বৃটিশ এমপি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন এবং সাহায্যের আশ্বাস

<৪,৫,১০>

শিরোনামসূত্রতারিখ
৫। বৃটিশ এমপি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন এবং সাহায্যের আশ্বাসইস্ট পাকিস্তান এসোসিয়েশন এ আর খানের প্রতি বৃটিশ এমপি-র চিঠি৩ এপ্রিল,১৯৭১

 

লোকসভা

লন্ডন, এস ডব্লিউ আই

ফ্র্যাংকজুড এমপি

৩রাএপ্রিল ১৯৭১

জনাব খান

আপনি এবং আপনার বন্ধু পূর্ব পাকিস্তানের ঘটনাসমূহ সম্পর্কে আমার কাছে উদ্বেগ প্রকাশ করায় আমি খুবই খুশি হয়েছি। আমিও আপনাদের উদ্বেগের ভাগীদার।কোনোরকম দ্বিধা না করে যেকোনো সময় আমাকে সাহায্যের কথা জানাবেন এবং তার জন্য আমি আপনাদের চিঠির অপেক্ষায় থাকব।

আপনার অনুগত

এস/ডি

আশা করি আপনাদের সমাবেশ সফল হয়েছে।

জনাব খান

পূর্ব পাকিস্তান এসোসিয়েশন

৬ ব্রিটানিয়া রোড

পোর্টসমাউথ।

Scroll to Top