স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত সূচী (অংশ)

শিরোনাম সূত্র তারিখ
২৪। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত সূচী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দলিলপত্র …… ১৯৭১

 

২৫ আগষ্ট, ১৯৭১                                     ২। সোনার বাংলা বলো                        (কোরাস)

১। সোনা সোনা সোনা লোকে বলে সোনা (কোরাস)                 ৩। আয়রে চাষী মজুর কুলি                   (ঐ)

২। পথে যেতে যেতে জন্ম হলো একটি কাহিনী               ৪। অনেক রক্ত দিয়েছি                        (আঃ জব্বার)

(আপেল মাহমুদ)     ৫। দুর্জয় বাংলা-                               (কোরাস

৩। দুনিয়ার যত গরীবকে আজ

৪। সেলাম সেলাম হাজার সেলাম                    ১৯ সেপ্টেম্বর, ১৯৭১

২য় অধিবেশনঃ                                        ১ম অধিবেশনঃ

১। মুজিব বাইয়া যাওরে               (আঃ জব্বার) ১। সোনায় মোড়ানো বাংলা মোদের           (কোরাস)

২। জাগো অনশন বন্দী উঠোরে যত   (কোরাস)              ২। সেলাম সেলাম হাজার সেলাম            (ঐ)

৩। আমার দেশের মাটির গন্ধে                (ফেরদৌসী রহমান)   ৩। আমার বাংলা দেশের মাটি                         (ঐ)

৪। ফুল খেলবার দিন নয় অদ্য                               ৪। জাগো জাগো ও বাঙ্গালী                    (ঐ)

৫। জাগো জাগো ও বাঙ্গালী                            ২য় অধিবেশনঃ

৩য় অধিবেশনঃ                                        ১। ভেবো না গো মা তোমার ছেলেরা          (কোরাস)

১। চল বীর সৈনিক                    (আপেল মাহমুদ)     ২। ভায়ের মায়ের                              (ঐ)

২। কারার ঐ লৌহ কপাট             (কোরাস)              ৩। আমি মরিব তাতে ক্ষতি নাই                      (ঐ)

৩। জনতার সংগ্রাম চলবেই           (ঐ)           ৪। হাজার বছর পরে                           (আঃ জব্বার)

৪। আমার প্রতিবাদের ভাষা                           ৫। জয়ধ্বনি কর বীর মুজিবর                 (মোঃ শাহবাঙালী)

৫। আমি শুনেছি শুনেছি বাংলার মায়ের কান্না                 ৬। হায়রে পাষাণ তোদের শীর্ণ দেহ           (স্বপ্না রায়)

(মান্না হক)    ৭। দুনিয়ার যত গরীবকে আজ                        (কোরাস)

৮। কারার ঐ লৌহ কপাট                     (ঐ)

২৮ আগষ্ট, ১৯৭১

২য় অধিবেশনঃ                                        ৩য় অধিবেশনঃ

১। শেখ মুজিব সত্যযুগের             (তোরাব আলী শাহ) ১। রক্তে যদি ফোটে                            (কোরাস)

২। মুজিব বাইয়া যাওরে               (আঃ জব্বার) ২। জনতার সংগ্রাম চলবেই                   (ঐ)

৩। ওরা কোথায় গো                   (শাহ আলী সরকার) ৩। আমি ভয় করবো না                       (জরিন আহমদ)

৪। আমি ভয় করবো না               (জরিন আহমদ)       ৪। যে তোমায় ছাড়ে ছাড়ুক                   (তপন ভট্টাচার্য)

৫। আজি বাংলাদেশের                 (অজিত রায়) ৫। বীর বাঙ্গালী অস্ত্র ধর                       (মনোরঞ্জন সরকার)

৬। অনেক রক্ত দিয়েছি                        (আঃ জব্বার)

৭। সোনা সোনা সোনা লোকে                         (কোরাস)

৩য় অধিবেশনঃ

১। বীর বাঙ্গালী অস্ত্র ধর               (মনোরঞ্জন সরকার)

.

২৯ সেপ্টেম্বর, ১৯৭১

২য় অধিবেশনঃ

১। পথে যেতে জন্ম হলো

(আপেল মাহমুদ ও স্বপ্না রায়)

২।আয়রে চাষী মজুর কুলি            (কোরাস)

৩। তোমার নেতা আমার নেতা               (ঐ)

৪। সোনার বাংলা বলে                (ঐ)

৫। জয়ধ্বনি করে শেখ মুজিবর               (মোঃ শাহ বাঙালী)

৬। কার বা বিচার কে বা করেরে              (হরলাল রায়)

৭। শিকল পরা ছল                    (নজরুল গীতি)

৮। জাগো অনশন বন্দী                (ঐ)

 

৩য় অধিবেশনঃ

১। নওজোয়ান সব এগিয়ে চল                (কোরাস)

২। বাধ ভেঙ্গে দাও                     (রবীন্দ্র সঙ্গীত)

৩। বাংলার মাটি বাংলার জল         (ঐ)

৪। যুদ্ধ কর অসি ধর                  (অনিল চন্দ্ৰ দে)

৫।আয়রে চাষী মজুর কুলি            (কোরাস)

৬। জাগো জাগো ও বাঙালী           (ঐ)

 

২১ অক্টোবর, ১৯৭১

১ম অধিবেশনঃ

 

১। ও আমার দেশের মাটি             (অজিত রায়)

২। জয় জয় বাংলার জয়              (কোরাস)

৩। পথে যেতে যেতে জন্ম হলো       (আপেল মাহমুদ)

৪। সোনা সোনা সোনা লোকে                 (কোরাস)

 

২য় অধিবেশনঃ

 

১। জ্বলছে জ্বলছে জ্বলছে               (নাসরিন ও অরূপ)

২। আয়রে চাষী মজুর কুলি           (কোরাস)

৩। জাগো জাগো ও বাঙ্গালী            (ঐ)

৪। বিচারপতি তোমার বিচার         (ঐ)

 

 

 

৫। সোনার স্বদেশ ভূমি                (মনজুর আহমদ )

৬। জাগো অনশন বন্দি                (নজরুল গীতি)

৭। কারার ঐ লৌহ কপাট             (কোরাস)

 

৩য় অধিবেশনঃ

১। ওরে জাগো জাগো ও বাঙ্গালী       (কোরাস)

২। নওজোয়ান সব এগিয়ে চল                (ঐ)

৩। রক্ত রঙীন উজ্জ্বল দিন            (ঐ)

৪। জনতার সংগ্রাম চলবেই           (ঐ)

৫। সোনার স্বদেশ ভূমি                (মনজুর আহমদ)

৬। আজি বাংলাদেশের হৃদয় হতে     (অজিত রায়)

৭। আমি মরিব তাতে ক্ষতি নেই              (কোরাস)

 

১ নভেম্বর, ১৯৭১

২য় অধিবেশনঃ

১। জন্ম আমার ধন্য হলো মাগো              (কোরাস)

২। জয় জয় বাংলার জয়              (ঐ)

৩। পূবের ঐ আকাশে সূর্য উঠেছে     (ঐ)

৪। বাংলার মাটি বাংলার জল          (রবীন্দ্রসঙ্গীত)

৫। ও খাঁটি সোনার চেয়ে খাঁটি                (রবীন্দ্রনাথ)

৬। আরে ও মাঝি ভাই                (মনিরা জামান)

৭। দুর্গম গিরি কান্তার মরু            (নজরুল গীতি)

৮। চল ছুটে চল                       (পল্লীগিতি) (আঙ্গুর)

 

 

৩য় অধিবেশনঃ

১। আমার প্রতিবাদের ভাষা           (কোরাস)

২। যে তোমার ছাড়ে ছাড়ুক           (ঐ)

৩। আয়রে চাষী মজুর কুলি           (ঐ)

৪। আমি একজন মুক্তিসেনা           (মান্না হক)

৫। একটি ফুলকে বাঁচাবো বলে               (আপেল)

৬। দুনিয়ার যত গরীবকে আজ                (ঐ)

.

১৫ নভেম্বর, ১৯৭১

১ম অধিবেশনঃ

১। এবার উঠেছে মহাঝড় আলোড়ন (কোরাস)

২। দিনের শোভা সূর্য রাতের শোভা চাঁদ      (আঃ গনি বোখারী)

৩। “এঘর দুর্গ ওঘর দুর্গ’-            একটি গীতিনকশা

সংযোজনা-শাজাহান ফারুক বর্ণনায়- আশরাফুল আলম

১। সুজেয় শ্যাম

২। আপেল মাহমুদ

৩। রফিকুল আলম।

 

৩য় অধিবেশলনঃ

 

১। কারার ঐ লৌহ কপাট             (কোরাস)

২। মোরা ঝঞ্জার মত                  (ঐ)

৩। জনতার সংগ্রাম চলবে             (ঐ)

৪। সোনার বাংলা              (জারী গান) (হযরত আলী)

৫। চল ছুটে চল                       (মফিজ আঙ্গুর)

৬ একি অপরূপ                       (কোরাস)

৭। বাংলাদেশ বাংলাদেশ              (ঐ)

৮। সংগ্রাম সংগ্রাম                     (অনুপ)

 

২৮ নভেম্বর, ১৯৭১

১। গীতিনকশা (রক্ত চাই)

সঙ্গীত পরিচালনাঃ সুজেয় শ্যাম               (কোরাস)

২। জয় বাংলার জয়                   (কোরাস)

৩। জনতার সংগ্রাম চলবেই           (ঐ)

৪। ওদের বাঁধন যতই শক্ত হবে               (রবীন্দ্রসঙ্গীত)

৫। বাঁধ ভেঙ্গে দাও                     (কোরাস)

৫ ডিসেম্বর, ১৯৭১

১। এঘর দুর্গ ওঘর দুর্গ                (কোরাস)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২। জয় ধ্বনি কর বীর মুজিবর                (মোঃ শাহ বাঙালী)

৩। বাংলা থেকে দুশমনদের           (সর্দার আলাউদ্দিন)

৪। সাগর পাড়িতে ঝড় জাগেই যদি

৫। বাংলাদেশ বাংলাদেশ              (রবীন্দ্র সঙ্গীত)

৬। এই কথাটি ধরেই                  (লায়লা জামান) (ঐ)

৭। এবার তোর মরা গাঙ্গে             (তপন ভট্টাচার্য) (ঐ)

 

৯ ডিসেম্বর, ১৯৭১

প্রথম অধিবেশনঃ

১। ধন্য আমার জন্মভূমি              (কোরাস)

২। রক্ত চাই রক্ত চাই                 (ঐ)

৩। আগুন আগুন আমরা আগুন               (ঐ)

৪। জনপদ প্রান্তরে সাগরে বন্দরে      (ঐ)

 

৫। ঝড় ঝঞ্জার মুখোমুখি              (ঐ)

৬। আহা ইয়াহিয়া কান্দেরে            (হরলান রায় )

৭। কার বা বিচার কে বা করে রে             (ঐ)

৮। বাঁধ ভেঙ্গে দাও                    (রবীন্দ্র সঙ্গীত)

 

১০ ডিসেম্বর, ১৯৭১

প্রথম অধিবেশনঃ

১। পথের আঁধার আর নাই            (কোরাস)

২। এবার উঠেছে মহাঝড়             (ঐ)

৩। মোরা জঞ্জার মতো উদ্দাম         (ঐ)

৪। কারার ঐ লৌহ কপাট             (ঐ)

৫। ও বাঙালী ভাই কে কে যাবি

(ইন্দ্রমোহন বোখারী)

৬। ঐ ঐ ঐ চল চল নওজোয়ান

(আঃ গনি রাজবংশী)

৭। জয় বাংলা জয়                     (কোরাস)

৮। রক্ত রঙ্গীন উজ্জল দিন             (ঐ)

 

দ্বিতীয় অধিবেশনঃ

১। ও বগিলারে কেন বা আইলো      (নর্থীন্দ্রনাথ রায়)

.

২।সাত কোটি আজ প্রহরী প্রদীপ             (কোরাস)              ১৩ ডিসেম্বর, ১৯৭১

৩। ওরা কলিজা ছিড়ে                         তৃতীয় অধিবেশনঃ

৪। বারুদে বারুদে সারা বাংলা                                 ১। জয় জয় জয় হবে বাংলার         (কোরাস)

৫। সম্মুখপানে চলবো মোরা                           ২। ওরা কলিজা ছিড়ে         (ঐ)

৬। বীর মুক্তিযোদ্ধা তোদের            (আঃ গনি বোখারী)    ৩। ঝড়ঝঞ্চার মুখোমুখি               (ঐ)

৭। তোরা জোরছে চল                 (শাহ আলী সরকার) ৪। ব্যারিকেড বেয়নেট বেড়াজাল      (ঐ)

৮। ঐ ঝঞ্জার ঝংকারে ঝংকারে                                ৫। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে            (ঐ)

৬। আমি শুনেছি শুনেছি               (মান্না হক)

১২ ডিসেম্বর, ১৯৭১                                   ৭। রুখে দাঁড়াও রুখে দাঁড়াও          (সরদার লাউদ্দিন)

দ্বিতীয় অধিবেশনঃ                                    ৮। বীর বাঙ্গালী অস্ত্র ধর               (মনোরণজন সরকার)

১। দেয়ালে দেয়ালে লিখা              (কোরাস)              ৯। একটি ফুলকে বাঁচাবো বলে               (আপেল মাহামুদ)

২। ওরা যতই বলুক                   (ঐ)           ১০। অনেকে রক্ত দিয়েছি              (আঃজব্বার)

৩। সোনার বাংলা করবো সোনা                               ১১। ঐ ঝঞ্চার ঝংকারে ঝংকারে              (রবীন্দ্র সঙ্গীত)

(মোঃ নৌশেদ আলী)  ১২। ব্যর্থ প্রাণের আবর্জনা             (ঐ)

৪। বারুদে বারুদে সারা বাংলা

৫। পথের আধাঁর আর নেই           (লাকি আখন্দ)        ১৪ ডিসেম্বর, ১৯৭১

প্রথম অধিবেশনঃ

তৃতীয় অধিবেশনঃ                                     ১। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে            (কোরাস)

১। সংগ্রাম সংগ্রাম                     (কোরাস)              ২। মোরা ঝঞ্জার মত উদাম           (নজরুল)

২। আমার প্রতিবাদের ভাষা           (ঐ)           ৩। শিকল পরা ছল                    (ঐ)

৩।মুক্তির একই পথ সংগ্রাম           (ঐ)           ৪। চলরে সবাই বাঁধ ভাঙ্গাবার                (কোরাস)

৪। দুর্জয় মোরা সাত কোটি           (ঐ)           ৫। সংগ্রাম আজ সংগ্রাম               (ঐ)

৫। এবার উঠেছে মহাঝড় আলোড়ন (ঐ)           ৬। রক্ত রঙীন উজ্জ্বল দিন            (ঐ)

৬।এঘর দুর্গ ওঘর দুর্গ                (ঐ)           তৃতীয় অধিবেশনঃ

৭।সাগর পাড়িতে ঝড় জাগেই যদি   (ঐ)           ১। আমরা গেরিলা আমরা             (কোরাস)

৮।ঐ ঝঞ্জার ঝংকারে         (রবীন্দ্রসঙ্গীত)         ২। আমি এক বাংলার মুক্তিসেনা              (ঐ)

৯। বাংলা থেকে দুশমনদের           (সর্দার আলাউদ্দিন)   ৩। দুর্জয় বাংলা                        (ঐ)

১০। ও আমার দেশবাসী ভাই                 (মোঃ মুন্নাফ) ৪। দুর্গম দূর পথ বন্ধুর                (ঐ)

১১। জনতার সংগ্রাম চলবেই          (কোরাস)              ৫। নোঙ্গর তোল নোঙ্গর তোল                 (ঐ)

১২। আয়রে চাষী মজুর কুলি          (ঐ)           ৬। তোরা জোরছে চল                 (শাহ আলী সরকার)

১৩। এবার তোর মরা গাঙে           (রবীন্দ্রসঙ্গীত)         ৭। দস্যু মারিতে চল ধাইয়া           (ঐ)

১৪। এই কথাটি বলেই                (ঐ)           ৮। পরানের বন্ধুরে বলবো কি তোরে         (দ্বৈত সঙ্গীত)

.

 

 

৯। হুশিয়ার হুশিয়ার হুশিয়ার         (আপেল মাহমুদ)

১০। বাঁধ ভেঙ্গে দাও                   (রবীন্দ্রসঙ্গীত)

১১। চল যাই চল যাই                        (ঐ)

 

১৬ ডিসেম্বর, ১৯৭১

প্রথম অধিবেশনঃ

১। আজ রণ সাজে বাজিয়ে বিষাণ     (সমবেত কণ্ঠ)

২। ফুল খেলবার দিন নয় অদ্য               (ঐ)

৩। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে            (ঐ)

৪। রক্ত রঙ্গীন উজ্জ্বল দিন             (ঐ)

৫। আমি মস্ত সাগর

৬। মোরা ঝঞ্জার মত উদাম           (নজরুল গীতি)

৭। রক্ত দিয়ে নাম লিখেছি

 

দ্বিতীয় অধিবেশনঃ

১। আমি শুনেছি শুনেছি               (মান্না হক)

২। থের আধার আর নাই              (কোরাস)

 

 

৩। চল বাঙ্গালী চল                    (পল্লীগীতি)(কোরাস)

৪। মুক্তি ভাই ঝম বাম করে          (তোরাব শাহ আলী)

 

তৃতীয় অধিবেশনঃ

১। সাত কোটি মোরা করেছি অঙ্গীকার (কোরাস)

২। সম্মুখপানে চলবো মোরা           (ঐ)

৩। চলরে সবাই বাঁধ ভাঙ্গাবার                (ঐ)

৪। মুজিবর মুজিবর                    (ঐ)

৫। ওরে শোনরে তোরা শোন          (ঐ)

৬। আমি মরবো তাতে ক্ষতি নাই     (ঐ)

৭। আমার মুক্তিবাহিনী ভাইরা                 (তোরাব শাহ আলী)

৮। আকাশের তারার মত              (ঐ)

৯। ও আলোর পথ যাত্রী               (কোরাস)

১০। চল চল চল                      (নজরুলগীতি)

১১। আমার মুক্তি আলোয় আলোয়    (রবীন্দ্রসঙ্গীত)

১২। নাই নাই ভয়                     (ঐ)

১৩। এবার তোর মরা গাঙ্গে বান এসেছে      (ঐ)

.

 

Scroll to Top