যুদ্ধ পরিস্থিতি রিপোর্টঃ বনগাঁও সাব সেক্টর

শিরনাম উৎস তারিখ
১৫। যুদ্ধ পরিস্থিতি রিপোর্ট বনগাঁও সাব সেক্টর ৮ নং সেক্টরের দলিলপত্র ১৯৭১

 

 

ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash

<১১, ১৫, ৩৩৩-৩৩৪>

 

 

ক্রমিক নং

 

সূত্র নম্বর ও তারিখ

 

তথ্য অন্তর্ভুক্তির তারিখ

 

ঘটনা
জি ০১০৯    

১/১১/৭১     

১/১১/৭১        নিয়মিত বাহিনী স্বীকৃতি ও মালিপুতায় অ্যামবুশ করে। এস কিউ ৭৭৩৯ এম এস ৭৯৭১৬ তারিখ-৩১ অক্টোবর। শত্রু হতাহত ২ জন নিহত।

 

২      জি ০১০৭

৬/১১/৭১

৭/১১/৭১ নিয়মিত বাহিনী সাদিপুরে বাঙ্কারে অ্যামবুশ করে।। শত্রু হতাহত ৩ জন নিহত

 

৩      জি ০১১৫

৬/১১/৭১

৭/১১/৭১        নিয়মিত বাহিনী বাড়াছাড়াতে আক্রমণ করে। এস কিউ ৭৫৪১ এম এস ৭৯আ/১৬ তারিখ-৩০ অক্টোবর। শত্রু হতাহত ১ জন নিহত ও ২ জন আহত।

 

৪      জি ০১২০

৮/১১/৭১

৯/১১/৭১ নিয়মিত বাহিনী শাদিপূড়ে আক্রান্ত হয় ও পড়ে তারা আক্রমণ করে। তারিখ-৮ নভেম্বর ।আমাদের হতাহত ১ জন

 

জি ০১১৯

৮/১১/৭১

৯/১১/৭১ নিয়মিত বাহিনীরঘুনাথপুরে আক্রমণ করে। এস কিউ ৭৪৪৫ এম এস ৭৯এ/১৬ তারিখ-০৮০৪৩০ নভেম্বর। শত্রু হতাহত ১ জন নিহত-২ জন জন

 

৬      জি ০১২০

১০/১১/৭১

১২/১১/৭১ নিয়মিত বাহিনী সাদিপুরে আক্রমণ করে। তারিখ-৯/১০ নভেম্বর রাতে। শত্রু হতাহত জানা যায়নি।

 

৭      জি ০১২৮

১৫/১১/৭১    

১৬/১১/৭১ নিয়মিত বাহিনী সাদিপুরে আক্রমণ করে। ৩ ইঞ্চি মর্টার ইউজ করা হয়। তারিখ-১৫০৮৩০ নভেম্বর। ১১ জন সাধারণ নাগরিক আহত হয়।

 

৮      জি ০৫০৯

১/১১/৭১

১/১১/৭১ নিয়মিত বাহিনী বারাসুলাতে রাজাকারদের উপর আক্রমণ করে। এস কিউ ৭৭০৫ এম এস ৭৯এ/১4 তারিখ-২৪১২০০ অক্টোবর। ১১ জন রাজাকার নিহত।

 

 

জি ০৫১৮

১/১১/৭১

১/১১/৭১        গণ বাহিনী শাতেদুল আক্রমণ করে। এস কিউ ৭৮০২এম এস ৭৯এ/১৪ তারিখ-২১০৬০০ অক্টোবর। শত্রু নিহত ৬ জন

 

১০ জি ০৫৩১

৫/১১/৭১

৬/১১/৭১ গন বাহিনী নিল্মানিগঞ্জ এজ কিউ ৭৪২০ থেকে চুয়াডাঙ্গা এস কিউ ৭২১৫ মাইন সেট করে। সাদাত কাঁটাল নামে এক পাকি দালাল আক্রান্ত হয়। সে পালিয়ে যায়। তার ভাই আটক হয়। তারিখ ৩ নভেম্বর নিয়মিত বাহিনী অনুপ নগরে আক্রমণ করে। এস কিউ ৭৩২৮ এম এস ৭৯এ/১৩ তারিখ-। শত্রু হতাহত ৩ জন সৈন্য ০ ৩ জন রাজাকার নিহত। আমাদের ১ জন আহত

 

১১     জি ০৫৩৫

৬/১১/৭১

৬/১১/৭১ নিয়মিত বাহিনী ধর্মদাহতে আক্রমণ করে। ৩ জন প্রিশিক্ষিত রাজাকার আটক। ২ টি মাইন পোতা হয়। এস কিউ ৬২৫৫ এম এস ৭৯এ/১৩ তারিখ-০৫১৯০০ নভেম্বর। শিকারপুরে মুক্তিফৌজ মাইন অপারেশন।

 

Scroll to Top