শিরনাম | উৎস | তারিখ |
২৩। যুদ্ধ পরিস্থিতি রিপোর্ট শিকারপুর সাব সেক্টর | ৮ নং সেক্টরের দলিলপত্র | ১৯৭১ |
ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash
<১১, ২৩, ৩৮৪-৩৯১>
ক্রমিক নং
|
সূত্র নম্বর ও তারিখ
|
তথ্য অন্তর্ভুক্তির তারিখ | ঘটনা |
১ | জি ০০৩২
২২১৭০০ |
২৩০৬০৭১ | তেতুল্বাড়িয়া ও হীনদের মাঝখানে শত্রুরা চাইনিজ ৯ টি আপই মাইন পুঁতে রাখে। জি আর ৫৮৭৪৪৩। আমাদের বাহিনী সেগুলো সনাক্ত করে ও হেড কোয়ার্টারে নিয়ে আসে। |
২ | জি ০০৪০
২৩১৬০০ |
২৪-০৬-৭১ | মহেশকুন্দি বি ও পিতে আপই মাইন পাতা হয় ৩ জুন। শত্রুদের ট্রাক আজ উড়ে যায় তাতে। ১৫ জন হতাহত। |
৩ | জি ০০৪৪
২৪১৮৩০ |
২৪-৬-৭১ | আমাদের বাহিনী ২৪০৩০০ টায় শিবনগরে জি আর ৬৩৭৫১৭ আক্রমণ করে। আমরা একটি রাইফেল হারাই। |
৪ | জি ০০৬২
২৯১০০০ |
৩০-৬-৭১ | ২৯০৩০০ টায় মহেশকুন্ডি বি ও পিতে আমাদের বাহিনী আক্রমণে করে। জি আর ৬২১৬৪৪। শত্রুদের ৭ জন আহত হয়। |
৫ | জি ০০৭৫
০২১৮৩৫ |
৩-৭-৭১ | কাজিপুরে আমাদের অবস্থানে ২-৭-৭১ তারিখে শত্রুরা আক্রমণ করে ০৯০০ টায়। ৬ জন পাকসেনা নিহত হয়। |
৬
বইতে নাই |
|||
৭ | জি ০০৮৭ | ৪-৭-৭১ | মহেশকুন্দি ও বাগ্মারার মাঝখানে ভাগযতিন গ্রামে ০৩১১০০ টায় শত্রুরা আক্রমণ করে। আমাদের বাহিনী জয় বাঙলা বলে চিৎকার দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পরে। ৭ জন নিহত ও ৩ জন আহত হয় তাদের। লাশ ও অস্ত্র নিয়ে যেতে পারেনি। যুদ্ধ ৩ ঘণ্টা ধরে চলে।
|
৮ | জি ০০৯২ | ৭-৭-৭১ | সাহেবনগরে একটি দল ০৭০৩০০ টায় আক্রমণ করে। ০৩৪৫ থেকে ০৪৩০ পর্যন্ত যুদ্ধ চলে। ৫০০০ গজ টেলিফোনের তার ধ্বংস করা হয়। টেকেলাঘাটে ২ টি ফেরী ধ্বংস করা হয়। আরও ক্ষয় ক্ষতি হতে পারে। জুলাই ৬ ০৮০০ টায় শত্রুদের আহতের খবর পাওয়া যায়। তেঁতুল বাড়িয়াতে দখলের সময় ৮ জন সি বি ওয়ার্কার আটক হয় যাদের মধ্যে ইঞ্জিনিয়ার ছিল। একটি ট্রাক জব্দ হয়। সেটি করিমপুর ইন্ডিয়ান আর্মিকে দেয়া হয়।
|
৯ | জি ০০৯৯
০৯০৭৩০ |
৯-৭-৭১ | আমাদের বাহিনী সি ইউ সি এর বাড়ীতে আক্রমণ করে যে সেখানকার শান্তি বাহিনীর চেয়ারম্যান। জি আর ৭২৪৫২৬ ০৯০৭০০ টা। ৪ জন পাকসেনা নিহত। ১ টি এয়ার গান, ২ টি বাই সাইকেল, ১ টি লেদার হ্যান্ড ব্যাগ ও ১ টি শান্তি বাহিনী পরিচয় পত্র জব্দ করা হয়।
|
১০ | জি ১০৫
১২১৯০০ |
১৩-৭-৭১ | সাহেবনগর ৬২৮৫০৮ স্থানে ১২ জুলাই ০৪০০ টায় শত্রু পজিশনে আক্রমণ করা হয়। ১৭ জন পাকসেনা নিহত ও ২ জন সিভিলিয়ান নিহত হয়। একটি টেলিফোন সেট ও কিছু তার জব্দ হয়।
|
১১ | জি ০১০৯
১৪১১০০ |
১৪-০৭-৭১ | মহেশকুন্দি বি ও পি আক্রমণে জি আর ৬২৬৪৪ ১ টি রাইফেল ম্যাগাজিন হসগত হয়। আমরা একটি ও পি এস হারাই
|
১২ | জি ০১১
১৫০৮৩০ |
১৫-৭-৭১ | শাহিবনগরে ১৪ তারিখ রাতে আমাদের বাহিনী হেভি গুলিবর্শন করে। জি আর ৬২৮৫০৮
|
১৩ | জি ০৮০১
১৭২০৫০ |
১৭-৭-৭১ | জে ৬০৪০০ টায় আমাদের বাহিনী মহেশকুন্দি বি ও পি আক্রমণে ৬ জন পাকসেনা হত্যা করে। রেশনবাহি একটি গাড়ী ধ্বংস করে।
|
১৪ | জি ০১২২
২১০৮০০ |
২১-০৭-৭১ | দৌলতপুরের গাছেরদিয়া গ্রামে রাজাকার ক্যাম্পে আক্রমণে ৩৫ রাজাকার নিহত হয়। ২ টি ৩০৩ রাইফেল জব্দ। আমাদের ২ জন গুলিবিদ্ধ। তাদের হাসপাতালে নেয়া হয়।
|
১৫ | জি ০১৩৩
২৪০৮০০ |
২৫-৭-৭১ | ভেড়ামারায় ৪ বিহারি রাজাকার নিহত। ২ টি রাইফেল ২৪ জুলাই ১০০০ টায় জন্দ।
|
১৬ | জি ০১৪৭
২৮০৮০০ |
২৮-৭-৭১ | ২৬ জুলাই ১১৩০ টায় এ পি মাইন দিয়ে সাহিবনগর ও কাজিপুরে শত্রুদের তারানো হয়। ২ জন পাকসেনা নিহত হয়। লাশ হেলিকপ্টারে করে পাকসেনারা নিয়ে যায়। হেলিকপ্টার থেকে এল এম জি ব্রাশ ফায়ারে আমাদের ১ জন আহত হয়।
|
১৭ | জি ০১৫১
২৮১১০৩০ |
২৯-৭-৭১ | ৩০৩ রাইফেল নিয়ে একজন বাঙ্গালী রাজকার দৌলতপুরে আত্ম সমর্পন করে। রাকাজকে সেকশন কমান্ডের কাছে হস্তগত করে।
|
১৮ | জি ও
২৯১৩০০ |
৩০-৭-৭১ | ২৮১৮০০ টা থেকে ২৯০০০১ পর্যন্ত প্রাগপুরে আক্রমণ চলে। ২৩০০ টায় জয় বাঙলা আর নারায়ে তাকবীর আল্লাহু আকবর বলে আক্রমণ চলে। কমপক্ষে ২০ জন আহত হয়। আমাদের পক্ষে ২ জন সিভিলিয়ান ভলান্টিয়ার আহত হয়। কয় কমান্ডার বাম পায়ের থাইতে সামান্য আঘাত পান।
|
১৯ | সি জে ০৭২৮
৩০১০০০ |
৩০-০৭-৭১ | ২৭২২ থেকে ২৭২৩০০ এর মধ্যে হিজলিতে হেভি গুলি বিনিময় হয়। ৪০ জন নিহত ও ৭ জন আহত হয়। ২৯১৮ টা থেকে ৩০০৩০০ টায় ভবানিপুর ও তালুইগাছায় যুদ্ধ হয়। |
২০ | জি ০১৭০
০৩০৭৩০ |
৪-৮-৭১ | প্রাগপুর বি ও পি জি আর ৬৩৫৫৯৫ এম/এস ৭৮ ডি/১২তে ০৩০১০০ টায় ২ ইঞ্চি মর্টার ও এল এম জি ও এস এল আর দিয়ে যুদ্ধ চলে। ২ ঘণ্টা ধরে চলে।
|
২১ | জি ০১৭২
০৪০৭০০ |
৭-৮-৭১ | প্রাগপুরের কাছে অ্যামবুশে জি আর 633599 এম/এস ৭৯ এ/৯ ২ জন নিহত হয়।
|
২২ | জি ০১৮৮
০৯১১৪৫ |
৯-৮-৭১ | কুষ্টিয়ার নতুন গেরিলারা ১৪ আগস্ট উষ্ণ অভ্যর্থনা দিতে চায়। এজন্য তাদের সেক্টর ইমামাএর অনুমতি লাগবে।
|
২৩ | জি ০২৯১
০৯১১৪৫ |
৯-৮-৭১ | একটি সেক্টর ভেড়ামারা ব্রিজ থেকে ২০০০ গজ ভিতরে একটি বাঁধ কাটতে চায়। তারা আংশিক সফল হয়। এতে ভেড়ামারা দুবে যায়। শত্রুরা স্থানীয় হাসপাতালে আশ্রয় নেয়। তাদের ঘাঁটি নষ্ট হয়।
|
২৪ | জি ০১৮
০৯১১৪৫ |
৯-৮-৭১ | রাতে পাকসেনারা তাদের অবস্থান পরিবর্তন করে। তারা অ্যামবুশ করে মাদের সারপ্রাইজ দিতে চায়। আল্লাহর রহমতে আমারা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাই।
|
২৫ | জি ০১৮৯
০৯১১৪৫ |
৯-৮-৭১ | প্রাগপুরে জি আর ৬৩৩ ৫৯৯তে ০৮২৩০০ টায় আমাদের বাহিনী হ্যান্ড গ্রেনেড দিয়ে বাঙ্কারে আক্রমণ করে।
|
২৬ | জি ০১৯০
০৯১১৪৫ |
৯-৮-৭১ | ডাং নামক স্থানে জি আর ৬৬৪৬১৫ ০৮২২০০ টায় একটি সেক্টর এল এম জি ও ২ ইঞ্চি মর্টার দিয়ে ৪৫ মিনিট যুদ্ধ করে।কেউ হতাহত হয়নি। আমরা নিরাপদে ফিরে আসি।
|
২৭ | জি ০০০৩
১৩১৭০০ |
১৪/৮/৭১ | বামুন্দি নিশিপুরে ৩ টি কয় অবস্থা করছিল। একটি কয় প্রাগপুর-আরেকটি মহেশকান্দি যায়। স্থানীয় কয় আগেই জানানো হয়।
|
২৮ | জি ০২০৫
১৪০৯৪৫ |
১৪-৮-৭১ | ডং নামক স্থানে ০০০১ টায় আক্রমণে শত্রুদের যান ধ্বংস করা হয়। আমাদের বাহিনী এল এম জি ২ ইঞ্চি মর্টার ইউজ করে। ০১৩০ টা পর্যন্ত চলে গোলাগুলি।
|
২৯ | জি ০২০৪
১৪০৯৩০ |
১৪-৮-৭১ | প্রাগপুরে সুদের পজিশনে আক্রমণ করে ও০০০১ টা থেকে ০৪৩০ পর্যন্ত ৩ ইঞ্চি মর্টার, এল এম জি এস এল আর ৩০৩ ইউজ করে। শত্রুরা এম এম জি রাইফেল ২ ইঞ্চি মর্টার ইউজ করে।
|
৩০ | জি ০২০৩
১৪০৮৩০ |
১৪-৮-৭১ | এফ কয় ১৪ আগস্ট বাংলাদেশে প্রবেশ করেছে। তারা পাক বি ও পি দখল করে।তেতুল্বাড়িয়া, কাজিপুর, শিবনগর, বেল্গাতুয়া গ্রাম, জামালপুর, ফিলিপ্নগর ও গউহেরদিয়ার-জেলা-কুষ্টিয়া-এফ কয় বর্ডার থেকে ৫ মাই ভিতরে এবং দৈর্ঘ্যে ১৫ মাইল পর্যন্ত বিস্তৃত। শিবনগরকে রক্ষা করার জন্য আমাদের ৩ ইঞ্চি মর্টারের খুব দরকার। কমান্ডার নিজে ব্যাক্তিগত ভাবে চেষ্টা করছেন।
|
৩১ | জি ০২০৯
১৫০৮০০ |
১৫-৮-৭১ | মথুরাপুর ডং এর এ টিকে মাইনে একটি জিপ বিধ্বস্ত হয়। সময় ১৪০৮০০ টা। শত্রুদের ৭ জন হতাহত হয়।
|
৩২ | জি ০২১২
১৬২০০০ |
১৭-৮-৭১ | ১৫০৮০০ টায় শিহাবনগরে একটি সেক্টর প্রবেশ করে। ১৪৩০ টায় তারা জি আর ৬৩৩৫০৮ এল্কায় ঢোকে। হঠাত তাদের উপর গুলি হয়। আমাদের ৩ জন শহীদ হয়। ১ জন আহত ও ১ জন ধরা পরে। ৪ জন পাকসেনা ভাগ্যের জোরে বেঁচে যান ও সি এইচ কিউতে চলে যান। শহীদের নাম-এন/এস আবুল কাসেম, হাবিলদার আ সালাম। সেপয় আসাদুজ্জামান। ধরা পড়েছে ইক্রাম হোসেন, আহত হয় সানয়ার হোসেন-তাকে ব্যারাকপুর হাসপাতালে নেয়া হয়েছে। এমও এর হিসাব পরে দেয়া হবে। নিহতদের আজ ফিল্বাড়িয়া বি ও পি (ইন্ডিয়া)তে দাফন করা হল।
|
৩৩ | জি ০২১৭১
১৭০৮০০ |
১৮-৮-৭১ | অস্ত্র লসের হিসাব-
১। এল এম জি ইন্ডিয়ান-১ ২। এল এম জি ম্যাগাজিন-৮ ৩। এস এল আর-৩ ৪। এস এল আর ম্যাগাজিন-১২ ৫। ৭ দশমিক ৬২ এমও (ঈন্ডিয়া)-৪১০ ৬। ৩০৩ রাইফেল-২ ৭। ৩০৩ এমও-১১০০ ৮। এইচ ি গ্রেনেড-২
|
৩৪ | জি ০২২২
১৮-৮-৭১ |
১৮-৮-৭১ | ২ সেক্টর রহমত নগরে জি আর ৬৭৮৫০২তে ১৬২১০০ টায় পাকসেনাদের গরুর গাড়িতে অ্যামবুশ করে। শত্রুদের ১ জন নিহত ৬ জন আহত হয়।।
|
৩৫ | জি ০২৪৯
২৪১২০০ |
২৫-৮-৭১ | প্রাগপুরে জি আর ৬৩৩৩৫৯৯ এম/এস ৭৮ ডি/১২ ২৪১০৩০ টায় বাঙ্কার মেরামতের সময় শত্রুদের হঠাত আক্রমণ করে। ৪০ মিনিট ধরে চলে। ৩ ইঞ্চি মর্টার ও গাছের উপর থেকে এস এল আর আমরা ইউজ করি। তাদের ১৫ জন হতাহত হয়।
|
৩৫ বি | জি ০২৭৩
৩১০৮০০ |
৩১-০৮-৭১ | প্রাগপুরে জি আর ৬৩৩৫৯৯ এম/এস ৭৮০/১২ গাছের উপর থেকে এল এম জি ও এস এল আর দিয়ে আমাদের বাহিনী আক্রমণ করে।
|
৩৬ | জি ০২৭৬
০১০৫০০ |
১-৯-৭১ | মহেশকুন্ডিতে এস কিউ ৬২৬৪ এম/এস ৭৯ ডি/১৬ স্থানে ৩১১৮০০ টায় ২ ইঞ্চি মর্টার ও এস এল আর দিয়ে আক্রমণ করি। তারা ৩ ইঞ্চি ও এম এম জি দিয়ে জবাব দেয়। তাদের ৫ জন হতাহত হয়।
|
৩৭ | জি ০২৮০
০৪০৫০০ |
৪-৯-৭১ | নয়ডাগাপাড়ায় জি আর ৮৫৮৪১৪ ০১০০ টায় ১ সেপ্টেম্বর ১৬ জন রাজাকার অস্ত্রসহ আত্ম সমর্পন করে। আগে আমাদের বাহিনী গুলি করলেও তারা গুলি করেনি। তারা হামাগুড়ি দিয়ে আমাদের কাছে আসে। ১৯ জনের ৩ জন পালিয়ে যায়। তারা বিহারি ছিল। এদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
|
৩৮ | জি ০২৯৬
০৭১১৩০ |
৭-৯-৭১ | একটি অ্যামবুশে আমাদের ৩ জন আহত ও ৫ জন মিসিং। গলাগ্রামে জি আর ৬৯৬৫১২ এম/এস ৭৯ এ/বি ৭ সেপ্টেম্বর ০৩০০ টায় ১৯ জন নিহত হয়।
|
৩৯ | জি ০২৯৭
০৭২১০০ |
৮-৯-৭১ | এর পর সিগ নং জি ০২৯৬ এ সেপ্টেম্বরে ৫ জন নিখোঁজের ১ জন নিহত হয়েছিল ও তাকে গোলাগ্রামে কবর দেয়া হয়। ২ জন আহত ছিল ও ২ জন নিরাপদে ফিরে আসে। আহতদের কৃষ্ণ নগর হাসপাতালে পাঠানো হয়। আমরা ১ টি বেড়েটা গান সাথে ১ টা ম্যাগাজিন ও ৩০ রাউন্ড ৯ এম এম জব্দ করি। আর ৩০৩ রাইফেল ১তা, এল এম জি সাথে ৬ তা ম্যাগাজিন এস এল আর-জে সাথে ৩৪ ম্যাগাজিন, ১১ টি এমও ৩০৩ বল ২৫০ এমও 7৬২-২৮৫ রাউন্ড হারাই।
|
৪০ | জি ০৩০৫
১০১২১৫ |
১০-৯-৭১ | পিস কমিটি ব্যাজ, আই ডি কার্ড, রাইফেল ৩০৩ ১ তা, ১৩ রাউন্ড গুলিসহ ১০১১০০ সেপ্টেম্বর ১ জন রাজাকার আত্ম সমর্পণ করে।
|
৪১ | জি ০৩০৫
১৭১৯০০ |
১৭-৯-৭১ | নিয়মিত বাহিনী প্রাগপুরে ১৭০৬০০ সেপ্টেম্বর আক্রমণ করে ৬ শত্রুসেনা হত্যা করে।
|
৪২ | জি ০৩০১২
১৮১৮৩০ |
১৯-৯-৭১ | নিয়মিত বাহিনী ১৮ সেপ্টেম্বর ৭১ আর্টিলারি সাপর্টসহ প্রাগপুর জি আর ৬২৮৫৯৪০ জি আর ৬৫৫৬০৯ এম/এস ৭৮ ডি/১৬ আক্রমণ করে।
|
৪৩ | জি ০৩২৪
২১১০০০ |
২৩-৯-৭১ | তাতুল্বাড়িয়া জি আর ৫৬৭৪৭৪ এম/এস ৭৯ এ/৯ পাকসেনা ও রাজাকার রা ২২০৫৪৫ সেপ্টেম্বর আমাদের বাহিনীর উপর আক্রমণ করে। ৩ জন নিহত ও ৫ জন আহত হয়। ৩০৩ রাইফেল ২ টি ৩০৩ বল এমও ১০ ১ টা স্টেনগান সাথে ম্যাগাজিন ও ৩ টি বুট ক্যানভাস জব্দ করি।
|
৪৪ | জি ০৩২৩
২৩১০৩০ |
২৩-৯-৭১ | ২২ সেপ্টেম্বর গণবাহিনী ২ টি সেক্টর প্রাগপুরে জি আর ৬৩৩৫৯৯ এম/এস ৭৮ ডি /১৬ আক্রমণে ২০ জন নিহত ও ১৩ জন আহত হয়। বাঙ্কার, সাপ্লাই, ধ্বংস করে। একটি পাক পতাকা সাথে নিয়ে আসে।
|
৪৫ | জি ০৩৫৫
২৮০৭০০ |
৩০-৯-৭১ | ২৬০৩০০ সেপ্টেম্বর গণবাহিনী কালতামারি এস কিউ ৭৮৪৬ এম/এস ৭৯ এ/১৩ এক গ্রুপ রাজাক্রকে আক্রমণ করে। আমাদের ১ জন আহত হয়।
|
৪৬ | জি ০৩৩৬
২৮-৯-৭১ |
১-১০-৭১ | ২৮১২০০ টায় আমাদের বাহিনী শেহালায় এস কিউ ৬৮৫৪ এম/এস ৭৯ এ/১৩ আক্রমণে ১ রাজাকার আটক করে। বাজুমারায় জি আর ৬৫৩৭১৬ এম/এস ৭৮ ডি/১৬ অস্র বিহীন ৪ রাজাকার আটক করে।
|
৪৭ | জি ০৩৩৮
৩০০৭০০ |
১-১০-৭১ | ২৯১২০০ টায় বরগান্দিয়াতে এস কিউ ৭৫৫২ এম/এস ৭৮ এ/১৩ অ্যামবুশে ১ জন হত্যা করে।
|
৪৮ | জি ০৩৭০
৯-১০-৭১ |
১১-১০-৭১ | ২৬০৩০০ সেপ্টেম্বর সাহেবনগর রোডে ৭০৬২৪৮ এম/এস ৭৯ এ/১৪ আক্রমণ করে ২ পাকসেনা ও ৪ রাজাকার নিহত ও ১ জন পাকসেনা আহত হয়।
|
৪৯ | জি ০৩৭৩
৯১০১১ |
১১-১০-৭১ | ০৯২০০০ অক্টোবর শিকারপুর কয় রিপর্ট করে চাঁদপুরে এস কিউ ৪৮৩৯ এম/এস ৭৮ এ/৯৪ রাইফেলসহ ৩ রাজাকার আটক হয়।
|
৫০ | জি ০৩৭৭
১০-১০-৭১ |
১২-১০-৭১ | ১অ অক্টোবর ১২০০ টায় পাকসেনাদের কাছ থেকে তথ্য নিয়ে ফেরার পথে আ রাজাকারকে তেঁতুল বাড়িয়াতে জি আর ৫৫৯৪৬৬ এম/এস ৭৮ এ/৯ আটক করা হয়।
|
৫১ | জি ০৩৮৫
১১-১০-৭১ |
১৩-১০-৭১ | গণবাহিনীর কাছ থেকে একটি জে ১ রাইফেল কালিমহারের এস কিউ ২৪২৮ এম/এস ৭৯ ই/৫ মতিন ও মুজিব বাহিনী ছিনিয়ে নেয়।
|
৫২ | জি ০২৫৩
১১-১০-৭১ |
১৩-১০-৭১ | গণবাহিনী ১০/১১ তারিখ রাতে পিতালিয়া এস কিউ ৬৪৫১ সি এম এম সাহেলা এস কিউ৬৮৫৪ সি এম এম গলাগ্রাম এস কিউ৬৯৫১ ও বোয়াল এস কিউ৭১৫৩ এম/এস ৭৯ এ/১৩তে আক্রমণ করে।
|
৫৩ | জি ০৩৮৪
১১-১০-৭১ |
১৩-১০-৭১ | ২৮ সেপ্টেম্বর অজিলাবাদে এস কিউ ১৭৩৫ এম এস ৭৮ ই/৫ এ রাজাকাররা গণবাহিনীকে আক্রমণ করে। ১ জন নিহত ও ২ জন আহত হয়। আমাদের ৩ জন আহত হয়। তারা বাংলাদেশে অবস্থান করে।
|
৫৪ | জি ০৩৯৩
১৩-১০-৭১ |
১৪-১০-৭১ | ১২১২০০ অক্টোবর আমাদের বাহিনী বামুন্দি ৫৭৪৪৫ এম/এস ৭৯ ই/১০ এ এসে গরাঘাটে ৬১৫৪৬২ এম/এস ৭৯ এ/১৩তে শত্রুর কবলে পড়ে। কোন হতাহত হয়নি।
|
৫৫ | জি ০৪০২
১৫-১০-৭১ |
১৬-১০-৭১ | ১৬০৬৩০ অক্টোবর মহেশকুমে এস কিউ৬২৬৪ এম/এস ৭৮ ডি/১৬তে অ্যামবুশ করে ১০ জন নিহত ও ১ জন আহত হয়।
|
৫৬ | জি ০৪০১
১৫-১০-৭১ |
১৬-১০-৭১ | ১৪০৮০০ অক্টোবর ভগজত এস কিউ ৬১৬৫ এম/এস ৭৮ ডি/১৬ ও সাকুরিয়া এস কিউ ৬০৬৪ এম/এস ৭৮ ডি/১২তে নিয়মিত ও গন বাহিনী অ্যামবুশ করে ২০ জন হতাহত হয়।
|
৫৭ | জি ০৩৮৯
১২-১০-৭১ |
১৮-১০-৭১ | ১২১২০০ টায় থাকুরপাড়ায় এস কিউ ৬৩৫৮ এম/এস ৭৯ এ/১৩ গণবাহিনী এম্বুশ করে। আমাদের ১ টি এস এল আর ও ২৮ রাউন্ড গুলি হারাই।
|
৫৮ | জি ৬৪০
২৫১০৭১ |
২৫-১০-৭১ | ২৩০০৩০ অক্টোবর জে ও রাজাকাররা ১২ টি রাইফেলসহ আত্ম সমর্পন করে। ১ জন রাজাকার ও সন অস্ত্র বাংলাদেশের ভিতরে রাখা হয়। ২ জন রাজাকার আহত ছিল-তাদের হাসপাতালে পাঠানো হয়।
|
৫৯ | জি ০৪৫৭
২৪-১০-৭১ |
২৪-১০-৭১ | ২৪১৯৩০ জে ও রাজাকাররা আত্ম সমর্পন করে। ২ জন রাজাকার বাংলাদেশে রাখা হয়
|
৬০ | জি ০৪৫৮
২৪-১০-৭১ |
২৫-১০-৭১ | ২১১৯০০ অক্টোবর সোনাডাঙ্গা টেলি এক্সচেঞ্জ গ্রেনেড হিয়এ উড়িয়ে দেয়া হয়। ২ পশ্চিম পাক পুলিশ নিহত হয়।
|
৬১ | জি ০৪৫০
২৩-১০-৭১ |
২৪-১০-৭১ | ১৯২২০০ অক্টোবর আম্বাড়িয়াতে জি আর ৮৫৫৩৫৩ এম/এস ৭৯ এ/১৩ অ্যামবুশ করে একটি গান বোট সং করা হয়। আহত ৮ জনকে বাংলাদেশে চিকিৎসা দেয়া হয়।
|
৬২ | জি ০৪৬৯
২৬-১০-৭১ |
২৬-১০-৭১ | ২৬১০৩০ অক্টোবর মনাখালি এস কিউ ৪৬২৪ এম/এস ৭৯ এ/১০ ১ জন রাজাকার আত্ম সমর্পন করে সাথে ১ টি রাইফেল, ৩০৩ বল এমও ৫০ ছিল।
|
৬৩ | জি ০৪৮৭
২৭-১০-৭১ |
২৮-১০-৭১ | 270830 অক্টোবর নিয়মিত বাহিনী চিলমারি এস কিউ ৬২৭০ এম/এস ৭৮ ডি/১৬ শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। আরেক প্লাটুন সৈন্য মোতায়েন করা হয়।
|