৭.১৫৫.৪৭৩
১৫৫। শিরোনাম- শিক্ষকদের দায়িত্বহীন উক্তি সম্পর্কে সামরিক কর্তৃপক্ষের হুঁশিয়ারি
সূত্র- সরকারি দলিলপত্র, উদ্ধৃতঃ “এন এক্সপেরিয়েন্স অব এক্সাইল এট হোম”- মফিজুল্লাহ কবীর
তারিখ- ২২ মে, ১৯৭১।
গোপনীয়/অবিলম্বে
সদর দপ্তর এমএলএ জোন ‘বি’,
বেসামরিক বিষয়াদি
ঢাকা, পূর্ব পাকিস্তান
নং- ৬০০/মিস/সিএ-২, ২২ মে,১৯৭১।
বরাবর- পাবলিক নির্দেশনা পরিচালক, ঢাকা।
বিষয়ঃ দায়িত্বহীন মন্তব্য প্রদানকারী শিক্ষক সম্পর্কে ব্যাবস্থা নেয়া প্রসঙ্গে।
১। এটা সদর দপ্তরে নজরে এসেছে, যে শিক্ষকদের মধ্যে দেশ সম্পর্কে দায়িত্বহীন মন্তব্য করা হচ্ছে। এই ধরণের হঠকারী মন্তব্য সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে পড়তে পারে যা, পরিস্থিতি নিন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। যদি শিক্ষকরা এই ধরণের মন্তব্য প্রদান করা থেকে বিরত না হয় তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সদর দপ্তর নির্দেশ দিচ্ছে।
২। দয়া করে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হোক।
কর্নেল
সাং -মেজর সিভিল এফেয়ার্স
(সায়েদউদ্দিন আহমেদ)
( গোপনীয়/অবিলম্বে)
নং- ৬২৯৩/৬১-গ
থেকে: জনশিক্ষা পরিচালক, ইস্ট পাকিস্তান, ঢাকা।
জন্য: ১। জনশিক্ষা উপ-পরিচালক, ঢাকা / চট্টগ্রাম / রাজশাহী
/ খুলনা (বরিশাল) বিভাগ।
২। অধ্যক্ষ।
বিষয়: শিক্ষকদের দায়িত্বহীন মন্তব্য প্রসঙ্গে।
ইহার সঙ্গে অর্ডার নং একটি কপিও সংযুক্ত করা হলো-৬৬০ / মিস / সিএ-2 থেকে ২২.০৫.৭১ তারিখের
মার্শাল ল’ কর্তৃপক্ষ কর্তৃক পাঠানো এই চিঠিতে তাকে অনুরোধ করা হল যে অভিযুক্ত শিক্ষকদের অতিসত্বর এই চিঠি সম্পর্কে ধারণা দিয়ে তথ্য ও পথ নির্দেশনা দেয়া হোক। এই চিঠি অতি গোপনীয়। এটা অন্য কোথাও প্রকাশ করতে নিষেধ করা হল।
শিক্ষকরা যেন দেশের ব্যাপারে আর কোন অপপ্রচার না করতে পারে সে ব্যাপারটি নিশ্চিত করার অনুরোধ করা হল।
এবং যে কোন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যাবস্থা নিতে বলা হচ্ছে।
সাং/ -এম.এফ. খান ২৫.০৫.৭১
জনশিক্ষা পরিচালক, ইপি
পূর্ব পাকিস্তান।
১ লা জুন ১৯৭১,সকল শিক্ষকদের, পলিটেকনিক ও অন্যান্য সব কলেজের শিক্ষক
কারিগরি প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজ নিজ দায়িত্বে থেকে রিপোর্ট করতে বলা হচ্ছে। শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং ব্যাবস্থা নিতে বলা হচ্ছে তাদের পরবর্তি কার্যদিবস ২রা আগস্ট, ১৯৭১ এর প্রেক্ষিতে। এবং তাদেরকে অনুরোধ করা হচ্ছে এই নতুন কার্যদিবস অনুযায়ী কার্যক্রম সাজানোর জন্য। শিক্ষকদের অবশ্যই পুর্ন কার্যদিবস অফিসে অবস্থান করতে হবে। এর অন্যথায় হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সাং/- এ.এন.কালিমুল্লাহ
০৪.০৬.৭১।