যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সমর্থক ডঃ ও মিসেস গ্রিনোর প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতির ধন্যবাদ পত্র

<৪,১৫৩,২৯৪>

অনুবাদকঃ মুশাররাত আলম মৌ

শিরোনামসুত্রতারিখ
১৫৩। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সমর্থক ডঃ ও মিসেস গ্রিনোর প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতির ধন্যবাদ পত্রবাংলাদেশ অ্যাসোসিয়েশনের

চিঠিপত্র

১৪ জুলাই, ১৯৭১

 

ডঃ ও মিসেস ডাব্লিউ বি গ্রিনো                                                           ১৪ জুলাই, ১৯৭১

১২০৩ পপলার মিল রোড

বাল্টিমোর, মেরিল্যান্ড ২১২১০

ডঃ গ্রিনো

গত মাসের শেষের দিকে জনাব শাহরিয়ার আহমেদের কাছে পাঠানো চিঠির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এই পত্র।  যদিও আমরা, ইউনিভার্সিটি অফ অরিগনের বাংলাদেশ অ্যাসোসিয়েশন, সিনেট কমিটি ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্যদের কাছে লিখতে সমর্থ হইনি, আমাদের অন্যান্য দল, বিশেষত লস অ্যাঞ্জেলস এর আমেরিকান লীগ অফ বাংলাদেশ এই বিষয়ে লিখেছে। যাইহোক, আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাঙালি ছাত্ররা নিম্নলিখিত ব্যাক্তিদের কাছে লিখেছিঃ

১। ওয়াশিংটন ও অরিগন রাজ্যের ৮০ জন অধ্যাপক

২। রাজ্য সিনেট এর সকল সদস্য

৩। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সকল সদস্য

৪। অরিগন রাজ্যের সকল গুরুত্বপুর্ন সংগঠন

৫। অরিগন রাজ্যের গুরুত্বপুর্ন ব্যক্তিবর্গঃ বিচারক, আইনজীবী, ব্যবসায়ী, দলিলপত্র নিয়ে কাজ করে এমন অধিবাসীবৃন্দ

আমরা মুলত আমাদের কার্যক্রম অরিগন ও ওয়াশিংটন রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। বর্তমানে আমরা বাংলাদেশের স্বার্থের জন্য সহানুভূতিশীল ব্যক্তিবর্গের একটি তালিকা তৈরিতে ব্যস্ত আছি।আমরা রাজ্যব্যাপী অন্যান্য দল গুলোর সাথেও সর্বক্ষন যোগাযোগ রাখছি।

আমাদের প্রচেষ্টাকে সমন্বয় করার জন্য আমরা মিসেস র‍্যাচেল জর্ডান ও অন্যান্য দল সদস্যদের সাথেও যোগাযোগ রাখছি।

আমরা আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতার হাত বাড়াতে চাই বাংলাদেশের স্বার্থকে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে আপনার অসাধারণ কাজের জন্য। আপনার কাছ থেকে পরবর্তী সময়ে যেকোন পরামর্শ ও চিন্তাভাবনা অবশ্যই সাদরে গ্রহণ যোগ্য হবে।

ধন্যবাদ

                                                                                         বিনীত নিবেদক

                                                                                         শওকাত হাসান

                                                                                             সভাপতি

                                                                                    বাংলাদেশ অ্যাসোসিয়েশন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন

প্রযত্নে বৈদেশিক ছাত্র সংগঠন

কক্ষ ৩১৩ ইএমইউ

ইউনিভার্সিটি  অফ অরিগন

ইউজিন, অরিগন ৯৭৪০৩