৭.২০৮.৫৮৭
শিরোনামঃ ২০৮। ২২ পুলিশ অফিসারকে হাজির হওয়ার নির্দেশ
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
তারিখঃ ১ ডিসেম্বর, ১৯৭১
.
২২ জন পুলিশ অফিসারকে
হাজির হওয়ার নির্দেশ
.
সারদা পুলিশ একাডেমীর প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালসহ ২২ জন পুলিশ কর্মচারীকে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় এম, পি, এ হোষ্টেলে অবস্থিত ৬ নং সেক্টরে উপ-সামরিক আইন প্রশাসকের নিকট উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে বলিয়া গতকাল (মঙ্গলবার) ঢাকায় ওপিপি পরিবেশিত সংবাদে বলা হয়েছে।
তাহাদের বিরুদ্ধে ‘খ’ অঞ্চলের সামরিক আইন পরিচালকের ১২০ নং আদেশের সহিত পঠিত এন এম আর ২৫ বিধি অনুযায়ী আনয়ন করা হইয়াছে।
‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেঃ জেঃ এ এ কে নিয়াজী এম এল আর ৪০ বিধি অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা বলে নিম্নলিখিত ২২ জন পুলিশ অফিসারকে উপরোক্ত উপ-সামরিক আইন পরিচালকের নিকট হাজির হওয়ার নির্দেশ দিয়াছেনঃ-
১। পঙ্কজ কুমার মল্লিক, ইনস্পেক্টর অফ পুলিশ, সারদা পুলিশ একাডেমী।
২। এস, আই মোঃ বাদশা মিয়া, বরিশাল জেলা।
৩। এস, আই সায়েদুজ্জামান, ও, সি, বেনাপোল তলল্লাশী ফাঁড়ি।
৪। এস, আই শামসুল আলম, সেকেণ্ড এস আই, খিকরাগাছা থানা।
৫। ওস, আই মফিজুদ্দিন আহমদ, ও, সি কোটচাঁদপুর থানা।
৬। এস, আই কাঞ্চন কুমার ঘোষল, সিনিয়র সি, এস, আই, ঝিনাইদহ কোর্ট।
৭। এস, আই আবদুল হাকিম, থার্ড এস, আই, ঝিনাইদহ থানা।
৮। এস, আই আবদুল মতিন, থার্ড এস, আই, মহেষপুর থানা।
৯। এস, আই আবদুল লতিফ, ও, সি, কালিগঞ্জ থানা।
১০। এস, আই চৌধুরী আবদুর রাজ্জাক, ডি, আই, ও, ঝিনাইদহ।
১১। এ, এস, আই আবদুল গফুর, ঝিকরগাছা থানা।
১২। এস, আই ফজলুর রহমান, কুষ্টিয়া জেলা।
১৩। এস, আই মকবুল আহমদ, কুষ্টিয়া জেলা।
১৪। এস, আই মোঃ ইয়ার আলী, কুষ্টিয়া জেলা।
১৫। এস, আই মফিজুর রহমান হক, কুষ্টিয়া জেলা।
১৬। আর্মড, এস, আই নুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা।
১৭। সে, এস, আই আজিজুর রহমান, কুষ্টিয়া জেলা।
১৮। ইন্সপেক্টর ক্ষিতিশ চন্দ্র দে, কুষ্টিয়া জেলা।
১৯। শৈলেন্দ্র কিশোর চৌধুরী, ভাইস-প্রিন্সিপাল সারদা পুলিশ একাডেমী।
২০। বজলুর রহমান, এস, পি, পার্বত্য চট্টগ্রাম।
২১। মোশাররফ হোসেন ডি, আই, জি, চন্দ্রঘোনা।
২২। আব্দুল খালেক পি, এস, পি, প্রিন্সিপাল, সারদা পুলিশ একাডেমী।
তাহাদিগকে আগামী ৭ই ডিসেম্বর সকাল ৮টায় তাহাদের বিরুদ্ধে আনীত উপরোক্ত অভিযোগের জবাব দানের জন্য ৬ নং সেক্টরের উপ-সামরিক আইন প্রশাসকের নিকট হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে। তাহারা যদি নির্দিষ্ট তারিখ ও সময়ে হাজির হইতে ব্যর্থ হন তাহা হইলে তাহাদের অনুপস্থিতিতে ৪০ নং সামরিক আইন বিধি অনুযায়ী তাহাদের বিচার করা হইবে।