বাংলাদেশ সরকারের সচিবদের নিয়মিত সাপ্তাহিক সভা সংক্রান্ত সার্কুলার

শিরোনামসূত্রতারিখ
বাংলাদেশ সরকারের সচিবদের নিয়মিত সাপ্তাহিক সভা সংক্রান্ত সার্কুলারবাংলাদেশ সরকার কেবিনেট ডিভিশন১৩ আগষ্ট, ১৯৭১

 

গোপনীয়

১৩ আগষ্ট,১৯৭১

এটা সিদ্ধান্ত নেয়া হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সচিব গণ আন্তঃবিভাগীয় আলাপ আলোচনার জন্য সপ্তাহে একদিন মিলিত হবে।প্রধাণমন্ত্রী নিজে এই সভার সভাপতিত্ব করবেন।প্রতি সোমবার সকাল ৯ টায় এই সভা সম্পাদনের জন্য পরামর্শ জানাচ্ছি।

(এইচ.টি ইমাম)

মন্ত্রিপরিষদ সচিব

নং. ১৯(৭)-কেবি.তারিখ-১৩.৮.৭১

প্রাপকঃ

১)পররাষ্ট্র সচিব

২)প্রতিরক্ষা সচিব

৩)অর্থ সচিব

৪)জি এ সচিব

৫)স্বরাষ্ট্র সচিব

৬)স্বাস্থ্য সচিব

৭)প্রধাণমন্ত্রীর ব্যক্তিগত সহকারী