বৃটেনে গঠিত বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদ প্রচারিত স্বাধীনতা সংগ্রামের গান(বাংলা ও ইংরেজী)

<৪,২৬২,৬০৭-৬০৮>

অনুবাদকঃ নাবিলা ইলিয়াস তারিন, কাজী সাদিকা নূর

শিরোনাম সূত্র তারিখ
২৬২। বৃটেনে গঠিত  বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদ প্রচারিত স্বাধীনতা সংগ্রামের গান(বাংলা ও ইংরেজী) বাংলাদেশ গণ-সংস্কৃতি সংসদের প্রচারপত্র জুন, ১৯৭১

বাংলাদেশগণ-সাংস্কৃতিকসংগঠন

লন্ডন

বাংলাদেশ গণ-সাংস্কৃতিক সংগঠন

লন্ডন

১।যেথায় মাটি শুদ্ধ আর বাতাস তাজা

সেথায় বাংলাদেশ–;

যেথায় নদী বয় সমুদ্রে

যেথায় পাখি গান গায়

সুখে

শীত ও বসন্তে

ঝড়ে ও বৃষ্টিতে

সেথায় বাংলাদেশ।

যেথায় কৃষক ও শ্রমিক যুদ্ধ করে,

যেথায় স্বাধীনতা আসে রক্তের বিনিময়ে

যেথায় সব ফ্যাসিস্টদের প্রতিহত করি

যুদ্ধ করি সকল উপনেশবাদীদের
এবং শত্রুর বিরুদ্ধে

দ্রুততার সাথে
সেথায় বাংলাদেশ।

                         কথা ও সুরঃএনামুল হক বাঙালি

২।শোন আমার বন্ধুরা তোমরা কি শুনবে

আমি একজন বাঙালি

আমার শির দগ্ধ হয়
হৃদয় পোড়ে

তবুও আমার আত্মা গেয়ে চলে।

আমার মায়ের নোলক চুরি হয়েছে

আমার আলয় ,উনুন ভেঙ্গে দেয়া হয়েছে

আমি হারিয়েছি আমার ভালবাসার পাখি,হারিয়েছি আমার উদ্যান

তবুও আমি ভীত হই নি

আমার নদী এখনও সেথায়

আমার নৌকো এখনও সেথায়

এখন আমি পাল তুলব সর্বময়।

কথাঃ এনামুল হক বাঙালি

সুরঃ বাঙালি সংস্কৃতি(গৃহীত)

.

স্বাধীনতা সংগ্রামের গান

১.

এসো দেশের ভাই এক সাথে সবাই
এসো ভেদাভেদ ভুলে এবার করব যে লড়াই।।
যেখানে কণ্ঠভরা ছিল গান আর গোলাভরা ছিল ধান হে
যেখানে শিশুর মুখে হাসি দেখে জুড়াত সব মায়ের প্রাণ হে
আজ সেই দেশেতে ঘরে বাইরে কোথাও শান্তি নাই।
.
অত্যাচারী হত্যাকারী নরপিশাচের আক্রমণে।
বর্বর বিদেশী যত শোষকের ঘৃণ্য আচরণে।
যেখানে শহরে বন্দরে গ্রামে উঠেছে আজ সংগ্রামের ঢেউ
যেখানে ছেলেবুড়ো মা বোনেরা মৃত্যুকে আর ভয় করে না কেউ
সেই বাংলাদেশের স্বাধীনতা আনব যে আমরাই।।
.
বাঙালি জাগে বাঙালি জাগে বাঙালি জাগে
লড়াই-এর ময়দানে ছুটে কে যাবি চল আগে।।
.
মাতৃভূমি কাঁদেরে ভাই জন্মভূমি কাঁদে বাংলাদেশ কাঁদে
লড়াই লড়াই লড়াই কর পা দিও না ফাঁদে।।

২.

মুক্তি যদি পেতে চাও হেইও হেইও হেইও

অস্ত্র হাতে তুলে নাও হেইও হেইও হেইও

বুক ফুলিয়ে এগিয়ে যাও হেইও হেইও হেইও

মুক্তি ফৌজ নাম লেখাও হেইও হেইও হেইও

যার বুকে আছে দেশের টান হেইও হেইও হেইও

সে দিতে পারে নিজের প্রাণ হেইও হেইও হেইও

সাবাস বাংলার মজুর কিষাণ হেইও হেইও হেইও

সাবাস বাংলার নওজোয়ান হেইও হেইও হেইও

সব বেদনার হবে শেষ হেইও হেইও হেইও

স্বাধীন হবে বাংলাদেশ হেইও হেইও হেইও

মুক্তি যদি পেতে চাও হেইও হেইও হেইও

অস্ত্র হাতে তুলে নাও হেইও হেইও হেইও।।

কথা ও সুরারোপ- এনামুল হক

Scroll to Top