সামরিক কর্তৃপক্ষের নিকট হাজির হবার নির্দেশ

৭.১৪৭.৪৬৪

শিরোনামঃ ১৪৭। সামরিক কর্তৃপক্ষের নিকট হাজির হওয়ার নির্দেশ

সূত্রঃ দৈনিক পাকিস্তান

তারিখঃ ২১ এপ্রিল ১৯৭১

সামরিক কর্তৃপক্ষের নিকট ৫ জনকে হাজির হওয়ার নির্দেশ

 

‘খ’ অঞ্চলের সামরিক শাসনকর্তা লেঃ জেঃ টিক্কা খান ঢাকা, বাকেরগঞ্জ এবং ময়মনসিংহের পাঁচ ব্যক্তিকে আগামী ২৬শে এপ্রিল সকাল ৮ ঘটিকায় ঢাকাস্থ দ্বিতীয় রাজধানীতে এক নম্বর সেক্টরের সামরিক আইনের সাব-এ্যাডমিনিষ্ট্রেটরের নিকট হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সামরিক আইনবিধি ও সামরিক আদেশ অনুযায়ী আনীত কতিপয় অভিযোগের জবাব দানের জন্য তাদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা হাজির হতে ব্যর্থ হলে এম এল আর-৪০ অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার করা হবে।

গতকাল মঙ্গলবার পি আই ডির এক হ্যাণ্ড আউটে এই খবর পরিবেশন করা হয়। যে পাঁচ ব্যক্তিকে হাজির হওয়ার আদেশ দেয়া হয়েছে তারা হলেনঃ

১। তাজুদ্দিন আহমদ, ৭৫১, ধানমণ্ডি আবাসিক এলাকা, সাত মসজিদ রোড, ঢাকা।

২। তোফায়েল আহমদ, গ্রাম-কোরলিয়া, পোঃ খৈয়ারহাট, জেলা-বাকেরগঞ্জ।

৩। এস, এম নজরুল ইসলাম, লাঙ্গুল শিমুল পোঃ-কান্দানিয়া জেলা-ময়মনসিংহ।

৪। আবদুল মান্নান, মনসুর ভিলা, ১১০, সিদ্বেশ্বরী, ঢাকা।

৫। আবিদুর রহমান, স্বত্বাধিকারী, দি পিপল, ঢাকা।

উপরোক্ত ৫ ব্যক্তিকে পাকিস্তান দণ্ডবিধির ১২১, ২২৩ক, ১৩১ ও ১৩২ নং ধারা এম এল আর ৬, ১৪, ১৭ ও ২০ এম এল ও ‘খ’ অঞ্চলের ১২৪ নং এবং ১২৯ নং ধারা বলে আনীত অভিযোগের জবাব দিতে হবে। এদের সকলের বিরুদ্ধে এইসব ধারাবলে অভিযোগ আনয়ন করা হয়েছে। এ ছাড়াও ৫ নং অভিযুক্তকে (আবিদুর রহমান) ‘খ’ অঞ্চলের এম এল ও-১১৭ ও ১১৯ নং ধারার সাথে পঠিত এম এল আর ১৯ নং ধারাবলে আনীত অভিযোগের জবাব দিতে হবে।

Scroll to Top