২২৮. ৩১ অক্টোবর কেন আমি মুক্তিযোদ্ধা

নাম প্রকাশে অনিচ্ছুক

<৬,২২৮,৩৮৩>

শিরোনাম সংবাদ পত্র তারিখ
কেন আমি মুক্তিযোদ্ধা বাংলাদেশ

১ম বর্ষ ঃ ১ম সংখ্যা

৩১ অক্টোবর ১৯৭১

 

কেন আমি মুক্তিযোদ্ধা

বরুন

 

                  এ প্রশ্নের উত্তরে প্রথমেই আমার মানসচক্ষে ভেশে উঠে বাংলা মায়ের নির্যাতিত, নিপীড়িত নিস্পেষিত মলিন মুখানি। কেন আজ বঙ্গমাতার এই এ নিদারুন অবস্থা। কারা এর জন্য দায়ী? সুজলা সুফলা সোনার বাংলাকে শম্মানে পরিণত করছে কারা! গত তেইশ বছরের ইতিহাস বাংলার শুধু শাসন শোষন নির্যাতন বেয়নেট আর নপীড়নের ইতহাস। যখনি আমরা কোন ন্যায্য পাওনার দাবি তুলেছি, তখনি ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে বুলেট আর বেয়নেট নিয়ে। কারাগারের লৌহকপাটের অন্তরালে চিরদিন ওরা আমাদের কন্ঠকে রোধ করতে চেয়েছে। তথাকথিত পাকিস্তানের জন্মলগ্ন থেকেই ওদের এ হীনমন্য অভিলাষ চরিতার্থ করে এসেছ্ স্বাধীনতার নামে আমা যা পেয়েছি তা পরাধীনতারই চরম গ্লানী। বাংলাকে ওরা কখনো এতটুকু অনুকম্পার চোখে সহিত ভেবে দেখেনি। তথাকথিত পাকিস্তানের শাসন ব্যবস্থার সূচনাতেই  আমাদের প্রানের চেয়ে অধিক প্রিয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে অস্বীকৃতি জানিয়ে ওরা আমাদের জাতীয় জীবনে চরম অবজ্ঞা প্রদর্শন করে। জনসংখ্যার ভিত্তিতে সংখ্যাগরিষ্ট আমরা বঙ্গভাষী দাবি জানালাম বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে। ওরা তাতে কর্ণপাত করলোনা। শুরু হলো আমাদের দুর্বার সংগ্রাম। বজ্র শপথ নিয়ে আমরা ধ্বাণ তুললাম “রাষ্ট্রভাষা বাংলা চাই”। ছাত্র, শ্রমিক, কৃষাণ সবার মুখে একই কথা “ আমাদেরদাবি মানতে হবে”। ওরা নরখাদক পশুর মত ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর বুলেট আর বেয়নেট নিয়ে। (চলবে)

                                                                                        

পরবর্তী সংখ্যা সংগৃহীত হয়নি বলে অসমাপ্ত।

Scroll to Top