২০৮. ১ ডিসেম্বর জৈনক হেড মাষ্টারের মৃত্যুদণ্ড

এফ এম খান

<৬,২০৮,৩৫৭>

সংবাদপত্রঃ অগ্রদূত ১ম বর্ষঃ ১৪শ সংখ্যা

তারিখঃ ১লা ডিসেম্বর

.

নজিম খাঁ হাই স্কুলের হেড মাষ্টার

মিঃ শাহ আলমের মৃত্যুদণ্ড

.

উলিপুর ৩০শে নভেম্বর

আমাদের উলিপুর প্রতিনিধি পরিবেশিত সংবাদে প্রকাশ নজিম খাঁ ইউনিয়নের  আওয়ামীলীগ সংসদের সেক্রেটারী ও নজিম খাঁ হাই স্কুলের মাষ্টার মিঃ আলিমকে গত ২৭শে নভেম্বর রাজাকার বাহিনীর লোকেরা ধৃত করে পাক সেনাদের হস্তে অর্পণ করলে তারা এই বিশিষ্ট  আওয়ামীলীগ কর্মী ও প্রখ্যাত শিক্ষাবিদকে নির্মমভাবে গুলিকরে হত্যা করে।ঐ দিবসেই এই অঞ্চলের আরও সাতজন আওয়ামীলীগ কর্মীকে হত্যা করা হয়।

.

          স্বদেশপ্রেমের অপরাধে যুবক মিঃ আলমের মৃত্যুদণ্ডে এই অঞ্চলের লোকজনের মধ্যে অত্যন্ত ত্রাসের সঞ্চার হয়েছে।বাংলাদেশের লক্ষ লক্ষ দেশপ্রেমিক শহীদের আত্মার সঙ্গে আমাদের সহ কর্মী মিঃ আলমের আত্মার শান্তি আমরা কামনা করি।