স্টিয়ারিং কমিটির সেক্রেটারীর কাছে লিখিত ‘ওল্ডহ্যাম বাংলাদেশ সোসাইটি’র পক্ষে সৈয়দ বশীর আহমদের চিঠি

<৪,১০৬,১৮৯>

অনুবাদকঃ সমীরণ কুমার বর্মণ

    শিরোনাম        সূত্র     তারিখ
১০৬। স্টিয়ারিং কমিটির সেক্রেটারীর কাছে লিখিত ‘ওল্ডহ্যাম বাংলাদেশ সোসাইটি’র পক্ষে সৈয়দ বশীর আহমদের চিঠি  বাংলাদেশ এ্যাকশন কমিটির ষ্টিয়ারিং কমিটি  ৪ নভেম্বর,১৯৭১

 

 

বরাবর

পরিচালক কমিটির সম্পাদক

(বি.ডি.এস.) ১১ গোরিং এস.টি লন্ডন এ.সি.৩.

জনাব,

     আমি ওল্ডহ্যামের পক্ষ থেকে দু’একটি কথা না লিখে পারছি না। ওল্ডহ্যাম বাংলাদেশ সোসাইটি গণতান্ত্রিক উপায়ে গঠিত না হওয়ায় আপনাদের কাছে অভিযোগ করেছি। আপনারা মিঃ মতিনের অপেক্ষায় আমাদের কোন উপদেশ দিতেছেন না। মিঃ মতিনের দ্বারা কোন কাজ সম্ভব হবে না। কারণ আমাদের পূর্বের চাঁদা ১৩/১৪ হাজার মানচেষ্টার জমা রহিয়াছে। আমরা ওল্ডহ্যামের বিষয় আপোষের চেষ্টা নিয়ে ব্যর্থ হই। গতিকে আপনাদের কোন উপদেশ না পেয়ে কোন কাজে অগ্রসর হতে পারছি না।

     অতএব, আপনার মেহেরবানী পূর্বক অতি সত্বর কিভাবে মুক্তিফৌজ বা বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করতে পারে তার ব্যবস্থা করতে এবং উপদেশ দিতে মর্জি হয়। ইতি-

 

 

৪/১১/৭১ইং

                               আপনার

সাভেদ বশির আহমেদ

১১-প্লাগ এসটি.

ওল্ডহ্যাম. ল্যান্স.

টেলিফোনঃ ০১৬-৬৭২-৪২৪৪

Scroll to Top