এফ এম খান
<৬,২১১,৩৬০>
সংবাদপত্রঃ মুক্তবাংলা
তারিখঃ ২৯ নভেম্বর, ১৯৭১
সম্পাদকীয়
.
সসাগরা রত্নসম্ভার বিশ্বের মণিকোঠায় রক্তাক্ষরে দেয়া একটি নাম,একটি পরিচয়-স্বাধীন বাংলাদেশ। গণতান্ত্রিক সভ্য বিশ্বের উজ্জ্বলতম নক্ষত্র মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ সাড়ে সাত কোটি বাঙালীর স্বীকৃত গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার আজ একটি বাস্তব সত্য-সত্য চিরঅম্লান চিরঞ্জীব। বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ মুক্তি চায়-বাংলার মানুষ অধিকার চায়,তাই লাখো শহীদের রক্তে গড়া বাংলাদেশ সরকার ও রক্তের শপথে দীপ্ত বাংলার মুক্তিপাগল প্রতিটি মানুষ বর্বর ইয়াহিয়ার হানাদার পশুদের হত্যা করে দূর্বার গতিতে এগিয়ে চলছে আসন্ন মুক্তির দেকে।
.
যাত্রাপথ যতই দুর্গম হউক না কেন বাংলাদেশ সরকার বাংলার বুদ্ধিজীবী, চাকুরীজীবী, ছাত্র শিক্ষক, কৃষক, শ্রমিক ও মেহনতি জনতা রক্তের বিনিময়ে সাম্রাজ্যবাদ ঔপনিবেশবাদ, পুঁজিবাদ, টাউট -বাটপার ও পা-চাটা দালালদের বিষদাঁত ভেঙ্গে দিয়ে ” মুক্ত বাংলার” বিমল আলোতে দশদিক উদ্ভাসিত করে শোষিত নির্যাতিত বাংলার মানবাধিকার স্থাপন করবেই,করবেই করবেই।
“জয় বাংলা-জয় বঙ্গবন্ধু-জয় মুক্তিযোদ্ধা”
*
‘জনগনের ইচ্ছাশক্তির পতন নেই পূর্ণ মুক্তি ও স্বাধীনতাই আমাদের একমাত্র লক্ষ্য”-তাজউদ্দীন