২০৭. ২৪ নভেম্বর ঈদুল ফেতর উদযাপন

এফ এম খান

<৬,২০৭,৩৫৬>

সংবাদপত্রঃ আগ্রদূত ১ম বর্ষঃ ১৩শ সংখ্যা

তারিখঃ ২৪ নভেম্বর, ১৯৭১

.

ঈদুল ফেতর উদযাপন

.

রৌমারী।। ২২শে নভেম্বর

    আমাদের প্রতিনিধি পরিবেশিত সংবাদ প্রকাশ চাঁদ বিভ্রাটে গত ২১শে ও ২২শে নভেম্বর রোজ শনিবার ও রবিবার উভয় দিবস ঈদুল ফিতরের উৎসব উপলক্ষে উদযাপিত হয় এবং উভয় দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।তবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনই অধিকসংখ্যাক লোক জামাতে শরিক হন।

.

    রৌমারী ও তদসংলগ্ন মুক্ত অঞ্চলে অন্যান্য বৎসরের ন্যায় ও বৎসরেও স্বাভাবিক ধুমধামের সংগে মুসলমানদের বিশেষ পর্ব ঈদুল ফেতর উৎসব উদযাপিত হয়।এ দিবস দুটিতে কোথাও থেকে কোনরূপ অপ্রীতিকর কোন ঘটনার সংবাদ পাওয়া যাই নাই।নামাজ শেষে ময়দানে জামাতের লোকজন এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তি,পবিত্র মাতৃভূমির শত্রু কবল থেকে সর্বাঙ্গীণ মুক্তি,মুক্তিযুদ্ধরত আমাদের বীর মুক্তিবাহিনীর আশু সাফল্য কামনা করা হয় এবং ঐ সঙ্গে যে সব মুক্তিযোদ্ধা প্রিয় মাতৃভূমির জন্য শাহাদাত বরণ করেছেন ও বাংলার অসংখ্য জনগন যারা বর্বর ইয়াহিয়া বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের আত্মার পরিত্রাণ ও শান্তির দোয়া কামনা করা হয়।

Scroll to Top