যুদ্ধ পরিস্থিতি রিপোর্টঃ বনগাঁও সাব সেক্টর

শিরনাম উৎস তারিখ
১৬। যুদ্ধ পরিস্থিতি বনগাঁও সাব সেক্টর ৮ নং সেক্টরের দলিলপত্র ১৯৭১

 

ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash

<১১, ১৬, ৩৩৫-৩৪০>

 

 

ক্রমিক নং

 

সূত্র নম্বর ও তারিখ

 

তথ্য অন্তর্ভুক্তির তারিখ ঘটনা
১৯     জি ০০২৮

১০০৫০০       

১১/০৮/৭১ গোগাটে মোঃ মোজূমালী মল্লার বাড়ী আক্রমণে ১ টি রাইফেল, ৪ টি এমকে আই, ১৩ টি এমও জব্দ করা হয়।

থানা ০ শারশা, তারিং-০৯ অগাস্ট, ১৯৭১

 

২০ জি ০০৩০

১১০৮০০       

১১/০৮/৭১        নিয়মিত বাহিনীরঘুনাথপুরে আক্রমণ করে। এস কিউ ৭৪৪৫ এম এস ৭৯এ/১৬ তারিখ-১১০৮০০। প্রচুর গুলিবর্শন করা হয়। সময় ০২০০-০৩০০। একটি বাঙ্কার ধ্বংস করা হয়।

 

২১ জি ০০২৯

১০১৭০০       

১১/০৮/৭১        নিয়মিত বাহিনীরঘুনাথপুরে ৩ ইঞ্চি মর্টার দিয়ে আক্রমণ করে। এস কিউ ৬৪৪৫ এম এস ৭৯এ/১৬ তারিখ-০৯১৩০০। সাদিপুরে আক্রমণ করা হয়। ৩ ইঞ্চি মর্টার দিয়ে। সময়-০৯১৪০০ টা। শত্রু হতাহত ১৭ জন।

 

২২ জি ০০৩২

১২০৯০০

১২/০৮/৭১ মুসলিম লিগ দালালকে হত্যা করা হয়। নাম-দাউদ মল্লিক পিতা-কুদরত উল্লা মল্লিক, রাঘুনাথপুর, থানা-সারশা ১১/০৮/৭১

 

২৩     জি ০০৩২

১২০৯০০

১২/০৮/৭১ কালু বিশ্বাসের পিতা-মনয়ার বিশ্বাস, সীকরই ও সাইতুল হোসেন-পিতা-কেরামত আলি গাজি, পঞ্চবট, থানা-শারশা, ১১ আগস্ট ৭১

এদের বাড়ী আক্রমণে ২ টি রাইফেল, ৪ টি এমকে আই জব্দ করা হয়।

 

২৪ জি ০০৩৩

১৩১৫০০

১৪/০৮/৭১ আমাদের পেট্রল বাহিনী সাইকেল ২, ১২/৮/৭১ নিম্নলিখিতদের বাড়ি আক্রমণে কিছু জিনিস জব্দ করে। ট্রান্সিস্টর, এল এম জি ম্যাগ-১ টি, কিছু স্প্লিনটার বোমা। ব্যাক্তিরা হল-মোঃ ওয়াহিদ আলি সরদার, পিতা-মোঃ সোবহান সরদার, পঞ্চবট। মোঃ বাদল সরদার, পিতা-মোঃ পাছু সরদার, পঞ্চবট, মোঃ মিজানুর রহমান, পিতা-আব্দুল বাড়ি মণ্ডল, মঞ্চবট, সবার থানা-শারশা, জেলা-যশোর। এরা সবাই ডাকাত।

 

২৫     জি ০০৩৬

১৫১৯০০

১৬/০৮/৭১        মুসলিম লিগ ডালা ও পাকসেনাদেরসহযোগীকে হত্যা করা হয়। নাম-মোঃ মিজানুর রহমান, পিতা-আব্দুল বাড়ি মণ্ডল, পঞ্চবট, মুবারাক সরদার, পিতা-মৃত মোঃ সোবহান সরদার, পঞ্চবট, দুজনের থানা-শারশা, জেলা-যশোর। তারিখ ১৪ আগস্ট।

 

২৬ জি ০০৩৫

১৫১৯১৫       

১৭/০৮/৭১        আমাদের বাহিনী নারায়নপুরে অ্যামবুশ করে। ১৩২০০-১৫১৭০০ পর্যন্ত। সাদিপুর-রঘুনাথপুরে ১৩১৯০০ থেকে ১৫১২০০ পর্যন্ত আক্রমণ করে। ১৩১৯০০ থেকে ১৫১৬০০ টা পর্যন্ত দৌলতপুরে এবং ১৩১৯০০ থেকে ১৫১৬৩০ টায় সিক্রি পটুয়াখালীতে আক্রমণ করা হয়।

 

২৭ জি ০০৩৭

১৬১৫৩০

১৭/০৮/৭১ আমাদের বাহিনী বালুমদাতে নুরুদ্দিন আহমেদের বাড়ি আক্রমণ করে। ১৬ আগস্ট ২০০০ টায়। ৩ রাজাকার আটক। ১-আমির আলি, পিতা-মৃত কালু সেক ২-আব্দুর রহমান পিতা-মৃত শীতল মণ্ডল ৩-দিনু মোল্লা পিতা-হাজরা মোল্লা, বালুন্দিয়া, শারশা। রাজাকাররা আক্রমণের চেষ্টা করে। ২ টি ১২ বোর বন্দুক, ৭ কার্টুন ২ খোকা জব্দ করা হয়। ৩ জন রাজাকার ও জব্দ হয়। নুরুদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি।

 

২৮     জি ০০৪৮

১৮১৪৩০

১৯/০৮/৭১ বাঘাছড়া বাজারে ১৮০২০০ টায় আমাদের ১ জন অফিসারসহ ৩০ জন আক্রমণ করে। ৫ জন রাজাকার আটক। ১-ফেরাজাতুল্লা পিতা-এল মানিক সরদার (2) আমীরচাঁদ গাজী পিতা-মৃত আয়েজ উদ্দিন গাজী বাঘাছরা (3) কফিল উদ্দিন পিতা-মো গফুর বিশ্বাস বাগাডাঙ্গা (4) বাবর আলী পিতা-আবুল হোসেন খলিফা (5) আফিলুদ্দিন পিতা-ভুদাই মণ্ডল দুজনের থানা-শারশা, জেলা যশোর। ১২ বোরের বন্দুক আটক হয়। পাট ভর্তি ৭ টি গোডাউন পুড়িয়ে দেয়া হয়। ১ টি সিঙ্গার সেলাই মেশিন জব্দ। আমাদের বাহিনী ১৮১২৩০ টায় নিরাপদে ফিরে আসে।

 

২৯ জি ০০৫২

২১১২০০

২২/০৮/৭১ ১ জন আফিসারসহ ২০ জন সশিক্রিতে ২১০৩১৫ আক্রমণ করে। শত্রুরা এল এম জি, হেভি মেশিন গান ও প্যারাসুট বোম ইউজ করে। শত্রুদের ৫ জন নিহত ১০ জন আহত।

 

৩০    জি ০০৫১ ২২/০৮/৭১ ১৯০২০০ টায় শারশাতে আক্রমণ। ২১০০৩০ টায় আবার আক্রমণ। হাল্কা ও ভারি মেশিন গান ব্যাবহার হয়। হতাহতের খবর জানা যায়নি।

 

৩১ জি ০০৫৫

২৩০২০০

২৩/০৮/৭১ ১০ জনের একটি দল ২২১৯০০ টায় রাঘুনাথপুরে আক্রমণ করে। ২২২৩৩০ টায় আবার করে। হতাহত জানা যায়নি।

 

৩২ জি ০০৫৬

২৬০৮০০

২৮/০৮/৭১ ১১ জনের বাহিনী সাদিপুরে আম্বুশ করে ২৫০১০০ টায়। নামাজ গ্রামে ৫/৬ পাকসেনা বাঙ্কার তৈরি করছিল। এস কিউ ৭৫৪৩ এম এস ৭৯এ/১৬ তারিখ-২৫১৩৩০।আমাদের বাহিনী ২৫১৩৪০ তায় আক্রমণ করে। শত্রুরা রাইফেল এল এম জি দিয়ে জবাব দেয়। হতাহত জানা যায়নি। একজন আহত হয়। নাম-আলাউদ্দিন, পিতা-দলিল উদ্দিন, সাদিপুর, শারশা। তাকে বনগাঁও হাসপাতালে পাঠানো হয়।

 

৩৩ জি ০০৫৭

২৭০৮৩০

২৮/০৮/৭১ ১ জন অফিসার, ১ জন জে সি ওসহ ৩৫ জনের দল সিক্রিতে আক্রমণ করে। মেশিনগান ব্যাবহার করে শত্রুরা। ২ টি বাঙ্কার ধ্বংস করা হয়। ৬ জন পাকসেনা হতাহত।

 

৩৪ জি ০০৫৯

০১০৯৩০

১/৯/৭১ আমাদের বাহিনী সিক্রি আক্রমণ করে। এস কিউ ৬৬৩৯ এম এস ৭৯এ/১৬ তারিখ-৩০০২৩০। শত্রু হতাহত জানা যায়নি।

 

৩৫ জি ০০৬০

০১০৯৩০

১/৯/৭১ আমাদের বাহিনীরঘুনাথপুরে আক্রমণ করে। এম এস ৭৯এ/১৬ তারিখ-৩১২১০০। শত্রু হতাহত জানা যায়নি।

 

৩৬ জি ০০৬২

০৩২০৩০

৫/৯/৭১ আমাদের ১১ জনের একটি বাহিনী ০৩০২০০ টায় সাদিপুরে অ্যামবুশ করে। এস কিউ ৭৫৪২ এম এস ৭৯এ/১৬ তারিখ-। শত্রু হতাহত ১ জন। আমাদের ১ জন আহত।

 

৩৭ জি ৬৩

০৫১১০০

৫/৯/৭১ গন বাহিনী গারিপুরে আক্রমণ করে। এস কিউ ৯৪৬৫ এম এস ৭৩ই/৪ তারিখ-৪/৫ সেপ্টেম্বর রাতে। শত্রু নিহত ২ জন। ১ জনের কাছে ২ টি পিস্তল পাওয়া যায়। লাশগুলো কবর দেয়া হয়।

 

৩৮ জি ০০৬৪

০৫২০৩০

৬/৯/৭১ আমাদের ১০ জনের একটি বাহিনী সাদিপুর আক্রমণ করে। এস কিউ ৭৫৪২ এম এস ৭৯এ/১৬ তারিখ-। শত্রু হতাহত ২/৩ জন

 

৩৯ জি ০০০৩

১১১৮০০

১২/৯/৭১ গন বাহিনী দাসাতিনা-ঝিকরগাছাতে আম্বুশ করে। তারিখ-৫ সেপ্টেম্বর। ২৭ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত।

 

৪০ জি ০০৬৯

১৩/৯/৭১

১৩/৯/৭১ আমাদের বাহিনী সিক্রি আক্রমণ করে। এস কিউ ৭৭৩৮ এম এস ৭৯এ/১৬ তারিখ-১৩০৭০০। শত্রু হতাহত ১০/১৫ জন। আমাদের ২ জন নিহত। লাশ ফিরিয়ে আনা যায়নি শত্রুদের তীব্র আক্রমণের জন্য। আমাদের ১ টি এল এম জি, ১২ টি এল এম জি ম্যাগাজিনসহ ১ টি বাক্স আমরা হারাই।

 

৪১ জি ০০০৭

১৭১৮৩২

১৮/০৯/৭১ গন বাহিনী শ্রীপুর তহশিল অফিস আক্রমণ করে। তারিখ-১২ সেপ্টেম্বর ৭১। ৬ পুলিশ নিহত। ৩০৩ বন্দুক, ৪০০ রাউন্ড এমও উদ্ধার।

 

৪২ জি ০০০৯

১৭১৮৩৫

১৮/৯/৭১ গন বাহিনী আলদাল্পুরে অ্যামবুশ করে। ৫ সেপ্টেম্বর। ৪০ জন শত্রু হতাহত। ৩০৩ রাইফেল ৫ টি ও ১ টি চাইনিজ রাইফেল উদ্ধার।

 

৪৩ জি ০০১০

১৭১৮৩৮

১৮-৯-৭১ গন বাহিনী আলমখালি আক্রমণ করে। ৮ সেপ্টেম্বর। ১১ জন রাজাকার হতাহত।

 

৪৪     জি ০০১২

১৭১৮৪২

১৮-৯-৭১ গন বাহিনী বাঁকড়াতে আক্রমণ করে। ২৮ আগস্ট। ৮ জন শত্রু নিহত ৬ জন আহত। আমাদের ৬ জন নিহত, ২ জন শত্রুদের কাছে আটক। ৩০৩ রাইফেল ৪ টি আটক। আমরা ১ টি ৩০৩ রাইফেল ও ১ টি এস এল আর হারাই।

 

 

৪৫ জি ০০০৬

১৭১৮৩০

১৮-০৯-৭১ গন বাহিনী নোহাটা, থানা-মহাম্মাদপুরে অ্যামবুশ করে। ২১০৮০০ আগস্ট থেকে ২১১৬০০ আগস্ট পর্যন্ত। ১ জন মেজর, ১ জন ক্যাপ্টেনসহ ১ টি কয় নিহত। ৩০৩ রাইফেল ৪ টি, চাইনিজ রাইফেল ২ টি, ওয়ারলেস সেট ১ টি, চাইনিজ 7৬২ এমও ২০০ রাউন্ড, ৩০৩ বল এমও ৪০০ আটক।

 

৪৬ জি ০০০৮

১৭১৮৩৪

১৯-০৯-৭১ গন বাহিনী বারতলার কাছে শ্রীপুরে অ্যামবুশ করে। ৩ সেপ্টেম্বর। ১৪ জন শত্রু হতাহত।

 

৪৭ জি ০০১১

১৭১৮৪০

১৯-০৯-৭১ গন বাহিনী মনিরামপুরে ব্রিজ ধ্বংস করে। এস কিউ ১২৪১ এম এস ৭৯ই/৪ তারিখ-২২ আগস্ট ৭১।

 

৪৮ জি ০১৯৪

২০০৮০০

২০-০৯-৭১ গন বাহিনী পালাশপলে আক্রমণ করে। এস কিউ ৯৫০২ এম এস ৭৯এফ/২। তারিখ-১১ সেপ্টেম্বর। ১ জন রাজাকার নিহত। আমাদের বাহিনী মধ্যকটিতে মাইন দিয়ে ১ টি বাস আক্রমণ করে। এস কিউ ৯২১০ এম এস ৭৯এফ /১ তারিখ-১৩ সেপ্টেম্বর। ৪ জন সাধারণ জনগণ নিহত। নিয়মিত বাহিনী বারুখালি আক্রমণ করে। জি আর ৮৫৯০০০ এম এস ৭৯বি /১৪ তারিখ-১৮ সেপ্টেম্বর। ২ জন শত্রু নিহত ২ জন আহত।

 

৪৯ জি ০০১৮ ২১১২৩০

জি ০০২০

২১১৪১০

২২/০৯/৭১ গন বাহিনী দস্তানিয়া আক্রমণ করে। এস কিউ ৯৩৬৪ এম এস ৭৯ই / ৪ তারিখ-১১ সেপ্টেম্বর। শত্রু ৬ জন নিহত। ২ জন আহত। 7৬২ চাইনিজ বন্ধুক আটক। চৌগাছা থেকে ঝিকরগাছা পর্যন্ত ৩০ মিটার টেলিফোন তাঁর ধ্বংস। গন বাহিনী হাশেমপুর স্কুলে শত্রু আস্তানায় আক্রমণ করে। এস কিউ ১৪৬৩ এম এস ৭৯ই /৪ তারিখ-১৮/১৯ সেপ্টেম্বর। ৭ জন রাজাকার নিহত। ২ জন আহত। গন বাহিনী চুরামকান্দিতে শত্রু গাড়িতে অ্যামবুশ করে। এস কিউ ০৬৬৫ এম এস ৭৯ই/৪ তারিখ-১৮২৩০০। শত্রুদের ১ জন অফিসারসহ ৩ জন নিহত। ১ টি বাহন ধ্বংস।

 

৫০ জি ০০২২

২৪০/১৫

২৫/৯/৭১ ১০ সেপ্টেম্বর যশোর চৌগাছা রোডে গারুলিয়ায় রাজাকার রা মুক্তিবাহিনীর উপর আক্রমণ করে। ৫ জন রাজাকার হতাহত। আমাদের কোন ক্ষতি হয়নি।

 

৫১ জি ০০২৫

২৫/০৯/৭১

২৬/০৯/৭১ গন বাহিনীরঘুনাথপুরে শত্রু পেট্রোলে অ্যামবুশ করে। এস কিউ ৭৫৪৫ এম এস ৭৯এ/১৬ তারিখ-২৩১৩৩০। শত্রু হতাহত ৫ জন ।

 

৫২ জি ০০২৬

২২/০৯/৭১

২৬/০৯/৭১ গন বাহিনী কাগজ পুকুরে ১৮টি ২ ইঞ্চি মর্টার বোমা দিয়ে আক্রমণ করে। এস কিউ ১৯৪৪ এম এস ৭৯এ/১৬ তারিখ-২৩ সেপ্টেম্বর।

 

৫৩ জি ০০২৭

২৫-০৯-৭১

২৬-০৯-৭১ গন বাহিনী ঝিনেদা রোডে চৌগাছায় বিদ্যুৎ পাইলন আক্রমণ করে। ২২ সেপ্টেম্বর। আড়পারায় ৫০ জন রাজাকার গন বাহিনীকে আক্রমণ করে। এস কিউ ০০৭১ এম এস ৭৯ই/৩ তারিখ-২২ সেপ্টেম্বর। শত্রু হতাহত জানা যায়নি। আমাদের ১ জন আহত।

 

৫৪ জি ০০২৮

২৬-০৯-৭১

২৬-০৯-৭১ বিলম্বিত রিপোর্টে যানা যায় গন বাহিনী ঝিনেদার কাছে গয়েসপুর উপজেলা কমপ্লেক্স এ আক্রমণ করে। তারিখ-২০ আগস্ট, ২৩০০ টা। ৬ রাজাকার নিহত। ৩ টি ৩০৩ রাউফেল জব্দ। বাংলাদেশের ভেতরে সেগুলো রাখা হয়।

 

৫৫ জি ০০৮৪

০৯-১০-৭১

০৯-১০-৭১ নিয়মিত বাহিনী বাড়া আছড়াতে আক্রমণ করে। এস কিউ ৭৫৪১ এম এস ৭৯এ/১৬ তারিখ-০৭১৩৪৫ অক্টোবর। শত্রুদের ৫ জন নিহত।

 

৫৬ জি ০০৮৭

১১-১০-৭১

১২-১০-৭১ নিয়মিত বাহিনী বাড়া আছড়াতে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে। এস কিউ ৭৫৪১ এম এস ৭৯এ/১৬ তারিখ-১১০৩১৫ অক্টোবর। শত্রু হতাহত জানা যায়নি।

 

৫৭ জি ০০৮৮

১২-১০-৭১

১৫-১০-৭১ নিয়মিত বাহিনীরঘুনাথপুর আক্রমণ করে। এস কিউ ৭৪৪৫ এম এস ৭৯এ/১৬ তারিখ-১২০৬০০ অক্টোবর। শত্রু হতাহত জানা যায়নি।

 

৫৮ জি ০০৯০

১৪-১০-৭১

১৬-১০-৭১ নিয়মিত বাহিনী সাদিপুর আক্রমণ করে। এস কিউ ৭৪৪২ এম এস ৭৯এ/১৬ তারিখ-১৪০৪০০ অক্টোবর। শত্রুদের ৩ জন নিহত।

 

৫৯ জি ০০৯২

১৯-১০-৭১

২০-১০-৭১ নিয়মিত বাহিনী সাদিপুরে ২ ইঞ্চি মর্টার দিয়ে আক্রমণ করে। এস কিউ ৭৫৪২ এম এস ৭৯এ/১৬ তারিখ-১৮১৪০০ অক্টোবর। শত্রুদের ৩ জন নিহত।

 

৬০ জি ০০৯৫

২৪-১০-৭১

২৫-১০-৭১ নিয়মিত বাহিনী শাদিপূড়ে ২ ইঞ্চি মর্টার দিয়ে আক্রমণ করে। এস কিউ ৭৫৪২ এম এস ৭৯এ/১৬ তারিখ-২৪১০৩০। শত্রু ২ জন নিহত ৫০ জন আহত। আমাদের ১ জন নিহত।

 

৬১ জি ০০৯৬

২৫-১০-৭১

২৫-১০-৭১ নিয়মিত বাহিনী সাদিপুরে আক্রমণ করে। তারিখ-২৬০৭০০ অক্টোবর। শত্রু হতাহত জানা যায়নি

 

৬২ জি ০০৯৯

২৬/১০/৭১

২৯-১০-৭১ নিয়মিত বাহিনী বারা আছরাতে আক্রমণ করে। এস কিউ ৭৫৪১ এম এস ৭৯এম১৬ তারিখ-২৬০৯৩০ অক্টোবর। শত্রুদের ২ জন নিহত।

 

Scroll to Top