৩রা সেপ্টেম্বর অনুষ্ঠিত কনভেনশন কমিটির সভার প্রস্তাবসমূহ

<৪, ৬৩, ১১৫>

অনুবাদকঃ আফসানা আহমেদ রিয়া

শিরোনামসূত্রতারিখ
৬৩। ৩রা সেপ্টেম্বর অনুষ্ঠিত কনভেনশন কমিটির সভার প্রস্তাবসমূহএ্যাকশন কমিটির দলিলপত্র৩রা সেপ্টেম্বর, ১৯৭১

 

১৯৭১ এর ৩ সেপ্টেম্বর, শুক্রবার লন্ডনের গোরিং স্ট্রিট এ কনভেনশন কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় পরিষদ, অঞ্চলের সমস্ত কমিটির পক্ষ থেকে ২১৭ জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত হবে কেন্দ্রীয় পরিষদ।

 

অনুচ্ছেদ ৫ এর ধারাবাহিকতা:

 

 

পরিষদের কার্যাদি: জরুরি মুহূর্তে কার্যনির্বাহী কমিটি কর্তৃক গৃহীত তড়িত সিদ্ধান্তসমূহ ব্যতীত প্রতিষ্ঠানের অন্য সকল নীতির ব্যপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় পরিষদ। কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনার ভিত্তিতে আহবায়ক কর্তৃক পরিষদের মিটিং আহ্বান করা হবে। আর্থিক বিষয়াদি এবং কার্যনির্বাহী কমিটির কার্যকলাপ সংবলিত রিপোর্ট প্রতি তিন মাস অন্তর পরিষদের কাছে দাখিল করতে হবে। পঞ্চাশজন কাউন্সিলর তাদের যৌথ স্বাক্ষরের ভিত্তিতে পরিষদের বিশেষ প্রয়োজনে সভা ডাকতে পারবেন।

স্বাক্ষরসমূহ

 

 

 

অনুচ্ছেদ ৬ – কার্যনিবাহী কমিটির কার্যাদি:

গোপন ব্যালট পেপারের মাধ্যমে কেন্দ্রীয় কাউন্সিলরদের দ্বারা নির্বাচিত এবং কাউন্সিলরদের মধ্য থেকেই এগার জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে কার্যনির্বাহী কমিটি।

Scroll to Top