১৩ জন সিএসপি সহ ৫৫ জন অফিসারের দন্ড ঘোষণা

৭.২০১.৫৭৬ ৫৭৮

শিরোনাম সূত্র তারিখ
২০১। ১৩ জন সি, এস, পি সহ ৫৫ জন অফিসারকে দণ্ড ঘোষণা দৈনিক পাকিস্তান ১০ নভেম্বর, ১৯৭১

সামরিক আদালতে-

১৩ জন সিএসপি সহ ৫৫ জন

অফিসার দণ্ডিত

ঢাকার বিশেষ সামরিক আদালত পূর্ব পাকিস্তানে নিয়োজিত ১৩ জন সিএসপি অফিসারকে দণ্ডিত করেছেন। আদালতে এঁদের প্রত্যেককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এপিপির খবর প্রকাশ, দণ্ডিত অফিসারদের সম্পত্তির শতকরা ৫০ ভাগ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। অফিসারগণ আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় ৪০ নম্বর সামরিক আইন মোতাবেক তাদের অনুপস্থিতিতেই তাদের বিচার করা হয়। এসব অফিসারকে ২৫ নম্বর সামরিক আইন বিধি মোতাবেক দায়েকৃত অভিযোগের জবাব দেওয়ার জন্য ৬ নম্বর সেক্টরের শাব মার্শাল ল’ এডমিনিস্ট্রেটের সামনে হাজির হতে বলা হয়েছে।

আদালতে এদের প্রত্যেককে ১৪ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এদের ৫০ ভাগ সম্পত্তি বাজেয়াফত করা হয়েছে।

শেষোক্ত অফিসারদেরকেও তাদের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। তাদেরকে ২৫ নম্বর সামরিক আইন বিধি মোতাবেক অভিযোগের জবাব দেবার  জন্য ১৯৭১ সালের ৮ই সেপ্টেম্বর ৬ নং সেক্টরের সাব- মার্শাল ল’ এডমিনিস্ট্রেটরের আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছিল।

দণ্ডিত অফিসারগণ হচ্ছেনঃ

১। কে, এইচ আসাদুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী, ফিনান্স ডিপার্টমেন্ট, ঢাকা, সিএসপি।

২। এইচ, টি, ইমাম, ডিসি, পার্বত্য চট্টগ্রাম, সিএসপি।

৩। জনাব আবদুস সামাদ, ডিসি, সিলেট, সিএসপি।

৪। মোহাম্মদ এন কিউ খান, ডিসি, পাবনা, সিএসপি।

৫। সৈয়দ আবদুস সামাদ, রিহ্যাবিলিটেশন অফিসার, চট্টগ্রাম, সিএসপি।

৬। কুদরত- ই এলাহী চৌধুরী, এডিশনাল ডিসি, রাজশাহী, সিএসপি।

৭। মোহাম্মদ খুশরুজ্জামান চৌধুরী, এসডিও, কিশোরগঞ্জ, সিএসপি।

৮। কাজী রুকুনউদ্দীন আহমদ, এসডিও, ব্রাহ্মণবাড়িয়া, সিএসপি।

৯। ওয়ালিউল ইসলাম, এসডিও, বগুড়া, সিএসপি।

১০। আকবর আলী খান, এসডিও, হবিগঞ্জ, সিএসপি।

১১। কামাল উদ্দীন সিদ্দীক, এসডিও নড়াইল, সিএসপি।

১২। মোহাম্মদ তৌফিক- ই ইলাহী চৌধুরী, এসডিও মেহেরপুর, সিএসপি।

১৩। সাদত হোসেন, এ্যাসিসটেন্ট কমিশনার, যশোর, সিএসপি।

১৪। আলতাব হোসেন খান, ইপিসিএস, পাবনা।

১৫। যিতেন্ত্র লাল চক্রবর্তী, ইপিসিএস, ফরিদপুর।

১৬। আলতাব হোসেন, ইপিসিএস, রংপুর।

১৭। এ, কিউ, এম কামরুল হুদা, ইপিসিএস, ময়মনসিংহ।

১৮। মোঃ আবদুল মতিন সরকার, ইপিসিএস, রংপুর।

১৯। হেলাল উদ্দিন কান,  ইপিসিএস,  ময়মনসিংহ।

২০। আবদুল লতিফ, ইপিসিএস, রাজশাহী।

২১। আবদুল হালিশ, ইপিসিএস, টাঙ্গাইল।

২২। জিয়াউদ্দীন আহমদ, ইপিসিএস, ঢাকা।

২৩। খিতিশ চন্দ্র কুণ্ডু, ইপিসিএস, ঢাকা।

২৪। কাজী লুৎফর হক, ইপিসিএস, ঢাকা।

২৫। মাখন চন্দ্র মাঝী, ইপিসিএস, ঢাকা।

২৬। মোঃ মিজানুর রহমান, ইপিসিএস, নোয়াখালী।

২৭। আবদুল কাদের মুন্সি, ইপিসিএস, খুলনা।

২৮। দ্বীজেন্দ্র নাথ ব্যাপারী, ইপিসিএস, বাকেরগঞ্জ।

২৯। মানিক লাল সমাদ্দার, ইপিসিএস, ফরিদপুর।

৩০। আলতাব উদ্দীন, ইপিসিএস, সিলেট।

৩১। ক্ষান্ত মোহন দাস, ইপিসিএস, সিলেট।

৩২। আমিয়াংশু সেন, ইপিসিএস, সিলেট।

৩৩। মোঃ ইসহাক, ইপিসিএস, চট্টগ্রাম।

৩৪। মোঃ আবদুল আলী, ইপিসিএস, ফরিদপুর।

৩৫। এ কে এম রুহুল আমিন, ইপিসিএস, কুমিল্লা।

৩৬। ইয়াকুব শরিফ, ইপিসিএস, বাকেরগঞ্জ।

৩৭। প্রিয়দারঞ্জন দাস, ইপিসিএস, চট্টগ্রাম।

৩৮। জ্ঞানরঞ্জন সাহা, ইপিসিএস, বরিশাল।

৩৯। অমরেন্দ্র মজুমদার, ইপিসিএস, নোয়াখালী।

৪০। গোলাম আকবর, ইপিসিএস, ঢাকা।

৪২। অনিল চন্দ্র সাহা, ইপিসিএস, ময়মনসিংহ।

৪৩। সুবির কুমার ভট্টাচার্য, ইপিসিএস, বরিশাল।

৪৪। আবদুল লতিফ ভূঁইয়া, ইপিসিএস, কুমিল্লা।

৪৫। এ, এইচ, এম আবদুল হাই, ইপিসিএস, রাজশাহী। 

৪৬। মোঃ আমানত উল্লাহ, ইপিসিএস, ঢাকা।

৪৭। রিয়াজুর রহমান, ইপিসিএস…..

৪৮। এ এস এম রমিজ উদ্দীন, ইপিসিএস (০৮) ঢাকা।

৪৯। জ্যোতিবিনোদ দাস, ইপিসিএস (৪০৪) নোয়াখালী।

৫০। আফি্যুর রহমান, ইপিসিএস, রাজশাহী।

৫১। বিভূতি ভূষণ বিশ্বাস, ইপিসিএস, (১৯৯) ফরিদপুর।

৫২। জিতেন্দ্র লাল দাস, ইপিসিএস (১৮৩) সিলেট।

৫৩। খান আমীর আলী, ইপিসিএস, বরিশাল।

৫৪। যোগেশ চন্দ্র ভৌমিক, ইপিসিএস, কুমিল্লা।

৫৫। জহিরুল হক ভূঁইয়া, ইপিসিএস (১৪৪) ঢাকা।

Scroll to Top