৫৪. ২৫ সেপ্টেম্বর সম্পাদকের বক্তব্য

অনুবাদঃ শিহাব শারার মুকিত

<৬, ৫৪, ৬৭৭-৬৭৮>

শিরোনামঃ সম্পাদকের মন্তব্য

সংবাদপত্রঃ বাংলাদেশ নিউজলেটার শিকাগোঃ ০৯

তারিখঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭১

 

দৃষ্টি আকর্ষন

১। আমরা আশা করছি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলবার সাথে সাথেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বাংলাদেশ বিষয়ে বক্তব্যের জন্য বক্তার অনুরোধ আসবে। বাংলাদেশ প্রতিরক্ষা মৈত্রীর পক্ষে ড. জে ভট্টাচার্য সারাদেশের বিভিন্ন অংশের বক্তাদের তালিকা সমন্বয় করবেন। যারা এই বক্তাদের দলে নাম লিখাতে ইচ্ছুক এবং যাদের বক্তা দরকার তারা নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুনঃ

ড. জ্ঞানেন্দ্র কে ভট্টাচার্য

জীবার্ণুবিজ্ঞান বিভাগ

মায়ামি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ওহাইও ৪৫০৫৬

(৫১৩) ৫২৯-৪৭২৭

 

আপনার অঞ্চলে উন্নত সাংগঠনিক সেবা প্রদানের জন্য ড. জে ভট্টাচার্য প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য সাহায্য করবেন।

২। বাংলাদেশ নিউজলেটার এর ৭ম সংখ্যার সাথে আমরা একটি পুস্তিকা দিয়েছিলাম যেখানে বাংলাদেশ জরুরী কল্যাণ আবেদনের অর্থ সংগ্রহের ইশতেহার ছিল। সকল আগ্রহী ব্যক্তি বা দলকে আমরা অনুরোধ করেছিলাম অর্থ সংগ্রহের জন্য পর্যাপ্ত ইশতেহার নির্দ্বিধায় চাওয়ার জন্য। আমরা এই ইশতেহার খুশি মনেই পৌছে দেব।

৩। ডিফেন্স লীগ তথ্য উপকরণের একটা বড় চালান প্রস্তুত করেছে। আপনি যদি সেগুলোর কিছু ব্যবহার করতে চান, আমাদের অবগত করুন।

৪। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশন একটি সাপ্তাহিক সংবাদ সংকলন বের করছে। আপনি যদি সেটা না পেয়ে থাকেন তাহলে লিখুন

বাংলাদেশ মিশন

১২২৩ কনফারেন্স এভিনিউ

৫ম তলা, ওয়াশিংটন ডিসি২০০৩৬।

 

৫। ন্যাশভিলের পূর্ব বাংলা মৈত্রী বলছে তারা স্কুল লেভেলে বাংলাদেশ সম্পর্কে তথ্য অস্থায়ী তথ্য কেন্দ্র খুলতে আগ্রহী। তারা আপনাকে কিভাবে তথ্য কেন্দ্র স্থাপন করা যায় এ সম্পর্কিত পুঁথি ও উপদেশ দিয়ে সাহায্য করতে পারে (আপনাকে শুধু পাঠানোর খরচটা বহন করতে হবে।) যোগাযোগঃ

পূর্ব বাংলা মৈত্রী

বক্স ৪২, স্টাঃ বি

ভ্যন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়

ন্যাশভিল, টিএন ৩৭২০৩

 

ঘোষণা

বাংলাদেশের স্বাধীনতার এই সংগ্রামে চিকিৎসা পেশার সাথে সম্পৃক্তদের বিশেষ গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। মুক্তি বাহিনী ও উদ্বাস্তুদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাজ্যের ডাক্তাররা ইতিমধ্যেই নিজেদের ঐক্যবদ্ধ করেছেন। উত্তর আমেরিকাতেও বিডিএল এর উদ্যোগে একই রকম পদক্ষেপ নেয়া হয়েছে। পরবর্তি যোগাযোগের জন্য সকল ডাক্তারদেরকে অতিসত্ত্বর ডঃ জিল্লুর রহমান আতহার এর সাথে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে বলা হলঃ

ডঃ জিল্লুর রহমান আতহার

৮০৮ হলিউড বুলেভার্দ

ন্যাশভিল, টিএন ৩৭০২৯

ফোনঃ (৬১৫) ৩৫৬-৩৯১২

.

…লিখুন আমাদের কে আপনাদের চিন্তাধারা, মন্তব্য কিংবা উপদেশ সম্পর্কে। আপনার কার্যক্রম সম্পর্কে আমাদের জানান। আমাদের স্বাধীনতা যুদ্ধে আগ্রহী ব্যক্তিদের ঠিকানা আমাদের দিন। আমরা তাদের কাছে সনফবাদ সংকলন ও অন্যান্য পুঁথি পাঠিয়ে দিব।

 

সম্পাদক

Scroll to Top