৭.১৯০.৫৪২
শিরোনাম | সূত্র | তারিখ |
১৯০। মন্ত্রী পরিষদ সদস্যদের দফতর বণ্টন | পাক সমাচার ২৪ সেপ্টেম্বর | ১৮ সেপ্টেম্বর, ১৯৭১ |
.
মন্ত্রী পরিষদ সদস্যদের দফতর বণ্টন
.
গত ১৮ই সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের গভর্নরের মন্ত্রিপরিষদের সদস্যদের দফতর বণ্টন করা হয়েছে।
জনাব আবুল কাসেমকে অর্থ দফতরের এবং জনাব আব্বাস আলী খানকে শিক্ষা দফতরের দায়িত্ব দেয়া হয়েছে।
জনাব আখতার উদ্দিন আহমদ বাণিজ্য ও শিল্প দফতরের এবং অস্থায়ীভাবে আইন ও পার্লামেন্টারী বিষয়ক দফতরের দায়িত্ব পালন করবেন।
জনাব এ এস এম সোলায়মানকে শ্রম, সমাজ কল্যাণ ও পরিবার পরিকল্পনা দফতরে মন্ত্রী নিয়োগ করা হয়েছে।
মিঃ আউংশুপ্রুকে বন, সমবায় ও মৎস্য দফতরের দায়িত্বভার দেয়া হয়েছে। তিনি সংখ্যালঘুদের বিষয়ও দেখাশোনা করবেন।
মাওলানা এ কে এম ইউসুফকে দেয়া হয়েছে রাজস্ব দফতরের দায়িত্বভার। তিনি অস্থায়ীভাবে পূর্ত, বিদ্যুৎ ও সেচ দফতরের দায়িত্বও পালন করবেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক পেয়েছেন মৌলিক গণতন্ত্র ও স্থানীয় স্বায়ত্বশাসিত সংস্থা সংক্রান্ত দফতরের দায়িত্বভার।
জনাব নওয়াজিশ আহমদ খাদ্য ও কৃষি দফতরের মন্ত্রী নিযুক্ত হয়েছেন।
স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেয়া হয়েছে জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ মজুমদারকে। তিনি সাময়িকভাবে তথ্য দফতরেরও দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক শামসুল হককে সাহায্য ও পুনর্বাসন দফতরের মন্ত্রী নিয়োগ করা হয়েছে। তিনি প্রত্যাগত ও গৃহত্যাগী ব্যক্তিদের পুনর্বাসনের সমস্যাবলীও দেখাশুনা করবেন।