শিরনাম | উৎস | তারিখ |
৩২। যুদ্ধ পরিস্থিতি রিপোর্ট টাইগার কোম্পানি | ৮ নং সেক্টরের দলিলপত্র | ১৯৭১ |
ট্রান্সলেটেড বাই: Razibul Bari Palash
<১১, ৩২, ৪৫৭ – ৪৫৮>
ক্রমিক নং
| সূত্র নম্বর ও তারিখ
| তথ্য অন্তর্ভুক্তির তারিখ | ঘটনা |
1 | 1 14-1030 | 141039 | এস কিউ ৪৪৪ এম /এস ৭৯ এ/১৬ স্থানে ডি টি জি ১৩২২০০ থেকে ১৪০৩০০ টা পর্যন্ত অ্যামবুশ করা হয়। কোন শত্রু হতাহত হয়নি।
|
২ | ২১৫১১০০
| ১৫-১১-৭১ | জি আর ৮৭০৭৪০ ও ৮৫৫৭০৫ ৭৯ এ/ ১৫ তে ১৫০২০০ থেকে ১৫০৩০০ টায় মুক্তিবাহিনীর আক্রমণে কাল্ভার্ট ধ্বংস করা হয়।
|
৩ | নং – নাই ২২-৫-৭১ | ২২-৫-৭১ | ২২০২০০ টায় গৌর পারা ব্রিজ জি আর এস ৪৯৫২৭ এম /এস ৭৯এ/১৬ মুক্তিবাহিনীর আক্রমণে উড়িয়ে দেয়া হয়। ২২০৪০০ টায় বাহাদুর পীর জি আর ৭৯২৫০ এম /এস ৭৯ এ/১৬ ব্রিজ মুক্তিবাহিনীর আক্রমণে উড়িয়ে দেয়া হয়।
|
৪ | নং নাই ০৪০৭০০ | ৫-৬-৭১ | মাস্লিয়াতে এস কিউ ৮৫৬৬ এম /এস ৭৯ এ/১৬ শত্রু পজিশনে মুক্তিবাহিনীর আক্রমণে ৮ থকে ১০ জন শত্রু হতাহত হয়। আমাদের ১ জন আহত – লে ক্যাপ্টেন শরিফ ডান হাতের মধ্যমায় গুলিতে সামান্য আহত হন।
|
৫ | নং – নাই ০৫১৪০০ | ৫-৬-৭১ | ৪/৫ তারিখ রাতে ২১৩০ মিনিটে পুখিয়াতে জি আর ৮৪৯৫৮৩ এম /এস ৭৯ এ/১৬ তে মুক্তিবাহিনী ব্রিজ ধ্বংস করে।
|
৬ | নং – নাই ১২-৬-৭১ | ১২-৬-৭১ ১৫০০ | ১৪৩০ থেকে বর্ডারে ৩ ইঞ্চি এম এম জি মর্টার ও ৪ ইঞ্চি মর্টার দিয়ে মুক্তিবাহিনীর সাথে শত্রুদের যুদ্ধ চলে। |
৭ | জি ০৩৬৮ ১৫-১১-৭১ | ১৬-১১-৭১ | ১৫১০০৫ নভেম্বর শত্রুরা আমাদের অবস্থানে আক্রমণ করে। আমাদের ১ জন আহত হয়। |
৮ | জি ০৩৭১ ১৭-১১-৭১ | ১৮-১১-৭১ | পিরাডাঙ্গাতে এস কিউ 8683এম /এস ৭৯ বি/১৪ তারিখ ১৭১১৩০ নভেম্বর আমাদের অবস্থানে শত্রুরা ৩ ইঞ্চি মর্টার দিয়ে আক্রমণ করে। কোন হতাহত হয়নি। ১৪২৩০০ নভেম্বের মুক্তিবাহিনী একজন কুখ্যাত দালালের বাড়ি উড়িয়ে দেয়। ৩৮ রাজাকার ও ২ পাকসেনা ভর্তি একটি বেসরকারি বাসে মুক্তিবাহিনীর আক্রমণে ৩৮ জন নিহত ও ২ জন আহত হয়।
|
৯ | জি ০৩৭৩ ১৯১১৭১ | ২০১১৭১ | ১৬১১৩০ নভেম্বর ভোমরাতে মুক্তিবাহিনী ৩ ইঞ্চি মর্টার দিয়ে আক্রমণ করে। এতে ৫ জন শত্রুসেনা নিহত হয়। |
১০ | জি ০৩৭৫ ১৯-১১-৭১ | ২০-১১-৭১ | ১৪ নভেম্বর সাতানিতে এস কিউ ৮৬৬০৮২ এম/এস ৭৯ বি/১৩ পাকসেনারা ২ জন সাধারণ লোককে হত্যা করে। ৮ নভেম্বর ১০ বছরের একটি ছেলেকে জীবন্ত কবর দেয়। বাইছানা তে ১৪৯৩০ এম /এস ৭৯বি/১৪ তারিখ ৮ নভেম্বর পাকসেনারা একজন ডাক্তারকে হত্যা করে। ৫ তারিখ পাকসেনারা ১২ জন স্থানীয় নাগরিককে জবাই করে ও বাইছানাতে কবর দেয় ৮৪৫৯৩৪ এম / এস ৭৯ বি / ৪ । তারা অনেক বাড়ি ঘর জ্বালিয়ে দেয়।
|
১১ | জি ০৩৭৯ ২১-১১-৭১ | ২২-১১-৭১ | ভোমরা তে ৮৪১৯৭৪ এম /এস ৭৯ বি/১৩ তারিখ ২১১৬০০ নিয়মিত বাহিনী ৩ ইঞ্চি মর্টার ব্যাবহার করে ১৩ জনকে নিহত করে। তারা ভোমরা দখল করে। প্রচুর অস্ত্র জব্দ করে। যেমন- ৭,৬২ এমও (চাইনিজ) ২৬৬৬ রাউন্ড , ৭,৬২ এমও চাইনিজ এম এম জি ৫৩০ রাউন্ড প্লাস্টিক এ পি মাইন ২৪ টি , টি এন টি স্লাব ১৪ টি , আর আর শেল ৬ টি, চাইনিজ রকেট বোম ৫ টি, টেলিফোন তার ৫ কিলোমিটার।
|
১২ | জি ০৩৮৩ ২৩-১১-৭১ | ২৩-১১-৭১ | ২৩১০০০ টায় শত্রুরা ভোমরাতে ৮৪৮৯৭৫ এম /এস ৭৯ বি/১৪ আমাদের অবস্থানে আক্রমণ করে। এতে আমাদের ১ জন আহত হয়।
|
১৩ | জি ০৩৮৬ ২৩-১১-৭১ | ২৪-১১-৭১ | ২২/২৩ নভেম্বর রাতে গণ বাহিনী সাতক্ষিরা ও মোহাম্মাদপুরে ২ টি ব্রিজ ধ্বংস করে। ২১/২২ নভেম্বর রাতে মুক্তিবাহিনী সাতক্ষিরা যশোর রোডে শত্রুদের জিপে আক্রমণ করে। কোন হতাহত জানা যায়নি। |
১৪ | জি ৩৯৩ ২৫-১১-৭১ | ২৬-১১-৭১ | মুক্তবাহিনি শ্রীরামপুরে এস কিউ ৮৬৯৪ এম /এস ৭৯ বি/ ৪ ২৫১৫৩০ নভেম্বর শত্রুদের উপর আক্রমণ করে। আমাদের বাহিনী কুলিয়া এস কিউ ৮৬৯৩ এম /এস ৭৯ বি /৪ শত্রুদের উপর চাপ সৃষ্টি করে। হতাহত জানা যায়নি।
|
১৫ | জি ০৩৯১ ২৫-১১-৭১ | ২৬-১১-৭১ | ৮৮৯৯৯২ এম/এস ৭৯ এফ/ ২ ব্রিজটি ২৪০০০৫ তারিখে মুক্তিবাহিনীর আক্রমণে উড়িয়ে দেয়া হয়। |
১৬ | জি ০৩৯৪ ২৬-১১-৭১ | ২৭-১১-৭১ | আলিপুরে ৯০৯৯ এম/এস ৭৯ এফ/২ মুক্তিবাহিনী ৩ ইঞ্চি মর্টার দিয়ে ২৬১৪১০৩ নভেম্বর আক্রমণ করে। কোন হতাহত জানা যায়নি। মোহাম্মাদপুরে ৮৭৯৮ এম/ এস ৭৯ বি/১৪ ও গাংনি ৬১৩৫ এম/ এস ৭৯ এ / ১৪ ২৬০০৩০ তারিখে মুক্তিবাহিনী শত্রু পজিশনে হামলা করে। তারাও ২৫ পাউন্ডার দিয়ে জবাব দেয়। কোন হতাহত জানা যায়নি। নাবাতকাটি ৮৫৯৭ এম/এস ৭৯ বি/ ১৪ ২৬০০৩০ নভেম্বর আমাদের বাহিনী শত্রুদের আক্রমণ করে। হতাহতের পরিমাণ জানা যায়নি । |
১৭ | জি ০৩৯৬ ৩০-১১-৭১ | ৩০-১১-৭১ | নবতকাটি ৮৫৯৭ এম/এস ৭৯ এ/১৪ ৩০০৬৩০ নভেম্বর শত্রুরা আক্রমণ করে। তাদের কোন হতাহতের খবর জানা যায়নি। আমাদের ৩ জন নিহত ও ২ জন আহত হয়। |
১৮ | জি ০৪১৪ ১০-১২-৭১ | ১৩-১২-৭১ | ০৯১৮০০ ডিসেম্বর মুক্তিবাহিনীর একটি দল কাঁপিলনিয়ারিতে কিউ – ২২৩৯৩ আক্রমণ করে ৯৩ জন রাজাকার হত্যা করে। তারা সংক্ষুব্ধ ছিল কিন্তু পরে আত্মসমর্পনের অনুরোধ করে। |