১১ই আগস্ট প্রতিরোধ দিবস পালনের আহবান

<৪, ৫১, ৯৬>

অনুবাদকঃ সমীরণ কুমার বর্মন

   শিরোনাম         সূত্র       তারিখ
৫১। ১১ই আগস্ট প্রতিরোধ দিবস পালনের আহবান এ্যাকশন কমিটির প্রচারপত্র  ১০ আগষ্ট, ১৯৭১

 

 

১১ই আগস্ট: প্রতিরোধ দিবস

পাকিস্তানের সামরিক জান্তা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে গোপনে সামরিক আদালতে বিচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

এই ষড়যন্ত্রকে বানচাল করতে হবে। একে রুখে দাঁড়াতে হবে। আসুন হাজার হাজারে এসে আগামী বুধবার, ১১ই আগস্ট, বেলা ২ টায় হাইড পার্ক স্পিকার্স কর্নারে জমায়েত হয়ে এই ঘৃণিত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করুন।

বাংলাদেশের সরকারের বৈদেশিক প্রতিনিধি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করে এই জরুরী গণ-সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে যোগদানের জন্য আমরা আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

জয় বাংলা

আহ্বায়ক

কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি।

 

 

 

কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি কর্তৃক ১১ গোরিং স্ট্রিট, ল-ন, ইসি-৩ থেকে প্রকাশিত ও প্রচারিত।

Scroll to Top