বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিবের নিয়োগপত্র

শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিবের নিয়োগ পত্র বাংলাদেশ সরকার , কেবিনেট বিভাগ ৪ সেপ্টেম্বর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুজিবনগর

মেমো নং   তারিখঃ. ৪ ঠা সেপ্টেম্বর, ১৯৭১

ক্রম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুসারে , জনাব আব্দুল খালেককে সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে কাজ করার জন্য নিযুক্ত করা হল। আদেশটি তাত্ক্ষণিক ভাবে কার্যকর হবে.

উক্ত নিয়োগ জনসেবার স্বার্থে করা হয়েছে.

সৈয়দ তাজউদ্দীন আহমদ,

প্রধানমন্ত্রী.

৪.৯.১৯৭১.

মেমো নং                                                                                                                                  তারিখঃ. ৪ঠা সেপ্টেম্বর, ১৯৭১

প্রতিলিপি (১) জনাব আবদুল খালেক ইন্সপেক্টর জেনারেল, পুলিশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর, তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি ইন্সপেক্টর জেনারেল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনী সংগঠিত করার দায়িত্ব অব্যাহত রাখবেন.

মেমো নং গ /

প্রতিলিপি: –

সৈয়দ তাজউদ্দীন আহমদ,

প্রধানমন্ত্রী.

৪.৯.১৯৭১.

তারিখঃ. ৬ই সেপ্টেম্বর, ১৯৭১

প্রতিলিপি বরাবর: –

১. জনাব আবদুল খালেক ইন্সপেক্টর জেনারেল, পুলিশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

জ্ঞাতার্থে প্রতিলিপি বরাবর : –

২. মাহবুবুল আলম, সচিব, পররাষ্ট্র.

৩. জনাব উ সামাদ, সচিব, প্রতিরক্ষা.

  1. জনাব কে.এ. জামান, সচিব, অর্থ বিভাগ.
  2. জনাব এইচ.টি. ইমাম, সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। 
    1. ডঃ টি। হোসেন, সচিব, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ.
    2. জনাব এমদাদ আলী, প্রধান প্রকৌশলী.
    3. জনাব জে.জি. ভৌমিক, ত্রাণ কমিশনার.
    4. জনাব এস.আর. মির্জা, পরিচালক, এইচ.কিউ., ইয়ুথ ক্যাম্প.
    5. জনাব শিলাব্রত বড়ুয়া ও.এস.ডি., আইন ও সংসদ বিষয়ক.
    6. জনাব এস.এ. সামাদ, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, সাউথ ইস্ট জোন.
    7. জনাব কে.আর. আহমেদ, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, সাউথ ইস্ট জোন.
    8. ডঃ কে.এ. হাসান, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, ইস্ট জোন.
    9. জনাব এস. এইচ. চৌধুরী, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, নর্থ ইস্ট জোন.
    10. জনাব লুৎফর রহমান, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, ইস্ট জোন -১.
    11. জনাব ফয়েজ ঊদ্দিন আহমেদ, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, নর্থ জোনের.
    12. জনাব এ. কাশেম, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, ওয়েস্ট জোন.
    13. জনাব শামসুল হক, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, দক্ষিণ পশ্চিম জোন.
    14. জনাব এ. মোমিন, জোনাল প্রশাসনিক কর্মকর্তা, সাউথ জোন.
    15. জনাব কাজী লুৎফুল হক, রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব.
    16. ডঃ ফারুক আজিজ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব.
    17. জনাব সাদাত হোসেন, অর্থমন্ত্রীর ব্যক্তিগত সচিব.
    18. জনাব কামাল সিদ্দিকী, পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত সচিব.
    19. জনাব বি.বি. বিশ্বাস, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব.
    20. সংস্থাপন শাখা, জি.এ. বিভাগ

    (এইচ.টি. ইমাম)

    সচিব,

    সাধারণ প্রশাসন বিভাগ।

     

Scroll to Top