১ নং সেক্টর কমান্ডারের একটি গোপন চিঠি

শিরোনাম উৎস তারিখ
৪৪। ১ নং সেক্টর কমান্ডারের একটি গোপন চিঠি ১ নং সেক্টরের দলিলপত্র ২৮ আগস্ট, ১৯৭১

 

ট্রান্সলেটেড বাইঃ Razibul Bari Palash

<১১, ৪৪, ৪৯৯>

 

 

হইতে

ইমাম হেড কোয়ার্টার ১  নং  সেক্টর   

 

                                ডি টি জি  ২৯১৪০০          গোপনীয় এ / ০৭৬২

 

প্রতি

সাব সেক্টর ১,২,৩

সাব সেক্টর ৫ (হাতে হাতে দিতে হইবে)

 

আলফা – শত্রুদের কাছ থেকে আটক করা অস্ত্রর ধরণ অনুযায়ী পুরষ্কার এর পরিমাণ।

১। রাইফেল – ৩০ রুপি 

২। চাইনিজ রাইফেল ৫০ রুপি

৩। এল এম জি ৩০৩ – ১০০ রুপি

৪। এল এম জি ৭.৬২ চাইনিজ – ১৫০ রুপি

৫। এম জি – ২০০ রুপি

এছাড়া অন্যান্য অস্ত্রের জন্যও উপযুক্ত পুরস্কার দেয়া হবে।

 

ব্রাভো – বন্দীদের ক্ষেত্রে

১। শত্রু সৈন্য – ২০০ রূপী

২। শত্রুদের জে সি  ও – ৩০০ রুপি

৩। শত্রু অফিসার – ১০০০ রুপি

 

চার্লি – গুরুত্তপূর্ন ডকুমেন্ট ও দরকারি জিনিসপত্রের ক্ষেত্রে গুরুত্বের উপর নির্ভর করে উপযুক্ত পুরস্কার দেয়া হবে।  

 

ডেলটা – এটা সকল  র‍্যাংক  এর   অবগতির জন্য প্রকাশ করা হল ।

 

নং – ৩০ এস /১/এ ২৮ আগস্ট ৭১        

 

        স্বা-

                                                        মেজর

                                                মো রফিকুল ইসলাম

Scroll to Top