শিরোনাম | উৎস | তারিখ |
৪৫। মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের অফিস থেকে পাঠানো একটি চিঠি | ১ নং সেক্টরের দলিলপত্র | ২২ সেপ্টেম্বর ৭১ |
ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash
<১১, ৪৫, ৫০০>
হাতে হাতে দিতে হবে
নং – ১০১৫/ এ
হেড কোয়ার্টার বাংলাদেশ ফোর্স
সি/ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর
২২ সেপ্টেম্বর ১৯৭১
প্রতি
নং – ১,২,৩ ও ৪ নং সেক্টর
ইনফো – COS
বিষয় – ফরমের সাপ্লাই সম্পর্কে
আমাদের চিঠি নং – ১০১৫/ এ রেফারের তারিখ – ৩০ জুলাই ৭১
১। প্রত্যেকটির ২০০ কপি ছাপানো ফরম {বাংলাদেশ ফোর্সের – (মুক্তিবাহিনী ) বীরত্বের পুরস্কাররের জন্য মনোনীতদের সুপারিশ } এর সাথে দেয়া হল।
২। ফরমের অপচয় রোধ করে ব্যবহার করতে অনুরোধক্রমে আদেশ দেয়া গেল।
সংযুক্তি (২০০ ফর্ম ) স্বা
সহকারী চিফ অফ স্টাফ (পারসোনেল)