শিরোনাম | উৎস | তারিখ |
৮৬। লে মতিউর রহমানের একটি চিঠি | ৪ নং সেক্টরের দলিলপত্র | ২ ডিসেম্বর ৭১ |
ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash
<১১, ৮৬, ৫৮২>
২/১২/৭১
প্রিয় রফিক ভাই ,
আপনাকে প্রোমোশনের জন্য শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। ইচ্ছা ছিল দেখা করে শুভেচ্ছা জানাব। রাধানগর দখলের পড়ে আমি দাউকি চলে যাই। রাধানগর আসার সময় ভেবেছিলাম টি বি এল এ ১ মিনিটের জন্য থেমে আপনার সাথে দেখা করে যাব – কিন্তু সে সুযোগ হলনা। আমি জানলাম আপনি এখন তিতকুঠি – আপনার দলের একটি ছেলের কাছে এই চিঠিটা পাঠিয়ে দিলাম ।
একটি কাজে অবস্থা খারাপ হওয়ায় আমি আপনাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম – কিন্তু পড়ে জানতে পেরেছি আপনি নিরাপদে টি বি এল এ আসতে পেরেছিলেন। শুনে খুব শান্তি পেয়েছিলাম।
আমি আপনার দীর্ঘায়ু কামনা করি। যখন দেখা হবে অনেক কথা বলার আছে আপনার সাথে।
রাধাপুর দখলের পর আমার কয়ের নায়েক সুবেদার গোলাম হোসেন প্রোমোশন পেয়ে সুবেদার হন। কার্যত আমার কয় রাধানগর দখল করে।
আমরা এখন গয়িনহাটের দিকে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।
আজ আর নয়।
আপনার একান্ত অনুগত
স্বা – লে মতিউর রহমান
গ্রাম – গোরা