

বাংলাদেশ  বুদ্ধিজীবী মুক্তিসংগ্রাম পরিষদ

১৭, সুন্দরী মোহন এভিনিউ

কলকাতা-১৪, ভারত

ইতি,

আপনার একান্ত অনুগত,

জহির রায়হান,

মহাসচিব

Scroll to Top