শিরোনাম | উৎস | তারিখ |
৮৮। মাজদিয়া যুবশিবির কর্তৃপক্ষের একটি চিঠি | ৮নং সেক্টরের দলিলপত্র | ১৯ সেপ্টম্বর, ১৯৭১ |
কম্পাইল্ড বাইঃ Rashed Islam
<১১, ৮৮, ৫৮৫ >
প্রিয় ইউনুছ মিয়া,
আপনার প্রেরিত লোক মারফত একটা পত্র পেলাম।প্রেরিত নুর হক ইতিপূর্বে ভিতরে আমাদের লোকের সাথে কাজ করেছে। সুতরাং মনে হয় ওর দ্বারা আমাদের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।তাছাড়া ছেলেটা সাহসীও আছে। তবু আপনি যতদুর সম্ভব নিজে পরীক্ষা করে নিবেন। অধিক আর কি? ভাল আছি। মঙ্গল কামনা করি।
স্বাঃ/-মঃ আঃ হাশি
বিঃদ্রঃ নূরুকে দিয়া জীবন নগর থানা ও চূয়াডাঙ্গা থানার পূর্বদিকে কিছু অংশের কাজ করানো যেতে পারে।
ইতি
মঃ আঃ হাশিম