৭.৭৬.১৫৮
শিরোনাম | সূত্র | তারিখ |
৭৬। হিউম – মাহমুদ আলী বৈঠক | দৈনিক পাকিস্তান | ৩ অক্টোবর,১৯৭১ |
হিউম-মাহমুদ আলী বৈঠক
জাতিসংঘ, ২রা অক্টোবর (এ পি পি)। – জাতিসংঘ সাধারন পরিষদে পাকিস্তানী প্রতিনিধি দলের নেতা জনাব মাহমুদ আলী শুক্রবার রাতে বৃটিশ পররাষ্টমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস হিউমের সাথে পূর্ব পাকিস্তান প্রশ্নে আলাপ-আলোচনা করেছেন। এপিপির বিশেষ সংবাদদাতা জনাব ইফতিখার আলী জানাচ্ছেন। সাধারন পরিষদের বিতর্ক অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে স্যার অ্যালেক ডগলাস হিউম পূর্ব পাকিস্তান প্রশ্নে নিরপেক্ষতা বজায় রেখেছেন।
তিনি ভারতে অবস্হানরত পাকিস্তানী উদ্বাস্ত্তদের স্বদেশে প্রত্যাবর্তনে একটি রাজনৈতিক সমাধানের দাবী বাদ দিয়েছেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানে যোগাযোগ রক্ষায় ক্ষেত্রে গেরিলা তৎপরতার বিপদ সম্পর্কে উল্লেখ করেছেন এবং সেখানে খাদ্য সরবাহের জন্য যোগাযোগ ব্যবস্হা গড়ে তোলার ব্যাপারে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছেন।