১লা অক্টোবর অনুষ্ঠিত কনভেনশন কমিটির সভার প্রস্তাবসমূহ

<৪,৭৬,১৩৫>

অনুবাদকঃ ইফতি

শিরোনামসূত্রতারিখ
৭৬। ১লা অক্টোবর অনুষ্ঠিত কনভেনশন কমিটির সভার প্রস্তাবসমূহএ্যাকশন কমিটির দলিলপত্র১ অক্টোবর, ১৯৭১।

 অক্টোবর, ১৯৭১, অধিবেশন কমিটির সিদ্ধান্তসমূহ

(ক) এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ১ অক্টোবর সংঘটিত ৭ম সভার ২নং সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট আঞ্চলিক কমিটিগুলোর কাছে অধিবেশন কমিটির পক্ষ থেকে চিঠি পাঠানো হবে, যা অধিবেশন কমিটির ছয়জন সদস্যের পক্ষে আহ্বায়ক স্বাক্ষরিত করতে পারবেন।

(খ) এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এই প্রক্রিয়ার দ্রুতকরণে বিচ্ছিন্ন কমিটিগুলোর আঞ্চলিক কমিটিগুলোর সাথে সহযোগিতার তাড়না দিয়ে সংবাদ পরিক্রমায় সার্কুলার দাখিল করা হবে।

(গ) এছাড়াও এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সম্মেলনটি ৭ নভেম্বর, ১৯৭১ রবিবার সকাল ১০.৩০ এ অনুষ্ঠিত হবে।

২২ অক্টোবর নির্বাচন কমিশন, অধিবেশন কমিটির সদস্যবৃন্দের সাথে বৈঠকে আমন্ত্রিত হবেন। নির্বাচন কমিশনের নির্বাচিত সদস্যবৃন্দ তাদের সদস্য হিসেবে নির্বাচনের ব্যাপারে অবহিত হবেন। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, নির্বাচন কমিটি নিম্নোক্ত সদস্যবৃন্দ নিয়ে গঠিত হবে:

(১) ব্যারিস্টার আমিন,

(২) ব্যারিস্টার ফেরদৌস,

(৩) ডক্টর হারুন,

(৪) ডক্টর সিরাজউদ্দৌলা

(৫) জনাব গণেশচন্দ্র দে।

 

এছাড়াও আরো একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে,  আসন্ন নির্বাচনের রেফারেন্সের শর্তাবলী অধিবেশন কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হবে।

কমিশন নিজেদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত করবে। নির্বাহী কমিটি এবং বাংলাদেশ ফান্ডের তিনজন ট্রাস্টির নির্বাচন পরিচালনার সম্পূর্ন ক্ষমতা কমিশনের থাকবে।