লন্ডনে বাংলাদেশ মিশন প্রতিষ্ঠা প্রসঙ্গে নীতিগত সম্মতি জানিয়ে মুজিবনগর থেকে প্রধানমন্ত্রীর প্রধান সহযোগীর চিঠি

<,২৬৪,৬১০>

অনুবাদকঃ শওকত ইসলাম রিপন

শিরোনাম সুত্র

 

তারিখ
২৬৪।  লন্ডনে বাংলাদেশ মিশন প্রতিষ্ঠা প্রসঙ্গে নীতিগত সম্মতি জানিয়ে মুজিবনগর থেকে প্রধানমন্ত্রীর প্রধান সহযোগীর চিঠি

 

ড. এনামুল হক কে লিখিত চিঠি ৮ জুন, ১৯৭১

 

ডিও নং-২১০

                        গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

                                     মুজিবনগর,

                                    জুলাই ৮,১৯৭১

জনাব এনামুল হক

৩৩,এবে রোড,

অক্সফোর্ড, যুক্তরাজ্য।

 

প্রিয় হক সাহেব,

মি. চেসওয়ার্থ মারফত প্রেরিত আপনার ১৮মে, ১৯৭১ তারিখের চিঠি আমি পেয়েছি। আমি খুব সতর্কতার সাথে আপনার প্রস্তাবগুলো পড়েছি। ইংল্যান্ডে বাংলাদেশ সেন্টার স্থাপনের ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। আমরা জাস্টিস চৌধুরী এবং তার স্টীয়ারিং কমিটির কাছে প্রয়োজনীয় নির্দেশনা এবং পরামর্শ পাঠাচ্ছি। এটি পারস্পরিক মতামত এবং খবরাখবর আদান প্রদানে সহায়ক হবে । আমি ব্যক্তিগতভাবে মনে করি, এরকম একটি অফিস খুব দরকারি এবং স্টীয়ারিং কমিটি রাজি হলে এই প্রচেষ্টা কে আমরা সাদর সম্ভাষণ জানাবো।

মি. পাশার সাথে আমার কখনো দেখা হয় নি। আমি জানি না তিনি কলকাতা এসেছেন কি না। আমাদের জানানো হলেই স্টীয়ারিং কমিটির মাধ্যমে সব কর্মসূচি শুরু করবো।এখন আমরা এখানে সফররত ভুঁইয়া সাহেবের সাথে বিস্তারিত আলোচনা করছি।

স্ট্যাম্পের নকশা অনুমোদিত হয়েছে।আপনার কাছে আরো নকশা থাকলে অনুগ্রহ করে অনুমোদনের জন্যে পাঠিয়ে দিবেন। বেশি থাকলেও ক্ষতি নেই। প্রকাশনার ব্যাপার হলো,আমাদের কলকাতা মিশন এখনো কোনো বুলেটিন বের করতে পারে নি। আশা করছি, লন্ডন অফিস একটি নিউজ বুলেটিন হলেও প্রকাশ করতে পারবে।

অনুগ্রহ করে জাস্টিস মি. চৌধুরীকে চিঠিটি দেখাবেন এবং আপনার প্রস্তাবনার ব্যাপারে একমত কি না দেখবেন। মি.  চৌধুরী সহ ব্রিটেনের অন্য বন্ধুদের শুভেচ্ছা জানাবেন।

 

                                        ইতি

                                    আপনারই প্রিয়

                                      রহমত আলী

                              প্রধানমন্ত্রীর প্রধান সহযোগী

Scroll to Top