অনুবাদকঃ নাজিয়া বিনতে রউফ
শিরোনাম | সূত্র | তারিখ |
২৭৪। লন্ডনস্থ মুকুল এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয় বাংলা’র প্রচারপত্র | প্রচারপত্র | ২৮ আগস্ট, ১৯৭১ |
<৪,২৭৪,৬২৮>
মুকুল এন্টারপ্রাইজ নিবেদিত
জয় বাংলা(বিভিন্ন ক্রিয়াকলাপ)
বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠানটিতে নাচে, গানে, সুরে অংশগ্রহণ করবে।
স্থানঃ-ইয়র্ক হল, বেথনাল গ্রীন, লন্ডন ই.২.
বেথনাম গ্রীন সেন্ট্রাল লাইন নিকটবর্তী টিউব স্টেশন
তারিখ-২৮শে আগস্ট ১৯৭১, শনিবার
সময়-বেলা ৩.০০ ঘটিকা(বেলা ২.৩০ এ দরজা খুলবে)
আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দঃ
বিচারপতি এ.এস. চৌধুরী
পিটার শোর(এমপি)
অব. মাননীয় বি.জে. স্টোন হাইজ(এমপি)
ব্রুস ডগলাস মান(এমপি)
পল কনেট
লেডি গিফোর্ড ও অন্যান্যরা
হতাশ না হতে চাইলে তাড়াতাড়ি টিকেট কাটুন।
|
অফিসঃ
৬৭, ব্রিক লেন লন্ডন, ই.১. ০১-২৪৭০৯৬৮ |