শিরোনাম | সূত্র | তারিখ |
স্বরাষ্ট্রমন্ত্রী কতৃক পূর্বাঞ্চল লিবারেশন জোনের প্রধানকে অর্থ বিষয়ক কমিটি গঠনের নির্দেশ | বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রনালয় |
১৩ সেপ্টেম্বর, ১৯৭১ |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্মারকলিপি নং ৬৩৯ তারিখ ১১.৯.৭১
জনাব জহুর আহমেদ চৌধুরী,এমপিএ,
চেয়ারম্যান,
স্বাধীনতা পরিষদ, পূর্বাঞ্চলীয় জোন
অভ্যর্থনা এবং অধিষ্ঠিত শিবিরের বিষয়াদি এবং আর্থিক ব্যয় তদারক করার জন্য অনুগ্রহ করে ৫ থেকে ৭ সদস্যের পরিষদ নিযুক্ত করুন। পরিচালকগণের আর্থিক বিষয়ে কোনো দায়িত্ব থাকবে না। রদবদল করা পর্যন্ত উক্ত উপ-পরিষদের এখতিয়ার জোন ১,২,৩ পর্যন্ত বাড়ানো হবে। প্রত্যেক জোন থেকে অন্তত একজন সদস্য থাকবে। পরিষদের একজন চেয়ারম্যান থাকবে। এটি অবিলম্বে করা হবে।
স্বাক্ষর- এ. এইচ. এম. কামারুজ্জামান
স্বরাষ্ট্রমন্ত্রী
১৩.৯.৭১