বে’সওয়াটার শাখা এ্যাকশান কমিটির ২রা অক্টোবরের সভার প্রস্তাবাবলী

<৪,৭৮,১৩৭>

অনুবাদকঃ ইফতি

শিরোনাম সূত্র তারিখ
৭৮। বে’সওয়াটার শাখা এ্যাকশান কমিটির ২রা অক্টোবরের সভার প্রস্তাবাবলী বে’সওয়াটার এ্যাকশন কমিটির দলিলপত্র ২ অক্টোবর, ১৯৭১।

 

গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের পক্ষে অ্যাকশন কমিটির

বে’স ওয়াটার শাখা, লন্ডন ডাব্লিউ১১

গৃহীত সিদ্ধান্তের সারমর্ম

২রা অক্টোবর, ১৯৭১

 

অত্র ২ আগস্ট শনিবার ১০৩ লেডবারী রোডে বে’সওয়াটার শাখার  কার্য সংসদ পরিষদের সভায় নিম্নলিখিত সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

১। রিজিওনাল কমিটির প্রতি এইবে’স ওয়াটার প্রতিষ্ঠানের কোনো আস্থা নাই। বে’স ওয়াটার শাখা সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্টিয়ারিং কমিটি ব্যতীত অন্য কোন কমিটির অধীনস্থ নয়।

২। কেন্দ্রীয় কমিটিতে নিকট ভবিষ্যতে যে প্রতিনিধি নেওয়া হইবে তা এই শাখা হইতে সরাসরি নেওয়ার জন্য দাবী করা হইতেছে।

৩। এই প্রতিষ্ঠান রিজিওনাল কমিটির মধ্যস্থতায় কোন প্রতিনিধি কেন্দ্রীয় কমিটিতে পাঠাইতে সম্পূর্ণ অসম্মত।

 

 

 

এম, মোরশেদ

২-১০-৭১

Scroll to Top