স্বরাষত্রমন্ত্রী কর্তৃক পূর্বাঞ্চলীর লিবারশন জোনের প্রধানকে অর্থবিষয়ক কমিটি গঠনের নির্দেশ

শিরোনাম সূত্র তারিখ
স্বরাষ্ট্রমন্ত্রী কতৃক পূর্বাঞ্চল লিবারেশন জোনের প্রধানকে অর্থ বিষয়ক কমিটি গঠনের নির্দেশ বাংলাদেশ সরকার

স্বরাষ্ট্র মন্ত্রনালয়

১৩ সেপ্টেম্বর, ১৯৭১

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্মারকলিপি নং ৬৩৯ তারিখ ১১.৯.৭১

জনাব জহুর আহমেদ চৌধুরী,এমপিএ,

চেয়ারম্যান,

স্বাধীনতা পরিষদ, পূর্বাঞ্চলীয় জোন

অভ্যর্থনা এবং অধিষ্ঠিত শিবিরের বিষয়াদি এবং আর্থিক ব্যয় তদারক করার জন্য অনুগ্রহ করে ৫ থেকে ৭ সদস্যের পরিষদ নিযুক্ত করুন। পরিচালকগণের আর্থিক বিষয়ে কোনো দায়িত্ব থাকবে না। রদবদল করা পর্যন্ত উক্ত উপ-পরিষদের এখতিয়ার জোন ১,২,৩ পর্যন্ত বাড়ানো  হবে। প্রত্যেক জোন থেকে অন্তত একজন সদস্য থাকবে। পরিষদের একজন চেয়ারম্যান থাকবে। এটি অবিলম্বে করা হবে।

 

 স্বাক্ষর- এ. এইচ. এম. কামারুজ্জামান

                                                                                                                                       স্বরাষ্ট্রমন্ত্রী

                                                                                       ১৩.৯.৭১

Scroll to Top