২০শে আগস্ট অনুষ্ঠতব্য কনভেনশন কমিটির সভার বিজ্ঞপ্তি

<৪, ৫৬, ১০৪>

অনুবাদকঃ তানভীর আহমেদ রিশাত

শিরোনামসূত্রতারিখ
৫৬। ২০শে আগস্ট অনুষ্ঠতব্য কনভেনশন কমিটির সভার বিজ্ঞপ্তিএ্যাকশন কমিটির দলিলপত্র১৮ আগস্ট, ১৯৭১

 

১৮ আগস্ট, ১৯৭১

জনাব খান,

       আমি এখন এটাই নিশ্চিত করার জন্য লিখছি যে অধিবেশন কমিটির প্রথম মিটিং আগামি শুক্রবার ২০ আগস্ট সন্ধ্যা ৬ টায় পরিচালনা কমিটির অফিসে-(ঠিকানা ১১ গোয়িং স্ট্রিট, লন্ডন ইসি. ৩) অনুষ্ঠিত হবে। মিটিংটি হবে সকল অ্যাকশন কমিটির সাথে একটি প্রাথমিক আলোচন সভা কীভাবে কেন্দ্রীয় একশন কাউন্সিল গঠন করা যায় তা নিয়ে।

       আপনি জানেন যে, এই মিটিংটি গত ১৬ আগস্ট, সোমবার আয়োজন করা হয়েছিল। কিন্তু অনেক সদস্যের অনুপস্থিতির কারনে এটি কয়েক দফা পেছানো হয়েছে। যাই হোক, যেহেতু এটি একটি জরুরী মিটিং, ২০ আগস্ট এর চূড়ান্ত তারিখ ধার্য করা হয়েছে। আপনি যদি মিটিংএ আসতে অপারগ থাকেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আপনাকে ছাড়াই উক্ত মিটিং অনুষ্ঠিত হবে।

                                                                     আহ্বায়ক

                                                           আজিজুল হক ভুঁইয়া

জনাব গাউস খান

৫৮ বারউইক স্ট্রিট

লন্ডন, ডব্লিউ.সি.১.

Scroll to Top