সুরাইয়া খানমের কাছে বৃটিশ এম-পি জোয়ান হল- এর পক্ষে লিখিত একটি চিঠি

<৪,১০৫,১৮৮>

অনুবাদকঃ রাফসান আহমেদ

শিরোনামসূত্রতারিখ
১০৫। সুরাইয়া খানমের কাছে বৃটিশ এম-পি জোয়ান হল- এর পক্ষে লিখিত একটি চিঠিবাংলাদেশ এ্যাকশন কমিটির স্টিয়ারিং কমিটি৩ নভেম্বর,১৯৭১

জোয়ান হলের পক্ষ থেকে
৩ নভেম্বর, ১৯৭১

জনাব,
মিস জোয়ান হলকে উদ্দেশ্য করে  ২৭ অক্টোবর আপনার লেখা চিঠির জন্য ধন্যবাদ। মিস হল একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে দেশের বাইরে আছেন। আগামী সপ্তাহের শেষের দিকে ফিরে আসার পর তিনি ব্যক্তিগতভাবে আপনার চিঠির উত্তর দিবেন।
                                 আপনার বিশ্বস্ত
                                      জোয়ান হলের সহকারী
সুরাইয়া খানম,
স্টিয়ারিং কমিটি অব দ্যা এ্যাকশন কমিটি
ফর দ্যা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
১১, গোরিং স্ট্রিট,
লন্ডন, ই.সি.৩.