মুক্তিযুদ্ধের ছয়মাস উপলক্ষে লন্ডনের সাপ্তাহিক ‘জনমত’ এর আবেদন

<৪,২৭৯,৬৩৫>

অনুবাদকঃ জেসিকা গুলশান তোড়া

শিরোনাম সূত্র তারিখ
২৭৯। মুক্তিযুদ্ধের ছয়মাস উপলক্ষে লন্ডনের সাপ্তাহিক ‘জনমত’ এর আবেদন

 

সাপ্তাহিক ‘জনমত’ এর বিজ্ঞাপন

 

২০ সেপ্টেম্বর, ১৯৭১

 

 

সাপ্তাহিক জনমত

       ৩০৩ বিক্সটন রোড, লন্ডন দক্ষিণ-পশ্চিম ৯. ফোন ০১-৬৭৩৫৭২০

শ্রদ্ধেয় আহবাহক। সম্পাদক। স্বত্বধিকারী

…………………………….

…………………………….

আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছয় মাস পূর্তি উপলক্ষে ‘সাপ্তাহিক জনমত’ এর ৩৩তম সংখ্যা বর্ধিত করে বিশেষ সংখ্যা হিসাবে প্রকাশিত হবে। এই বিশেষ সংখ্যায় বাংলাদেশ ও ভারত থেকে পাঠান ছাড়াও প্রবাসী বাঙ্গালীদের পাঠানো গল্প, প্রবন্ধ, রচনা, কবিতা ইত্যাদি প্রকাশিত হবে। বাংলাদেশের প্রখ্যাত নেতাদের এ উপলক্ষে পাঠানো বিশেষ বাণীও প্রকাশিত হবে।

এই প্রসঙ্গ আমরা উল্লেখ করতে চাই যে, ‘জনমত’ এর আর্থিক সংকটের কথা আপনাদের অজানা নয়। আমরা বিশ্বাস করি যে, মুক্তিসংগ্রামের সঙ্গে প্রচারের মাধ্যম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই আমাদের পরিকল্পনা থাকলেও আর্থিক সংকট আমাদেরকে যথেষ্ট দমিয়ে দেয়।

তাই আপনাদের কাছে অনুরোধ, আলোচ্য সংখ্যার ‘জনমত’ এ আপনারা বিজ্ঞাপন আকারে পৃষ্ঠাংশ নিয়ে আমাদেরকে পরোক্ষভাবে সহযোগিতা জানাতে পারেন। শুধু তাই না, বিজ্ঞাপনে আপনাদের কার্যাবলীর একটা ক্ষুদ্র বিবরণ জনসমক্ষে তুলে ধরতে পারেন অথবা যুদ্ধরত মুক্তিযোদ্ধাকে সংগ্রামী অভিনন্দন জানাতে পারেন।

আমাদের বিজ্ঞাপনের হারঃ পূর্ণ পৃষ্ঠা ৪০ পাউন্ড। আধ পৃষ্ঠা ২০ পাউন্ড। এক-চতুর্থাংশ পৃষ্ঠাঃ ১০ পাউন্ড মাত্র।

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিলেতের বেশ কয়েকটি সংগ্রাম পরিষদ ইতিমধ্যেই আমাদের এই বিশেষ সংখ্যার প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়ে সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আশা করি আপনাদের সহযোগিতা পাব।

ইতি

সাপ্তাহিক জনমত

বিজ্ঞাপনের জন্য নীচের কুপনটি পূরণ করে আজই পাঠিয়ে দিনঃ

বিজ্ঞাপনের বিভাগে, সাপ্তাহিক জনমত, বিক্সটন রোড, লন্ডন, দক্ষিণ-পশ্চিম ৯

এই সঙ্গে পাঠান লেখাগুলো দিয়ে আমাদের পূর্ণ এক পৃষ্ঠা। আধ পৃষ্ঠা। এক-চতুর্থাংশ পৃষ্ঠা বিজ্ঞাপনের বিশেষ সংখ্যায় ছাপাবেন। এর সঙ্গে ৪০ পাউন্ড। ২০ পাউন্ড। ১০ পাউন্ড এর চেক। পোস্টাল অর্ডার পাঠালাম।

নাম…………………………..

ঠিকানা…………………….

ফোন…………….. স্বাক্ষর………………….

আপনারা চাইলে আপনার বিজ্ঞাপনে কি লিখতে হবে আমরা এ ব্যাপারে সাহায্য করতে পারি।

………………………………………

Scroll to Top