লন্ডনস্থ মুকুল এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয় বাংলা’র প্রচারপত্র

অনুবাদকঃ নাজিয়া বিনতে রউফ

শিরোনাম সূত্র তারিখ
২৭৪। লন্ডনস্থ মুকুল এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয় বাংলা’র প্রচারপত্র প্রচারপত্র ২৮ আগস্ট, ১৯৭১

<৪,২৭৪,৬২৮>

মুকুল এন্টারপ্রাইজ নিবেদিত

 

জয় বাংলা(বিভিন্ন ক্রিয়াকলাপ)

বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠানটিতে নাচে, গানে, সুরে অংশগ্রহণ করবে।

স্থানঃ-ইয়র্ক হল, বেথনাল গ্রীন, লন্ডন ই.২.

বেথনাম গ্রীন সেন্ট্রাল লাইন নিকটবর্তী টিউব স্টেশন

তারিখ-২৮শে আগস্ট ১৯৭১, শনিবার

সময়-বেলা ৩.০০ ঘটিকা(বেলা ২.৩০ এ দরজা খুলবে)

আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দঃ

বিচারপতি এ.এস. চৌধুরী

পিটার শোর(এমপি)

অব. মাননীয় বি.জে. স্টোন হাইজ(এমপি)

ব্রুস ডগলাস মান(এমপি)

পল কনেট

লেডি গিফোর্ড ও অন্যান্যরা

হতাশ না হতে চাইলে তাড়াতাড়ি টিকেট কাটুন।

 

 

 

 

অফিসঃ

৬৭, ব্রিক লেন

লন্ডন, ই.১.

০১-২৪৭০৯৬৮

Scroll to Top